ওয়াশিংটন, 13 ফেব্রুয়ারি: আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশানাল ইন্টেলিজেন্স অর্থাৎ মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসি গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদি ৷ ভারত-মার্কিন বন্ধুত্ব নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ৷
দ্বিতীয়বার ক্ষমতায় এসে আমেরিকার গোয়েন্দা বিভাগের অধিকর্তা হিসাবে এই হিন্দু রাজনীতিবিদকে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিন্দু-আমেরিকান রাজনীতিবিদ তুলসি গ্যাবার্ডকে মার্কিন শীর্ষ গোয়েন্দা প্রধান নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন মোদি।
Met USA’s Director of National Intelligence, @TulsiGabbard in Washington DC. Congratulated her on her confirmation. Discussed various aspects of the India-USA friendship, of which she’s always been a strong votary. pic.twitter.com/w2bhsh8CKF
— Narendra Modi (@narendramodi) February 13, 2025
এ সম্পর্কে মোদি এক্স হ্যান্ডেলে লেখেন,"ওয়াশিংটন ডিসি-তে আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশানাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ডের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে ৷ তাঁকে অভিনন্দন জানিয়েছি ৷ ভারত-মার্কিন বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে ৷" দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে তুলসিকে একজন দৃঢ় সমর্থক হিসেবে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী মোদি ৷
মোদি এবং মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসি গ্যাবার্ডের মধ্যে সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা ক্ষেত্রে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপরও আলোচনা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷
PM @narendramodi held a productive meeting with U.S. Director of National Intelligence @TulsiGabbard in Washington D.C. today.
— Randhir Jaiswal (@MEAIndia) February 13, 2025
Discussions focused on enhancing intelligence cooperation in counter-terrorism, cybersecurity & emerging threats. pic.twitter.com/b622yZjp9U
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ওয়াশিংটন ডিসি-তে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের অধিকর্ত তুলসি গ্যাবার্ডের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। দু'জনের মধ্যে সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং হুমকির ক্ষেত্রে গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়েছে ৷"
ফ্রান্স সফর শেষ করে বুধবার বিকেল মার্কিন সফরের উদ্দেশ্যে রওনা দেন মোদি ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে পৌঁছন প্রধানমন্ত্রী। আজ হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি ৷ ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই মোদির প্রথম মার্কিন সফর ৷ সম্প্রতি আমেরিকায় অবৈধবাসী বিতর্ক এবং বাণিজ্য নীতি নিয়ে ট্রাম্প-মোদির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।