ETV Bharat / sports

বাঁচাল হেলমেট, নাটকীয় লিডে প্রথমবার রঞ্জি ফাইনালে কেরল - RANJI TROPHY 2024 25

নাটকীয়তায় মোড়া প্রথম ইনিংসে মাত্র দু'রানের লিডে প্রথমবার রঞ্জি ফাইনালে কেরল ৷ খেতাবজয়ের লড়াইয়ে তাঁরা মুখোমুখি কার ?

RANJI TROPHY
প্রথমবার রঞ্জি ফাইনালে কেরল (KCA TWITTER)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 21, 2025, 5:17 PM IST

আমেদাবাদ, 21 ফেব্রুয়ারি: কোয়ার্টার ফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে এক রানে এগিয়ে থাকার সুবাদে মিলেছিল সেমিফাইনালের টিকিট ৷ আর শেষ চারে গুজরাতকে তাঁদের ঘরের মাঠে দু'রানে পিছনে ফেলে ফাইনালে পৌঁছল কেরল ৷ 74 বছরে প্রথমবার রঞ্জি ফাইনালে পৌঁছল দক্ষিণের রাজ্যটি ৷ সেদিক থেকে দেখতে গেলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়ল সচিন বেবির দলবল ৷

উইকেটরক্ষক মহম্মদ আজহারউদ্দিনের 177, অধিনায়ক সচিন বেবির 69 রানে ভর করে সেমির প্রথম ইনিংসে 457 রান তোলে কেরল ৷ শুক্রবার সকালে অর্থাৎ ম্য়াচের শেষদিন প্রথম ইনিংসে 455 রানে অলআউট হয়ে যায় গুজরাত ৷ তবে এক্ষেত্রে হেলমেট বাঁচিয়ে দিল কেরলকে ৷ গুজরাতের শেষ ব্যাটার অদ্ভুতভাবে আউট হয়ে ফেরার কারণেই ফাইনাল নিশ্চিত হল কেরলের ৷ আদিত্য সারওয়াতের বল সপাটে বাউন্ডারি হাঁকাতে যান অর্জন নাগওয়াসওয়ালা ৷ কিন্তু তাঁর শট সজোরে গিয়ে লাগে শর্ট লেগ ফিল্ডারের হেলমেটে ৷ প্রতিহত হয়ে তা গিয়ে জমা পড়ে প্রথম স্লিপে সচিন বেবির হাতে ৷ ফলত বলাই যায় হেলমেট বাঁচিয়ে দিল কেরলকে ৷

জলে যায় প্রিয়ঙ্ক পাঞ্চালের 148 রান ৷ কেরলের হয়ে চারটি করে উইকেট নেন জলজ সাক্সেনা এবং আদিত্য সারওয়াতে ৷ দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে কেরল 114 রান তোলার পর ম্য়াচের সমাপ্তি ঘোষণা করা হয় ৷ প্রথম ইনিংসে দু'রানে লিডই ফাইনালে পৌঁছে দেয় সচিন বেবি অ্যান্ড কোংকে ৷ কেরলের রঞ্জি ফাইনালে পৌঁছনো উদযাপনে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে সে রাজ্যের পুলিশের তরফে ৷ যেখানে কেরল পুলিশ অদ্ভুত আউটের ভিডিয়ো পোস্ট করে লিখেছে, "শুধু জীবন নয়, ম্যাচও রক্ষা করে হেলমেট ৷"

26 ফেব্রুয়ারি রঞ্জি ফাইনালে কেরল মুখোমুখি হবে বিদর্ভের ৷ গতবার ফাইনালে হারের বদলা নিয়ে 42 বারের চ্যাম্পিয়ন মুম্বইকে সেমিফাইনালে তাঁরা হারাল 80 রানে ৷ 406 রানের টার্গেট তাড়া করতে নেমে শেষদিন 325 রানে শেষ হল আজিঙ্কা রাহানে নেতৃত্বাধীন দলের দ্বিতীয় ইনিংস ৷ বিদর্ভের হয়ে পাঁচ উইকেট হর্ষ দুবের ৷

আরও পড়ুন:

আমেদাবাদ, 21 ফেব্রুয়ারি: কোয়ার্টার ফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে এক রানে এগিয়ে থাকার সুবাদে মিলেছিল সেমিফাইনালের টিকিট ৷ আর শেষ চারে গুজরাতকে তাঁদের ঘরের মাঠে দু'রানে পিছনে ফেলে ফাইনালে পৌঁছল কেরল ৷ 74 বছরে প্রথমবার রঞ্জি ফাইনালে পৌঁছল দক্ষিণের রাজ্যটি ৷ সেদিক থেকে দেখতে গেলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়ল সচিন বেবির দলবল ৷

উইকেটরক্ষক মহম্মদ আজহারউদ্দিনের 177, অধিনায়ক সচিন বেবির 69 রানে ভর করে সেমির প্রথম ইনিংসে 457 রান তোলে কেরল ৷ শুক্রবার সকালে অর্থাৎ ম্য়াচের শেষদিন প্রথম ইনিংসে 455 রানে অলআউট হয়ে যায় গুজরাত ৷ তবে এক্ষেত্রে হেলমেট বাঁচিয়ে দিল কেরলকে ৷ গুজরাতের শেষ ব্যাটার অদ্ভুতভাবে আউট হয়ে ফেরার কারণেই ফাইনাল নিশ্চিত হল কেরলের ৷ আদিত্য সারওয়াতের বল সপাটে বাউন্ডারি হাঁকাতে যান অর্জন নাগওয়াসওয়ালা ৷ কিন্তু তাঁর শট সজোরে গিয়ে লাগে শর্ট লেগ ফিল্ডারের হেলমেটে ৷ প্রতিহত হয়ে তা গিয়ে জমা পড়ে প্রথম স্লিপে সচিন বেবির হাতে ৷ ফলত বলাই যায় হেলমেট বাঁচিয়ে দিল কেরলকে ৷

জলে যায় প্রিয়ঙ্ক পাঞ্চালের 148 রান ৷ কেরলের হয়ে চারটি করে উইকেট নেন জলজ সাক্সেনা এবং আদিত্য সারওয়াতে ৷ দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে কেরল 114 রান তোলার পর ম্য়াচের সমাপ্তি ঘোষণা করা হয় ৷ প্রথম ইনিংসে দু'রানে লিডই ফাইনালে পৌঁছে দেয় সচিন বেবি অ্যান্ড কোংকে ৷ কেরলের রঞ্জি ফাইনালে পৌঁছনো উদযাপনে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে সে রাজ্যের পুলিশের তরফে ৷ যেখানে কেরল পুলিশ অদ্ভুত আউটের ভিডিয়ো পোস্ট করে লিখেছে, "শুধু জীবন নয়, ম্যাচও রক্ষা করে হেলমেট ৷"

26 ফেব্রুয়ারি রঞ্জি ফাইনালে কেরল মুখোমুখি হবে বিদর্ভের ৷ গতবার ফাইনালে হারের বদলা নিয়ে 42 বারের চ্যাম্পিয়ন মুম্বইকে সেমিফাইনালে তাঁরা হারাল 80 রানে ৷ 406 রানের টার্গেট তাড়া করতে নেমে শেষদিন 325 রানে শেষ হল আজিঙ্কা রাহানে নেতৃত্বাধীন দলের দ্বিতীয় ইনিংস ৷ বিদর্ভের হয়ে পাঁচ উইকেট হর্ষ দুবের ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.