হাবরা, 9 ফেব্রুয়ারি: জামিনে আপাতত জেলমুক্ত, 15 মাস পর নিজের বিধানসভা কেন্দ্র হাবরায় পা রাখতে চলেছেন প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ, রবিবার সেখানে যাবেন তিনি। কথা বলবেন পুরনো সতীর্থদের সঙ্গে।
সূত্রের খবর, এ দিন সকালে হাবরায় পৌঁছে পুরসভায় দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করবেন একদা তৃণমূলের দাপুটে নেতা, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি-কাণ্ডে জেলে যাওয়ার পর থেকে বিধায়ক তহবিলের টাকা সেভাবে খরচ করা হয়ে ওঠেনি তাঁর। বিধায়ক তহবিলের প্রায় আড়াই কোটি পড়ে রয়েছে। এই টাকা দিয়ে হাবরা বিধানসভা এলাকায় কী ধরনের উন্নয়ন হতে পারে! কোন খাতে কত টাকা বরাদ্দ করা যেতে পারে, সেই বিষয়ে তিনি দলীয় কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে রূপরেখা ঠিক করতে পারেন বলে জানা গিয়েছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিধায়ক তহবিলের সব টাকা খরচ করতে কার্যত উঠে পড়ে লেগেছেন শাসকদলের এই বিধায়ক।
জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর কয়েকদিন আগে বিধানসভায় গিয়েছিলেন জ্যোতিপ্রিয়। সেখানে তৃণমূল দলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘরে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। উত্তর 24 পরগনা জেলার দলের কয়েকজন বিধায়কের সঙ্গেও সেদিন দেখা হয়েছিল তাঁর। আলাপচারিতাও সেরে ছিলেন পুরনো সতীর্থদের সঙ্গে। সেই সময়ই শোনা গিয়েছিল, স্বরস্বতী পুজোর পরেই নিজের বিধানসভা কেন্দ্র হাবরায় যেতে পারেন জ্যোতিপ্রিয়। জামিনে জেল মুক্ত হয়ে 15 মাস বাদে প্রথমবারের জন্য নিজের বিধানসভায় পা রাখতে চলেছেন তিনি।
সূত্রের খবর, দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি এদিন পঞ্চায়েত স্তরের কর্মীদের সঙ্গেও দেখা করে কথা বলবেন হাবরার তৃণমূল বিধায়ক। সেখানে তিনটি পঞ্চায়েত এলাকায় বনভোজনেও যোগ দেবেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শরীরের অবস্থাকে গুরুত্ব দিয়ে ধীরে ধীরে কর্মসূচি শুরু করার জন্য প্রিয় বালুকে পরামর্শ দিয়েছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই পরামর্শ মেনেই রাজনীতিতে ফের সক্রিয় হতে শুরু করেছেন জ্যোতিপ্রিয়। সেই কথা মাথায় রেখেই তাঁর হাবরায় যাওয়া!
এই বিষয়ে হাবরা পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, "এতদিন পর জ্যোতিপ্রিয় মল্লিক নিজের বিধানসভায় আসছেন শুনে সকলেই আনন্দিত। দলীয় কর্মী, সমর্থকরাও উচ্ছ্বসিত। হাবড়া 2 নম্বর রেলগেট থেকে ওনাকে মিছিল করে নিয়ে আসা হবে পুরসভায়। সেখানে বৈঠকে করার পর তিনি যোগ দেবেন একাধিক বনভোজনে।"
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর প্রায় 15 মাস বন্দি জীবন কাটিয়েছেন প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুক্তির ঠিক পরেই তাঁর সল্টলেকের বাড়িতে ভিড় জমিয়ে ছিলেন অনুগামীরা। তারপর এলাকার উন্নয়নে জন্য তদারকি শুরু করেন জ্যোতিপ্রিয়। আর এবার সশরীরে নিজের বিধানসভা হাবরায় যাওয়া তাঁর। সোজা কথায়, ধীরে ধীরে সক্রিয় রাজনীতির আঙিনায় ফিরছেন বঙ্গ রাজনীতির বালু, যা বিধানসভা ভোটের আগে তৃণমূলের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।