ETV Bharat / international

তুলসি গ্যাবার্ড ভারত-মার্কিন বন্ধুত্বের জোরালো সমর্থক, সাক্ষাতের পর বললেন মোদি - PM MODI MEETS TULSI GABBARD

দু'দিনের মার্কিন সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজই ট্রাম্পের সঙ্গে বৈঠক ৷ তার আগে মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তার সঙ্গে দেখা করেন মোদি ৷

PM MODI MEETS TULSI GABBARD
ওয়াশিংটনে মোদি-তুলসি গ্যাবার্ড (ছবি- মোদির এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Feb 13, 2025, 11:39 AM IST

ওয়াশিংটন, 13 ফেব্রুয়ারি: আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশানাল ইন্টেলিজেন্স অর্থাৎ মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসি গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদি ৷ ভারত-মার্কিন বন্ধুত্ব নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ৷

দ্বিতীয়বার ক্ষমতায় এসে আমেরিকার গোয়েন্দা বিভাগের অধিকর্তা হিসাবে এই হিন্দু রাজনীতিবিদকে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিন্দু-আমেরিকান রাজনীতিবিদ তুলসি গ্যাবার্ডকে মার্কিন শীর্ষ গোয়েন্দা প্রধান নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন মোদি।

এ সম্পর্কে মোদি এক্স হ্যান্ডেলে লেখেন,"ওয়াশিংটন ডিসি-তে আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশানাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ডের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে ৷ তাঁকে অভিনন্দন জানিয়েছি ৷ ভারত-মার্কিন বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে ৷" দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে তুলসিকে একজন দৃঢ় সমর্থক হিসেবে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী মোদি ৷

মোদি এবং মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসি গ্যাবার্ডের মধ্যে সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা ক্ষেত্রে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপরও আলোচনা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ওয়াশিংটন ডিসি-তে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের অধিকর্ত তুলসি গ্যাবার্ডের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। দু'জনের মধ্যে সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং হুমকির ক্ষেত্রে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়েছে ৷"

ফ্রান্স সফর শেষ করে বুধবার বিকেল মার্কিন সফরের উদ্দেশ্যে রওনা দেন মোদি ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে পৌঁছন প্রধানমন্ত্রী। আজ হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি ৷ ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই মোদির প্রথম মার্কিন সফর ৷ সম্প্রতি আমেরিকায় অবৈধবাসী বিতর্ক এবং বাণিজ্য নীতি নিয়ে ট্রাম্প-মোদির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ওয়াশিংটন, 13 ফেব্রুয়ারি: আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশানাল ইন্টেলিজেন্স অর্থাৎ মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসি গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদি ৷ ভারত-মার্কিন বন্ধুত্ব নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ৷

দ্বিতীয়বার ক্ষমতায় এসে আমেরিকার গোয়েন্দা বিভাগের অধিকর্তা হিসাবে এই হিন্দু রাজনীতিবিদকে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিন্দু-আমেরিকান রাজনীতিবিদ তুলসি গ্যাবার্ডকে মার্কিন শীর্ষ গোয়েন্দা প্রধান নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন মোদি।

এ সম্পর্কে মোদি এক্স হ্যান্ডেলে লেখেন,"ওয়াশিংটন ডিসি-তে আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশানাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ডের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে ৷ তাঁকে অভিনন্দন জানিয়েছি ৷ ভারত-মার্কিন বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে ৷" দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে তুলসিকে একজন দৃঢ় সমর্থক হিসেবে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী মোদি ৷

মোদি এবং মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসি গ্যাবার্ডের মধ্যে সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা ক্ষেত্রে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপরও আলোচনা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ওয়াশিংটন ডিসি-তে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের অধিকর্ত তুলসি গ্যাবার্ডের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। দু'জনের মধ্যে সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং হুমকির ক্ষেত্রে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়েছে ৷"

ফ্রান্স সফর শেষ করে বুধবার বিকেল মার্কিন সফরের উদ্দেশ্যে রওনা দেন মোদি ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে পৌঁছন প্রধানমন্ত্রী। আজ হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি ৷ ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই মোদির প্রথম মার্কিন সফর ৷ সম্প্রতি আমেরিকায় অবৈধবাসী বিতর্ক এবং বাণিজ্য নীতি নিয়ে ট্রাম্প-মোদির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.