ETV Bharat / state

মশারি টাঙানোর সময় কেউটের ছোবল, সাপকে নিয়ে হাসপাতালে যুবক - SNAKE BITE

রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ে কেউটের কামড়, সাপকে নিয়ে হাসপাতালে ছুটলেন যুবক ৷

snake bite
মশারি টাঙানোর সময় কেউটে সাপের ছোবল যুবককে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2025, 1:32 PM IST

ক্যানিং, 13 ফেব্রুয়ারি: মশারি টাঙানোর সময় অজান্তেই পায়ে কেউটের ছোবল ৷ সাপটিকে নিয়ে হাসপাতালে এলেন জখম যুবক ৷ যদিও সাপটিকে পিটিয়ে ততক্ষণে মেরে ফেলেছে যুবকের পরিবার ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের কুমড়োখালি গ্রামে । অসুস্থ ওই যুবকের নাম পালান সর্দার (29)। তিনি এখন ক্যানিং মহাকুমার হাসপাতালে ভর্তি ৷

জানা গিয়েছে, প্রতিদিনের মতই রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমোনোর জন্য মশারি টাঙাচ্ছিলেন পালান ৷ সেই সময় অসতর্কভাবে কেউটে সাপ ছোবল মারে তাঁর পায়ে । সাপের ছোবলে চিৎকার করে ওঠায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি এসে সাপটিকে মেরে ফেলেন ৷

সাপটিকে নিয়ে হাসপাতালে জখম যুবক (ইটিভি ভারত)

মৃত ওই সাপটিকে সঙ্গে নিয়ে পালান পরিবারের সঙ্গে আসেন ক্যানিং মহাকুমা হাসপাতালে। বিষাক্ত সাপটিকে দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য রোগীরা চমকে ওঠেন । এরপর সাপটিকে দেখে সনাক্ত শুরু করেন চিকিৎসাকরা । জানা যায়, ওটি কেউটে সাপ ৷ তারপরেই চিকিৎসা শুরু হয় যুবকের ৷ প্রাথমিকভাবে ওই যুবককে 10টি এভিএস দেওয়া হয়। বর্তমানে ওই যুবক বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পালান সর্দার বলেন, "গতকাল প্রতিদিনের মতনই খাওয়াদাওয়া করে শুতে যাচ্ছিলাম ৷ মশারি টাঙানোর সময় অসাবধানতাবশত একটি বিষাক্ত সাপ আমার পায়ে ছোবল মারে । এরপর আমি আতঙ্কে চিৎকার করলে পরিবারের লোকজনেরা ছুটে এসে দেখে, একটি কেউটে সাপ আমার পায়ে ছোবল মেরেছে । তারপর পরিবারের লোকজনেরা তড়িঘড়ি ওই সাপটিকে মেরে চিকিৎসা করানোর জন্য আমাকে ক্যানিং মহকুমার হাসপাতালে নিয়ে আসে । ক্যানিং মহকুমার হাসপাতালে সাপটি দেখানোর পর চিকিৎসা শুরু করে চিকিৎসকরা । আমি এখন সুস্থ রয়েছি।"

snake bite
কেউটে সাপটি (নিজস্ব ছবি)

ক্যানিং মহাকুমার হাসপাতালে চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, "কেউটে সাপ ছোবল মেরেছে যুবককে ৷ এখন ওই যুবক সুস্থ রয়েছে। বিপদমুক্ত রয়েছে । তবে বাচ্চা কেউটে সাপ ছোবল মেরেছে বলে ভয়ের কোন কারণ নেই, এমনটা ভাবা ভুল ৷ কারণ ছোট সাপেরও বিষ থাকে ৷ 15 মিলিগ্রাম বিষ একটি মানুষকে মারার জন্য যথেষ্ট ৷ একটি পূর্ণ কেউটে সাপের বিষ থলিতে আড়াইশো থেকে চারশো মিলিগ্রাম বিষ থাকতে পারে। একটি বাচ্চা কেউটে সাপ পূর্ণ বয়স্ক মানুষকে মারার জন্য যথেষ্ট বিষ ঢালতে পারে।"

ক্যানিং, 13 ফেব্রুয়ারি: মশারি টাঙানোর সময় অজান্তেই পায়ে কেউটের ছোবল ৷ সাপটিকে নিয়ে হাসপাতালে এলেন জখম যুবক ৷ যদিও সাপটিকে পিটিয়ে ততক্ষণে মেরে ফেলেছে যুবকের পরিবার ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের কুমড়োখালি গ্রামে । অসুস্থ ওই যুবকের নাম পালান সর্দার (29)। তিনি এখন ক্যানিং মহাকুমার হাসপাতালে ভর্তি ৷

জানা গিয়েছে, প্রতিদিনের মতই রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমোনোর জন্য মশারি টাঙাচ্ছিলেন পালান ৷ সেই সময় অসতর্কভাবে কেউটে সাপ ছোবল মারে তাঁর পায়ে । সাপের ছোবলে চিৎকার করে ওঠায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি এসে সাপটিকে মেরে ফেলেন ৷

সাপটিকে নিয়ে হাসপাতালে জখম যুবক (ইটিভি ভারত)

মৃত ওই সাপটিকে সঙ্গে নিয়ে পালান পরিবারের সঙ্গে আসেন ক্যানিং মহাকুমা হাসপাতালে। বিষাক্ত সাপটিকে দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য রোগীরা চমকে ওঠেন । এরপর সাপটিকে দেখে সনাক্ত শুরু করেন চিকিৎসাকরা । জানা যায়, ওটি কেউটে সাপ ৷ তারপরেই চিকিৎসা শুরু হয় যুবকের ৷ প্রাথমিকভাবে ওই যুবককে 10টি এভিএস দেওয়া হয়। বর্তমানে ওই যুবক বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পালান সর্দার বলেন, "গতকাল প্রতিদিনের মতনই খাওয়াদাওয়া করে শুতে যাচ্ছিলাম ৷ মশারি টাঙানোর সময় অসাবধানতাবশত একটি বিষাক্ত সাপ আমার পায়ে ছোবল মারে । এরপর আমি আতঙ্কে চিৎকার করলে পরিবারের লোকজনেরা ছুটে এসে দেখে, একটি কেউটে সাপ আমার পায়ে ছোবল মেরেছে । তারপর পরিবারের লোকজনেরা তড়িঘড়ি ওই সাপটিকে মেরে চিকিৎসা করানোর জন্য আমাকে ক্যানিং মহকুমার হাসপাতালে নিয়ে আসে । ক্যানিং মহকুমার হাসপাতালে সাপটি দেখানোর পর চিকিৎসা শুরু করে চিকিৎসকরা । আমি এখন সুস্থ রয়েছি।"

snake bite
কেউটে সাপটি (নিজস্ব ছবি)

ক্যানিং মহাকুমার হাসপাতালে চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, "কেউটে সাপ ছোবল মেরেছে যুবককে ৷ এখন ওই যুবক সুস্থ রয়েছে। বিপদমুক্ত রয়েছে । তবে বাচ্চা কেউটে সাপ ছোবল মেরেছে বলে ভয়ের কোন কারণ নেই, এমনটা ভাবা ভুল ৷ কারণ ছোট সাপেরও বিষ থাকে ৷ 15 মিলিগ্রাম বিষ একটি মানুষকে মারার জন্য যথেষ্ট ৷ একটি পূর্ণ কেউটে সাপের বিষ থলিতে আড়াইশো থেকে চারশো মিলিগ্রাম বিষ থাকতে পারে। একটি বাচ্চা কেউটে সাপ পূর্ণ বয়স্ক মানুষকে মারার জন্য যথেষ্ট বিষ ঢালতে পারে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.