কলকাতা, 15 ফেব্রুয়ারি: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বর রেকর্ড করতে পেরেছে সিবিআই । এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত আরেক অভিযুক্ত কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত । আগামী সপ্তাহেই কুন্তলের কণ্ঠস্বর রেকর্ড করবে সিবিআই ।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, আগামী 18 ফেব্রুয়ারি কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে । শুক্রবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের করা মামলার শুনানি ছিল ব্যাঙ্কশাল আদালতে সিবিআইয়ের বিশেষ আদালতে । সেখানে কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । গত 18 ফেব্রুয়ারি মঙ্গলবার কুন্তল ঘোষের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক । কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য মঙ্গলবার কুন্তলকে আদালতে উপস্থিত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে ।
![Kuntal Ghosh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/wb-kol-7209715_14022025185830_1402f_1739539710_787.jpg)
নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীলরা অন্যতম অভিযুক্ত । এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দারা । এরপরে টালবাহানার মধ্যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআই । এরপর সেই পথে হেঁটে কুন্তলের কণ্ঠস্বরের নমুনা নেবে সিবিআই ৷
প্রসঙ্গত, গত 2022 সালের জুলাইয়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় । তারপর একের পর এক তৃণমূলের নেতার নাম সামনে আসে । সেই তালিকায় ছিল হুগলির যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষও । 2023 সালের জানুয়ারিতে তাঁকে গ্রেফতার করে ইডি । তাঁর বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ সামনে আনে ইডি । সেই অভিযোগ ওঠার পরই কুন্তলকে দল থেকে বহিষ্কার করে রাজ্যের শাসক দল । এই ঘটনার প্রায় দু'বছরের পর 2024 সালে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান তিনি । তার আগে কলকাতা হাইকোর্টে ইডির মামলায় জামিন পেয়েছেন কুন্তল ঘোষ ।