কথিত আছে ভগবান শিব তাঁর ভক্তদের ভক্তিতে সন্তুষ্ট হন এবং ভক্তির আরাধনায় ভক্তদের কাঙ্ক্ষিত বর প্রদান করেন, তাই তাঁকে ভোলেনাথ বলা হয় । ফাল্গুন মাসকে শিবের উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় । কারণ এই মাসে মহাশিবরাত্রি ৷ তাই ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় ।
সামনেই মহা শিবরাত্রি । শাস্ত্রমতে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে । অতি পবিত্র দিন শিবরাত্রি । ওই দিন ভক্তরা মহাদেবের পুজো করবেন । কিন্তু শিবপূজা করতে গিয়ে অনেকেই না জেনে বেশ কিছু ভুল ত্রুটি করে বসেন । জ্যোতিষ পণ্ডিত সাবধান করলেন সেই ভুলগুলি সম্পর্কে । সেই সঙ্গে জানালেন, সঠিক নিয়ম মেনে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হবেন ।
জ্যোতিষীর মতে জেনে নিন, পুজোর নিয়মবিধি:
প্রথম প্রহর (দুধ দিয়ে): 26 ফ্রেব্রুয়ারি 6.30pm-9.30pm ৷ দ্বিতীয় প্রহর (দই দিয়ে): 26 ফ্রেব্রুয়ারি রাত 9.30-12.40 am ৷ 27 ফ্রেব্রুয়ারি তৃতীয় প্রহর (ঘি দিয়ে): 12.40am- 3.40 am ৷ চতুর্থ প্রহর (মধু দিয়ে): 27 ফ্রেব্রুয়ারি (3.40am-6.56am) ৷
জ্যোতিষী রাহুল দে জানান, শিবরাত্রি নিয়ম কানুন সম্পর্কে ৷ তিনি বলেন, "অর্থ বৃদ্ধির জন্য শিবরাত্রির দিন করুন এই কাজ ৷ যা আপনার অর্থকে সমৃদ্ধশালী করতে সাহায্য করবে ৷ এরজন্য শিবরাত্রির দিন শিবকে অর্পন করা যে কোনও একটি ফুুল বাড়িতে নিয়ে আসুন ৷ এটি নিয়ে আসার পর মানিব্যাগে এটি রেখে দিন ৷ অথবা আলমারিতে টাকা রাখার জায়গায় রাখতে পারেন ৷ আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ৷"
তবে কিছু করার সঙ্গে সঙ্গে সবকিছুর একটা নিষেধবিধি রয়েছে ৷ জ্যোতিষী বলেন, কিছু জিনিষ করা উচিত নয় ৷ এই জিনিষগুলি করলে উপকারের পরিবর্তে অপকার হতে পারে ৷ জীবনে কাজের পথে বাধা আসতে পারে ৷ জেনে নিন কোন কোন কাজ করবেন না ?
শিবরাত্রির দিন ভগবান শিবকে তুলসি পাতা নিবেদন করবেন না ৷
শিবলিঙ্গে কেতকী ফুল বা চম্পা ফুল নিবেদন করা যাবে না ৷
শিবলিঙ্গে কখনওই সিঁদুর দেওয়া যাবে না ৷ ভোলেনাথের পূজা করার সময়, ভুল করেও হলুদ, কুমকুম এইধরনের জিনিস নিবেদন করা উচিত নয় । হলুদের পরিবর্তে ভোলেনাথকে চন্দন নিবেদন করতে পারেন । এতে ভগবান সন্তুষ্ট হন ৷
ভগবান শিবকে বেলপাতা নিবেদন করা উচিত তবে কখনওই বেলপাতা কোথাও ভাঙা, ছেঁড়া বা খণ্ডিত হওয়া উচিত নয় । বেলপাতা সর্বদা একটি মসৃণ পৃষ্ঠে দেওয়া উচিত ।
এছাড়াও নারকেলের জল নিবেদন করা যাবে না ৷
প্যাকেট জাতীয় দুধ শিবলিঙ্গে নিবেদন না করাই ভালো ৷
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)