ETV Bharat / state

কার্ড ছাপিয়ে এলাহি আয়োজনে পোষ্য বিড়ালের শ্রাদ্ধ, মেনুতে কী - PET CAT FUNERAL

মৃত বিড়ালের নাম ডিকু ৷ গত 3 ফেব্রুয়ারি পাশের বাড়িতে দেহ মেলে তার ৷ রীতিনীতি মেনে 13 দিনের মাথায় হল জলপাইগুড়িতে শ্রাদ্ধানুষ্ঠান ৷

pet cat funeral
পোষ্য বিড়ালের শ্রাদ্ধানুষ্ঠানে খামতি রাখলেন না গৃহকর্ত্রী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2025, 1:54 PM IST

জলপাইগুড়ি, 16 ফেব্রুয়ারি: পোষ্য তো বাড়িরই আরেক সদস্য ৷ তাই বিড়ালের মৃত্যুর পর ঘটা করে শ্রাদ্ধানুষ্ঠান সারলেন গৃহকর্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নয়াবস্তি পাড়ায় ৷ বড়ই আদরের ছিল বিড়াল ডিকু ৷ তার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজনের তাই কোনও ত্রুটি রাখলেন না সুপর্ণা সিনহা ।

প্রিয় পোষ্যের শ্রাদ্ধের মেনুতে রাখা হল তার পছন্দের সব মেনু । কী ছিল না তাতে ৷ ভাত, মাছের মাথা দিয়ে বাঁধা কপির ঘণ্ট, বাটা মাছের ঝোল, রুই মাছের কালিয়া, টমেটো ও কুল দিয়ে চাটনি, আর দুই রকমের মিষ্টির সঙ্গে গঙ্গারামপুরের দই, মেনুতে ছিল সবই ।

pet cat funeral
এলাহি আয়োজনে পোষ্য বিড়ালের শ্রাদ্ধানুষ্ঠান (নিজস্ব ছবি)

জলপাইগুড়ি শহরে পোষ্যের শ্রাদ্ধানুষ্ঠান এর আগে দেখেননি এলাকাবাসী । নয়াবস্তি পাড়ার সিনহা বাড়িতে ডিকুর শ্রাদ্ধানুষ্ঠানে বাহারি আয়োজন দেখে সবার তাক লেগে যায় । পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 3 ফেব্রুয়ারি নয়াবস্তির বাসিন্দা সুপর্ণা সিনহার পোষ্য বিড়াল ডিকুর আচমকাই মৃত্যু হয় ।

pet cat funeral
13 দিনের মাথায় পোষ্যের শ্রাদ্ধানুষ্ঠান (নিজস্ব ছবি)

নিয়ম মেনে 13 দিন পর কার্ড ছাপিয়ে শনিবার ডিকুর শ্রাদ্ধের আয়োজন করেন সুপর্ণা । রীতিমতো বৈদিক মন্ত্র উচ্চারণ এবং গীতা পাঠের মধ্যে দিয়ে ডিকুর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলেন তিনি । চারজন পুরোহিত শ্রাদ্ধানুষ্ঠান সারেন । সুপর্ণা তাঁর পরিচিত বন্ধুবান্ধবদের পাত পেড়ে খাওয়ানোরও ব্যবস্থা করেছিলেন ডিকুর শ্রাদ্ধে ।

একাধারে পশুপ্রেমী, অন্যদিকে জলপাইগুড়ির সর্বশিক্ষা মিশনের কর্মী সুপর্ণা সিনহা ৷ তিনি দীর্ঘদিন ধরেই বাড়িতে বিড়াল পোষেন । পোষ্য বিড়ালের মধ্যে বুলেট, রকেট, জুলজুল জামাই আর ডিকু ছিল অন্যতম । কিন্তু হঠাৎ করে সবচেয়ে কমবয়সি আদরের ডিকু গত 3 তারিখ মারা যায় । প্রতিবেশীর বাড়িতে ডিকুর দেহ পাওয়া যায় । প্রিয় পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েন গৃহকর্ত্রী ৷ তবে আগামিদিনে বাকি পোষ্যদের ঘিরে ধরে বাঁচতে চান তিনি ৷

pet cat funeral
পুরোহিত ডেকে পোষ্য বিড়ালের শ্রাদ্ধানুষ্ঠান (নিজস্ব ছবি)

সুপর্ণা সিনহার কথায়, "পরিবারে কোনও সদস্যের মৃত্যু হলে যেমন তাঁর আত্মার শান্তি কামনার জন্য শ্রাদ্ধানুষ্ঠান করা হয়, ঠিক তেমনই ডিকুর মৃত্যুর পর আজ বাড়িতে নিয়ম মেনেই তার শ্রাদ্ধানুষ্ঠানের ব্যবস্থা করি । ওতো আমার বাড়ির সদস্য ছিল ৷ আমার বাড়িতে আরও অনেক বিড়াল আছে ৷ আমি পশুদের খুবই ভালোবাসি ৷ তারা আমার সন্তানসম ৷"

pet cat funeral
কার্ড ছাপিয়ে পোষ্যের শ্রাদ্ধের আয়োজন করা হয় (নিজস্ব ছবি)

ডিকুর শ্রাদ্ধানুষ্ঠান সেরেছেন পুরোহিত লিটন চক্রবর্তী ৷ তিনি বলেন, "পোষ্যের শ্রাদ্ধানুষ্ঠান বেশ অন্যরকম ব্যাপার ৷ যেভাবে মানুষের ক্ষেত্রে শ্রাদ্ধানুষ্ঠান করা হয়, বিড়ালের সেইভাবেই শ্রাদ্ধানুষ্ঠান করা হল । ভালো লাগছে মানুষের জীবের প্রতি এত ভালোবাসা দেখে ৷"

pet cat funeral
মেনুতে ছিল পোষ্য ডিকুর পছন্দের সব খাবার (নিজস্ব ছবি)

জলপাইগুড়ি, 16 ফেব্রুয়ারি: পোষ্য তো বাড়িরই আরেক সদস্য ৷ তাই বিড়ালের মৃত্যুর পর ঘটা করে শ্রাদ্ধানুষ্ঠান সারলেন গৃহকর্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নয়াবস্তি পাড়ায় ৷ বড়ই আদরের ছিল বিড়াল ডিকু ৷ তার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজনের তাই কোনও ত্রুটি রাখলেন না সুপর্ণা সিনহা ।

প্রিয় পোষ্যের শ্রাদ্ধের মেনুতে রাখা হল তার পছন্দের সব মেনু । কী ছিল না তাতে ৷ ভাত, মাছের মাথা দিয়ে বাঁধা কপির ঘণ্ট, বাটা মাছের ঝোল, রুই মাছের কালিয়া, টমেটো ও কুল দিয়ে চাটনি, আর দুই রকমের মিষ্টির সঙ্গে গঙ্গারামপুরের দই, মেনুতে ছিল সবই ।

pet cat funeral
এলাহি আয়োজনে পোষ্য বিড়ালের শ্রাদ্ধানুষ্ঠান (নিজস্ব ছবি)

জলপাইগুড়ি শহরে পোষ্যের শ্রাদ্ধানুষ্ঠান এর আগে দেখেননি এলাকাবাসী । নয়াবস্তি পাড়ার সিনহা বাড়িতে ডিকুর শ্রাদ্ধানুষ্ঠানে বাহারি আয়োজন দেখে সবার তাক লেগে যায় । পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 3 ফেব্রুয়ারি নয়াবস্তির বাসিন্দা সুপর্ণা সিনহার পোষ্য বিড়াল ডিকুর আচমকাই মৃত্যু হয় ।

pet cat funeral
13 দিনের মাথায় পোষ্যের শ্রাদ্ধানুষ্ঠান (নিজস্ব ছবি)

নিয়ম মেনে 13 দিন পর কার্ড ছাপিয়ে শনিবার ডিকুর শ্রাদ্ধের আয়োজন করেন সুপর্ণা । রীতিমতো বৈদিক মন্ত্র উচ্চারণ এবং গীতা পাঠের মধ্যে দিয়ে ডিকুর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলেন তিনি । চারজন পুরোহিত শ্রাদ্ধানুষ্ঠান সারেন । সুপর্ণা তাঁর পরিচিত বন্ধুবান্ধবদের পাত পেড়ে খাওয়ানোরও ব্যবস্থা করেছিলেন ডিকুর শ্রাদ্ধে ।

একাধারে পশুপ্রেমী, অন্যদিকে জলপাইগুড়ির সর্বশিক্ষা মিশনের কর্মী সুপর্ণা সিনহা ৷ তিনি দীর্ঘদিন ধরেই বাড়িতে বিড়াল পোষেন । পোষ্য বিড়ালের মধ্যে বুলেট, রকেট, জুলজুল জামাই আর ডিকু ছিল অন্যতম । কিন্তু হঠাৎ করে সবচেয়ে কমবয়সি আদরের ডিকু গত 3 তারিখ মারা যায় । প্রতিবেশীর বাড়িতে ডিকুর দেহ পাওয়া যায় । প্রিয় পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েন গৃহকর্ত্রী ৷ তবে আগামিদিনে বাকি পোষ্যদের ঘিরে ধরে বাঁচতে চান তিনি ৷

pet cat funeral
পুরোহিত ডেকে পোষ্য বিড়ালের শ্রাদ্ধানুষ্ঠান (নিজস্ব ছবি)

সুপর্ণা সিনহার কথায়, "পরিবারে কোনও সদস্যের মৃত্যু হলে যেমন তাঁর আত্মার শান্তি কামনার জন্য শ্রাদ্ধানুষ্ঠান করা হয়, ঠিক তেমনই ডিকুর মৃত্যুর পর আজ বাড়িতে নিয়ম মেনেই তার শ্রাদ্ধানুষ্ঠানের ব্যবস্থা করি । ওতো আমার বাড়ির সদস্য ছিল ৷ আমার বাড়িতে আরও অনেক বিড়াল আছে ৷ আমি পশুদের খুবই ভালোবাসি ৷ তারা আমার সন্তানসম ৷"

pet cat funeral
কার্ড ছাপিয়ে পোষ্যের শ্রাদ্ধের আয়োজন করা হয় (নিজস্ব ছবি)

ডিকুর শ্রাদ্ধানুষ্ঠান সেরেছেন পুরোহিত লিটন চক্রবর্তী ৷ তিনি বলেন, "পোষ্যের শ্রাদ্ধানুষ্ঠান বেশ অন্যরকম ব্যাপার ৷ যেভাবে মানুষের ক্ষেত্রে শ্রাদ্ধানুষ্ঠান করা হয়, বিড়ালের সেইভাবেই শ্রাদ্ধানুষ্ঠান করা হল । ভালো লাগছে মানুষের জীবের প্রতি এত ভালোবাসা দেখে ৷"

pet cat funeral
মেনুতে ছিল পোষ্য ডিকুর পছন্দের সব খাবার (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.