ETV Bharat / entertainment

বাবা হচ্ছেন পরম, অন্তঃসত্ত্বা পিয়া, কবে ঘরে আসছে নতুন অতিথি ? - PARAMBRATA CHATTERJEE

বিয়ের দেড় বছরের মাথায় ঘর আলো করে আসতে চলেছে সন্তান ৷ বাবা-মা হচ্ছেন আরেক টলি দম্পতি পরম-পিয়া ৷ কী লিখলেন তাঁরা ?

Parambrata Chatterjee and Piya Chakraborty
শীঘ্রই বাবা-মা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 15, 2025, 5:26 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় । পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পিয়া চক্রবর্তী । প্রেম দিবসের আবহেই সোশাল মিডিয়ায় এই খুশির খবর ভাগ করে নিয়েছেন চট্টোপাধ্যায় দম্পতি । সংবাদমাধ্যমকে পিয়া জানিয়েছেন, হিসেব অনুযায়ী জুন মাসেই পৃথিবীর আলো দেখতে চলেছে তাঁদের সন্তান । পরিবার বাড়তে চলেছে ৷ বাড়িতে নতুন সদস্যের আগমনে তাই উচ্ছ্বসিত তাঁরা ৷

কতকগুলি ছবির কোলাজে সোশাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নিয়েছেন পরম ঘরণী ৷ পিয়া লিখেছেন, "ভ্যালেন্টাইনের পার্টিতে কিছুটা দেরি হয়েছে । কারণ, আমরা এই জিনিসগুলি নিয়ে ব্যস্ত ছিলাম ৷ প্রথমত, আমরা নিজেরা ৷ দ্বিতীয়ত, আমাদের বড় সন্তান নিনা ৷ তৃতীয়, গত বছর আমাদের কাছে আসা বাঘাকে নিয়ে ৷ চতুর্থ, আমাদের ভালোবাসার অংশ ক্রমশ বেড়ে উঠছে ৷ এই পরিবারে শীঘ্রই নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে ৷"

বেশ কিছু দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল বাবা-মা হতে চলেছেন পরম-পিয়া । অবশেষে সত্যি হল সেই গুঞ্জন । উপযুক্ত সময়েই সেই গুঞ্জনে সিলমোহর দিলেন সমাজকর্মী পিয়া চক্রবর্তী । অবশ্য পরমব্রত চট্টোপাধ্যায় এই ব্যাপারে চুপ । সোশাল মিডিয়ায় স্ত্রীর পোস্টটাকে শেয়ার করেই ক্ষান্ত থেকেছেন তিনি ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে পরম পরিচালিত-অভিনীত ছবি 'এই রাত তোমার আমার' । এখনও চুটিয়ে চলছে ছবির প্রচার । এরই মাঝে আগলে রাখছেন হবু মা পিয়াকে । তিনি ছাড়াও পিয়াকে আগলে রাখছেন তাঁর মা ।

2023 সালের 27 নভেম্বর গাঁটছড়া বাঁধেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী । খুব কাছের মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সারেন তাঁরা । এরপর রিসেপশনে হাজির ছিলেন তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব । কয়েকদিন আগেই বেশ অভিনব কায়দায় প্রথম বিবাহবার্ষিকী পালন করেন পরম-পিয়া ৷ এবার বিবাহিত জীবনের আরেক ধাপ এগিয়ে গেলেন তাঁরা । এবার দুই থেকে তিন হওয়ার পালা । বিয়ের প্রায় দেড় বছরের মাথায় সেই খবর ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি: বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় । পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পিয়া চক্রবর্তী । প্রেম দিবসের আবহেই সোশাল মিডিয়ায় এই খুশির খবর ভাগ করে নিয়েছেন চট্টোপাধ্যায় দম্পতি । সংবাদমাধ্যমকে পিয়া জানিয়েছেন, হিসেব অনুযায়ী জুন মাসেই পৃথিবীর আলো দেখতে চলেছে তাঁদের সন্তান । পরিবার বাড়তে চলেছে ৷ বাড়িতে নতুন সদস্যের আগমনে তাই উচ্ছ্বসিত তাঁরা ৷

কতকগুলি ছবির কোলাজে সোশাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নিয়েছেন পরম ঘরণী ৷ পিয়া লিখেছেন, "ভ্যালেন্টাইনের পার্টিতে কিছুটা দেরি হয়েছে । কারণ, আমরা এই জিনিসগুলি নিয়ে ব্যস্ত ছিলাম ৷ প্রথমত, আমরা নিজেরা ৷ দ্বিতীয়ত, আমাদের বড় সন্তান নিনা ৷ তৃতীয়, গত বছর আমাদের কাছে আসা বাঘাকে নিয়ে ৷ চতুর্থ, আমাদের ভালোবাসার অংশ ক্রমশ বেড়ে উঠছে ৷ এই পরিবারে শীঘ্রই নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে ৷"

বেশ কিছু দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল বাবা-মা হতে চলেছেন পরম-পিয়া । অবশেষে সত্যি হল সেই গুঞ্জন । উপযুক্ত সময়েই সেই গুঞ্জনে সিলমোহর দিলেন সমাজকর্মী পিয়া চক্রবর্তী । অবশ্য পরমব্রত চট্টোপাধ্যায় এই ব্যাপারে চুপ । সোশাল মিডিয়ায় স্ত্রীর পোস্টটাকে শেয়ার করেই ক্ষান্ত থেকেছেন তিনি ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে পরম পরিচালিত-অভিনীত ছবি 'এই রাত তোমার আমার' । এখনও চুটিয়ে চলছে ছবির প্রচার । এরই মাঝে আগলে রাখছেন হবু মা পিয়াকে । তিনি ছাড়াও পিয়াকে আগলে রাখছেন তাঁর মা ।

2023 সালের 27 নভেম্বর গাঁটছড়া বাঁধেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী । খুব কাছের মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সারেন তাঁরা । এরপর রিসেপশনে হাজির ছিলেন তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব । কয়েকদিন আগেই বেশ অভিনব কায়দায় প্রথম বিবাহবার্ষিকী পালন করেন পরম-পিয়া ৷ এবার বিবাহিত জীবনের আরেক ধাপ এগিয়ে গেলেন তাঁরা । এবার দুই থেকে তিন হওয়ার পালা । বিয়ের প্রায় দেড় বছরের মাথায় সেই খবর ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.