কলকাতা, 17 ফেব্রুয়ারি: ধীরে ধীরে চড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। ঠান্ডার আমেজ সরে গিয়ে উষ্ণতার উপস্থিতি জানান দিচ্ছে ৷ গত 24 ঘণ্টার তুলনায় সোমবার প্রায় 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। এই ঠান্ডা গরমের মিশেলে হাওয়ায় বসন্তের ছোঁয়া। আজ দিনের আকাশ মুলত পরিষ্কার থাকবে ৷ তবে ভোরে কুয়াশা থাকবে। কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 22 ডিগ্রির আশেপাশে থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। যার ইঙ্গিত ইতিমধ্যেই মিলতে শুরু করেছে ৷ তবে বুধবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের বেশিরভাগ সময় গরম অনুভূত হবে। ক্রমশ উধাও হবে শীত। ঠান্ডার শিরশিরানি সরিয়ে এবার গরমের প্রস্তুতিতে বসন্তের আগমনী। তবে বসন্তের শুরুতেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি।
বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। আজ ও আগামিকাল মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে।
বৃহস্পতিবার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি জেলাতে ৷
কলকাতা ও দুই 24 পরগনাতে বৃষ্টি হবে শুক্রবারও। অর্থাৎ নতুন সপ্তাহের মাঝের তিনদিনে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ৷ দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বৃষ্টির ভ্রুকুটি। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পংঙে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত।
ইতিমধ্যে শীত বিদায় হয়েছে। জেলায় শীতের হালকা উপস্থিতি থাকলেও শহর কলকাতায় তার লেশমাত্র নেই। যদিও কলকাতায় 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। জেলাতেও তাপমাত্রা বাড়ছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। ভোরে হালকা শীতের শিরশিরানি। সন্ধ্যায় মনোরম আবহাওয়া। গতকালের মত আজকেও বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 30 ডিগ্রির ঘরে ঢুকে পড়ার পূর্বাভাস রয়েছে ।
রবিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.8 ডিগ্রী সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 87 শতাংশ এবং সর্বনিম্ন 33 শতাংশ।
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, আতঙ্কে রাস্তায় মানুষ
দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সোমবার কাদের ভাগ্য উজ্জ্বল হবে? জানুন রাশিফলে