ETV Bharat / sports

সাফল্যের মন্ত্র লুকিয়ে টপ-অর্ডার ব্য়াটিংয়ে, অভিযান শুরুর আগে জানালেন রোহিত - ICC CHAMPIONS TROPHY 2025

বাংলাদেশ ম্য়াচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের সাফল্যের মন্ত্র ফাঁস করলেন অধিনায়ক রোহিত ৷ দলে স্পিনারদের আধিক্য নিয়েও অবস্থান স্পষ্ট করলেন ৷

TEAM INDIA PRACTICE
দুবাইয়ে অনুশীলনে ভারতীয় দল (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 19, 2025, 10:16 PM IST

দুবাই, 19 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকর ট্রফির পর সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন ৷ ঘরের মাঠে ইংল্য়ান্ড সিরিজ জিতে কিছুটা মুখরক্ষা হয়েছে ৷ পাশাপাশি শতরান করে ব্যাটে রানের খরা কাটিয়েছেন রোহিত গুরুনাথ শর্মা ৷ এমতাবস্থায় লক্ষ্মীবারে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে ভারত ৷ টি-20 বিশ্বকাপে সাফল্যের পর রোহিতের হাতে আরও একটা আইসিসি ট্রফি দেখতে মরিয়া অনুরাগীরা ৷ কিন্তু কোন মন্ত্রে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে আসবে সাফল্য? বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরুর আগেরদিন জানিয়ে দিলেন 'হিটম্যান' ৷

2023 সালে ঘরের মাঠে বিশ্বকাপ না-জেতা হলেও ভারতের ফাইনালে পৌঁছনো সহজ হয়েছিল টপ-অর্ডার ব্য়াটিংয়ের সাফল্যে ৷ বিরাট কোহলি, রোহিত শর্মার পাশাপাশি ব্য়াট হাতে উজ্জ্বল ছিলেন শ্রেয়স আইয়ার ৷ চ্য়াম্পিয়ন্স ট্রফিতেও রয়েছেন এই তিন ৷ আর ভারত অধিনায়কের মতে টপ-অর্ডারের পারফরম্য়ান্সেই লুকিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্যের মন্ত্র ৷ বুধবার সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, "টপ-অর্ডারে শতরান আমাদের সাফল্যের গোপন মন্ত্র ৷ আমাদের প্রথম চার ব্য়াটার যথেষ্ট অভিজ্ঞ ৷ তাঁরা জানে যে তাঁদের চারজনের মধ্যে কাউকে একটা সেঞ্চুরি পেতে হবে ৷ গত বিশ্বকাপে আমরা যে অনেক শতরান করেছি তা নয়, তবে স্কোরবোর্ডে বড় রান তুলেছি ৷ ব্যক্তিগত মাইলস্টোনের কথা চিন্তা না-করে ব্য়াটারদের নিজেদের কাজটা করতে হবে ৷ দলের সাত-আটজন এটা মেনে চললেই সাফল্য আসবে ৷"

শুভমন গিলকে সহঅধিনায়ক বেছে নেওয়ার স্বপক্ষেও এদিন বলেন ভারত অধিনায়ক ৷ উল্লেখ্য, বুধবারই বাবর আজমকে পিছনে ফেলে ওডিআই ব্য়াটারদের ক্রমতালিকায় প্রথমে উঠে এসেছেন গিল ৷ রোহিত বলেন, "গিল একজন দুর্দান্ত ক্রিকেটার ৷ ওকে নিয়ে সন্দেহ করাই উচিত নয় ৷ ও এই ফরম্য়াটে দারুণ খেলছে, যা ওর পারফরম্য়ান্সেই প্রমাণ ৷ আর সেজন্যই ও আমাদের সহঅধিনায়ক ৷"

পাশাপাশি জসপ্রীত বুমরার মত পেসারহীন স্কোয়াডে স্পিনারদের আধিক্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে চর্চা চলছে ৷ সংখ্যার নিরিখে সংখ্যাটা পাঁচ ৷ রোহিত অবশ্য সমর্থনের সুরে বলছেন, "আমাদের দলে দু'জন স্পিনার ৷ বাকি তিনজন অলরাউন্ডার ৷ তাই আমি মনে করি না দলে পাঁচ স্পিনার রয়েছি ৷ জাদেজা, অক্ষর এবং ওয়াশির (ওয়াশিংটন সুন্দর) জন্য আমাদের স্কোয়াডের গভীরতা বেড়েছে ৷ অনেক দল ছ'জন পেসারও নিয়ে এসেছে ৷ যাদের মধ্যে বেশ কয়েকজন পেস বোলিং অলরাউন্ডার ৷ তখন তো কেউ বলছে না দলে পেসারের আধিক্য ৷ আসলে যার যেটা শক্তি ৷ আর আমরা আমাদের শক্তি নিয়ে ভাবিত ৷"

আরও পড়ুন:

দুবাই, 19 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকর ট্রফির পর সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন ৷ ঘরের মাঠে ইংল্য়ান্ড সিরিজ জিতে কিছুটা মুখরক্ষা হয়েছে ৷ পাশাপাশি শতরান করে ব্যাটে রানের খরা কাটিয়েছেন রোহিত গুরুনাথ শর্মা ৷ এমতাবস্থায় লক্ষ্মীবারে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে ভারত ৷ টি-20 বিশ্বকাপে সাফল্যের পর রোহিতের হাতে আরও একটা আইসিসি ট্রফি দেখতে মরিয়া অনুরাগীরা ৷ কিন্তু কোন মন্ত্রে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে আসবে সাফল্য? বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরুর আগেরদিন জানিয়ে দিলেন 'হিটম্যান' ৷

2023 সালে ঘরের মাঠে বিশ্বকাপ না-জেতা হলেও ভারতের ফাইনালে পৌঁছনো সহজ হয়েছিল টপ-অর্ডার ব্য়াটিংয়ের সাফল্যে ৷ বিরাট কোহলি, রোহিত শর্মার পাশাপাশি ব্য়াট হাতে উজ্জ্বল ছিলেন শ্রেয়স আইয়ার ৷ চ্য়াম্পিয়ন্স ট্রফিতেও রয়েছেন এই তিন ৷ আর ভারত অধিনায়কের মতে টপ-অর্ডারের পারফরম্য়ান্সেই লুকিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্যের মন্ত্র ৷ বুধবার সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, "টপ-অর্ডারে শতরান আমাদের সাফল্যের গোপন মন্ত্র ৷ আমাদের প্রথম চার ব্য়াটার যথেষ্ট অভিজ্ঞ ৷ তাঁরা জানে যে তাঁদের চারজনের মধ্যে কাউকে একটা সেঞ্চুরি পেতে হবে ৷ গত বিশ্বকাপে আমরা যে অনেক শতরান করেছি তা নয়, তবে স্কোরবোর্ডে বড় রান তুলেছি ৷ ব্যক্তিগত মাইলস্টোনের কথা চিন্তা না-করে ব্য়াটারদের নিজেদের কাজটা করতে হবে ৷ দলের সাত-আটজন এটা মেনে চললেই সাফল্য আসবে ৷"

শুভমন গিলকে সহঅধিনায়ক বেছে নেওয়ার স্বপক্ষেও এদিন বলেন ভারত অধিনায়ক ৷ উল্লেখ্য, বুধবারই বাবর আজমকে পিছনে ফেলে ওডিআই ব্য়াটারদের ক্রমতালিকায় প্রথমে উঠে এসেছেন গিল ৷ রোহিত বলেন, "গিল একজন দুর্দান্ত ক্রিকেটার ৷ ওকে নিয়ে সন্দেহ করাই উচিত নয় ৷ ও এই ফরম্য়াটে দারুণ খেলছে, যা ওর পারফরম্য়ান্সেই প্রমাণ ৷ আর সেজন্যই ও আমাদের সহঅধিনায়ক ৷"

পাশাপাশি জসপ্রীত বুমরার মত পেসারহীন স্কোয়াডে স্পিনারদের আধিক্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে চর্চা চলছে ৷ সংখ্যার নিরিখে সংখ্যাটা পাঁচ ৷ রোহিত অবশ্য সমর্থনের সুরে বলছেন, "আমাদের দলে দু'জন স্পিনার ৷ বাকি তিনজন অলরাউন্ডার ৷ তাই আমি মনে করি না দলে পাঁচ স্পিনার রয়েছি ৷ জাদেজা, অক্ষর এবং ওয়াশির (ওয়াশিংটন সুন্দর) জন্য আমাদের স্কোয়াডের গভীরতা বেড়েছে ৷ অনেক দল ছ'জন পেসারও নিয়ে এসেছে ৷ যাদের মধ্যে বেশ কয়েকজন পেস বোলিং অলরাউন্ডার ৷ তখন তো কেউ বলছে না দলে পেসারের আধিক্য ৷ আসলে যার যেটা শক্তি ৷ আর আমরা আমাদের শক্তি নিয়ে ভাবিত ৷"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.