বালি, 13 ফেব্রুয়ারি: রাত তখন 11.50 ৷ হাওড়ার বালি থানার অন্তর্গত জিটি রোডে দেওয়ানগাজি এলাকায় বিকট আওয়াজ ৷ তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসেন ৷ রাস্তায় এসে দেখেন একটি লরি ও ট্যাক্সির সংঘর্ষ ৷
ঘাতক লরিটি এমনভাবে যাত্রী ভর্তি ট্যাক্সিকে ধাক্কা মেরেছে, তাতে ট্যাক্সি প্রায় গুঁড়িয়ে গিয়েছে ৷ সামনে বা পিছন সেভাবে ঠিকই বোঝা যাচ্ছে না ৷ দুমড়ে-মুচড়ে যাওয়া ট্যাক্সির ভিতরে আটকে থাকা যাত্রীদের মধ্যে দু'জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ও 2 জন গুরুতরভাবে জখম ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ ওই পথ দুর্ঘটনায় যাত্রীবাহী ট্যাক্সিটিকে, রাস্তা ঢালাই করা লরিটি বেপরোয়াভাবে এসে ধাক্কা মারে ৷ ধাক্কার তীব্রতা এতটাই জোরাল যে ট্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালি থানার পুলিশ। এরপর দমকল এসে লরিটিকে সরিয়ে গ্যাস কাটার দিয়ে ট্যাক্সির দরজা কেটে চালক ও যাত্রীদের উদ্ধার করা হয় ৷ চারিদিকে রক্তে ভেসে যায় ৷ আশঙ্কাজনক অবস্থায় অতি দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই ট্যাক্সি চালক ও ওপর একজন যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই ব্যক্তির অবস্থাও গুরুতর ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালি কেন্দ্রের বিধায়ক রানা চট্টোপাধ্যায় ৷ ঘাতক লরির চালক বর্তমানে পলাতক, তাকে খোঁজ করার চেষ্টা চলছে, বলে জানিয়েছে বালি থানার পুলিশ ৷ ইতিমধ্যেই ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। লরিটির রেজিস্ট্রেশন পরীক্ষা করে লরির মালিক কে, তা জানা যাবে ৷ যদিও দুর্ঘটনায় মৃত দুই ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তাঁরা কোথাকার বাসিন্দা, জানতে বালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷