বিশ্বকর্মার বাহন হাতি, ডুয়ার্স মাতল গজরাজের পুজোয়; দেখুন ভিডিয়ো - People Worshipped Elephant - PEOPLE WORSHIPPED ELEPHANT

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 7:25 PM IST

People Worshipped Elephant in Dooars: প্রতিবছরের মতো এবারও হাতিদের পুজো করা হল গরুমারা জাতীয় উদ্যানে। জেনি, বসন্ত, ডায়না, কাবেরী, হিরালিদের দিন কাটল বিশেষ মেনুতে। বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে পূজিত হল বিশ্বকর্মার বাহন হাতির। পুজোয় সামিল হলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা-সহ পর্যটকরা। প্রতিবছরই বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা বিট, ধূপঝোড়া বিট এবং বুধুরাম বিটের পিলখানাগুলোতে হাতি পুজো হয়।

বন দফতরের উদ্যোগে মঙ্গলবার ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ শাখার অন্তর্গত তিনটি বিটে মোট 28টি কুনকি হাতিকে পুজো করা হয়। মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার এলিফ্যান্ট ক্যাম্প গাছবাড়িতে জেনি, বসন্ত, ডায়না, কাবেরী, হিরালি, ফাল্গুনী, ফুলমতি, মাধুরী, বিজয়া-সহ বন দফতরের মোট 9টি পোষ্য কুনকি হাতিদের মালা পরিয়ে, সাজিয়ে পুজো করলেন মাহুত ও বনকর্মীরা। পিলখানাগুলোতে এবার পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল বিশেষ মেনুরও। আর সেই পুজো দেখতেই ভিড় জমিয়েছিলেন গ্রামবাসী এবং পর্যটকরা। 

পুজো উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নানা রংয়ের চক দিয়ে নকশা এঁকে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। তাদের পুজো করার পর সকলে কলা, আখ হাতিকে খেতে দেয়। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে চলে পুজো। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.