ETV Bharat / sports

সোনার লকেটে সন্তোষ জয়ীদের সংবর্ধনা আইএফএ’র - IFA FELICITATES BENGAL TEAM

সুদৃশ্য মঞ্চের উপর সাজানো ব়্যাম্পের উপর দিয়ে হেঁটে আসেন বাংলার ফুটবলাররা । দর্শকাসনে তখন হাততালির শব্দব্রহ্ম ।

IFA Felicitates Santosh Trophy Winning Bengal Team
সন্তোষ জয়ীদের সংবর্ধনা আইএফএ’র (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 15, 2025, 5:19 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: গতবছরের শেষদিনে বাংলা সন্তোষ ট্রফি জিতেছিল । বসন্তের প্রথম দিনে সন্তোষ ট্রফিজয়ী বাংলা দলকে বরণ করে নিল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ । বর্ণাঢ্য আয়োজন । আইএসএলের ভরা বাজারে বাংলার ফুটবলে নজর ঘোরাতে সন্তোষ ট্রফি জয় যেন জিওন কাঠির কাজ করেছে । বাঙালির ফুটবল নিয়ে লেখা বন্ধ করার সময় যে আসেনি তা নিজামের শহরের লিপিবদ্ধ হয়েছে । ফলে সন্তোষ ট্রফি জয়ের পরে নানা জায়গা থেকে সংবর্ধনা পেয়েছে বাংলা দল । কবে আইএফএ সংবর্ধনা দেবে তা নিয়ে প্রশ্ন ছিল । শুক্রবার বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ’র তরফে অনুষ্ঠানের আয়োজন করে বাংলা দল-সহ কোচ সঞ্জয় সেনকে সংবর্ধিত করা হয় ।

সুদৃশ‌্য মঞ্চের উপর সাজানো র‌্যাম্পের উপর দিয়ে হেঁটে আসেন বাংলার ফুটবলাররা । দর্শকাসনে তখন হাততালির শব্দব্রহ্ম । প্রত‌্যেক ফুটবলারের হাতে ব্লেজার, উত্তরীয়, ফুলের তোড়া, মিষ্টি ও স্মারক তুলে দেওয়া হয় । শুধু তাই নয়, বাংলার নাম সর্বভারতীয় মঞ্চে উজ্জ্বল করার জন‌্য সোনার পদকও দেওয়া হয় । পদকের একটি পিঠে সন্তোষ ট্রফিজয়ী লেখা, অন্য পিঠে আইএফএ । সন্তোষ জয়ী বাংলা দলের ফুটবলারদের অভিনবভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক মদন মিত্র । প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মঞ্চে হাঁটেনও । সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠান ।

সোনার লকেটে সন্তোষ জয়ীদের সংবর্ধনা আইএফএ’র (ইটিভি ভারত)

তার আগে অবশ‌্য সদ‌্য সমাপ্ত জাতীয় গেমসে ব্রোঞ্জজয়ী বাংলার মহিলা দলের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় । সর্বভারতীয় বিশ্ববিদ‌্যালয় প্রতিযোগিতায় চ‌্যাম্পিয়ন হওয়ার জন‌্য অ‌্যাডামাস বিশ্ববিদ‌্যালয়ের ফুটবলার ও কোচকেও সম্মানিত করা হয় । নাচে-গানে শুক্রবারের সন্ধে মাতিয়ে রেখেছিল দর্শকদের ।

আরও পড়ুন

কলকাতা, 15 ফেব্রুয়ারি: গতবছরের শেষদিনে বাংলা সন্তোষ ট্রফি জিতেছিল । বসন্তের প্রথম দিনে সন্তোষ ট্রফিজয়ী বাংলা দলকে বরণ করে নিল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ । বর্ণাঢ্য আয়োজন । আইএসএলের ভরা বাজারে বাংলার ফুটবলে নজর ঘোরাতে সন্তোষ ট্রফি জয় যেন জিওন কাঠির কাজ করেছে । বাঙালির ফুটবল নিয়ে লেখা বন্ধ করার সময় যে আসেনি তা নিজামের শহরের লিপিবদ্ধ হয়েছে । ফলে সন্তোষ ট্রফি জয়ের পরে নানা জায়গা থেকে সংবর্ধনা পেয়েছে বাংলা দল । কবে আইএফএ সংবর্ধনা দেবে তা নিয়ে প্রশ্ন ছিল । শুক্রবার বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ’র তরফে অনুষ্ঠানের আয়োজন করে বাংলা দল-সহ কোচ সঞ্জয় সেনকে সংবর্ধিত করা হয় ।

সুদৃশ‌্য মঞ্চের উপর সাজানো র‌্যাম্পের উপর দিয়ে হেঁটে আসেন বাংলার ফুটবলাররা । দর্শকাসনে তখন হাততালির শব্দব্রহ্ম । প্রত‌্যেক ফুটবলারের হাতে ব্লেজার, উত্তরীয়, ফুলের তোড়া, মিষ্টি ও স্মারক তুলে দেওয়া হয় । শুধু তাই নয়, বাংলার নাম সর্বভারতীয় মঞ্চে উজ্জ্বল করার জন‌্য সোনার পদকও দেওয়া হয় । পদকের একটি পিঠে সন্তোষ ট্রফিজয়ী লেখা, অন্য পিঠে আইএফএ । সন্তোষ জয়ী বাংলা দলের ফুটবলারদের অভিনবভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক মদন মিত্র । প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মঞ্চে হাঁটেনও । সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠান ।

সোনার লকেটে সন্তোষ জয়ীদের সংবর্ধনা আইএফএ’র (ইটিভি ভারত)

তার আগে অবশ‌্য সদ‌্য সমাপ্ত জাতীয় গেমসে ব্রোঞ্জজয়ী বাংলার মহিলা দলের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় । সর্বভারতীয় বিশ্ববিদ‌্যালয় প্রতিযোগিতায় চ‌্যাম্পিয়ন হওয়ার জন‌্য অ‌্যাডামাস বিশ্ববিদ‌্যালয়ের ফুটবলার ও কোচকেও সম্মানিত করা হয় । নাচে-গানে শুক্রবারের সন্ধে মাতিয়ে রেখেছিল দর্শকদের ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.