কলকাতা, 19 ফেব্রুয়ারি: অ্যাপ ক্যাব পরিষেবা সংস্থা উবার শিয়ালদহ থেকে নিউ টাউন পর্যন্ত একটি নতুন উবার শাটেল পরিষেবা চালু করছে ৷ এই বিশেষ পরিষেবা 20 ফেব্রুয়ারি থেকে শুরু করে 13 মার্চ পর্যন্ত পাওয়া যাবে । পরিষেবাটি শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ লাইনে মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের ফলে তৈরি হওয়া যাত্রী হয়রানির আশঙ্কা থেকে স্বস্তি দেবে।
উবার এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ বিভাগের মধ্যে স্বাক্ষরিত একটি মউ অনুযায়ী কলকাতা দেশের প্রথম শহর যেখানে উবার শাটেল পরিষেবা চালু করছে। অস্থায়ী মেট্রো সাসপেনশনের ফলে তৈরি পরিবহণ সংক্রান্ত সমস্যা কমানোর জন্য একটি অতিরিক্ত রুটে উবার শাটেল বাস পরিষেবা সাময়িকভাবে চালু করা হচ্ছে ৷
এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "পরিবহণ বিকল্পগুলিকে বাড়ানো এবং একটি নিরঝঞ্ঝাট দৈনিক যাতায়াত নিশ্চিত করা পশ্চিমবঙ্গ সরকারের অগ্রাধিকারে তালিকায় রয়েছে ৷ নতুন উবার শাটেল যাত্রীদের একটি নিরাপদ, সুবিধাজনক বিকল্প যা কলকাতার গতিশীলতাকে উন্নত করার ক্ষেত্রে একটি প্রশংসনীয় উদ্যোগ ।"
নতুন রুটটিতে প্রতিদিন সকাল 7টা 30 মিনিট থেকে সকাল 11টা এবং বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা 30 মিনিট পর্যন্ত 15 মিনিটের অন্তর বর শাটেল বাস চলবে। যাত্রীরা উবার অ্যাপের মাধ্যমে সিট প্রি-বুক করতে পারেন, যাতে সকল যাত্রীর আসনই নিশ্চিত করা যায়। শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলিতে লাইভ ট্র্যাকিং এবং অ্যাপ-নির্ভর নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে, যা যাত্রীদের একটি আরামদায়ক এবং নির্ভরযোগ্য রাইডের অভিজ্ঞতা দেবে।
কীভাবে একটি উবার শাটেল ট্রিপ বুক করবেন:
- উবার অ্যাপটি খুলুন এবং উপলব্ধ অপশনগুলি থেকে ‘শাটেল’ সিলেক্ট করুন,
- আপনার পিকআপ এবং ড্রপঅফ লোকেশন লিখুন,
- আপনার রুট এবং প্রস্থানের সময় সিলেক্ট করুন,
- রিকয়েস্ট সিলেক্ট করুন এবং আপনার শাটেল ট্রিপ নিশ্চিত করুন,
- আপনার ড্রাইভার এবং গাড়ির তথ্য সহ একটি পুশ নোটিফিকেশন পান,
- আপনার নির্ধারিত যাওয়ার কমপক্ষে 5 মিনিট আগে পিকআপ লোকেশনে যান,
- শাটেলে চড়তে ড্রাইভারকে আপনার কিউ আর কোড দেখান ৷
এই রুটের প্রতিটি উবার শাটেল বাসে 24 থেকে 43 জন যাত্রী বসতে পারবেন। আগে থেকে থাকা উবার শাটেল নেটওয়ার্ক কলকাতার আশেপাশের এলাকা যেমন ব্যারাকপুর, বারাসত এবং সোনারপুরেও রয়েছে। শিয়ালদহ থেকে নিউ টাউন পর্যন্ত নতুন রুটে যাত্রীদের দারুণ সংযোগ থাকবে।