ETV Bharat / technology

স্মার্টফোনের বাজারে তোলপাড়! Xiaomi 15 সিরিজে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর - XIAOMI 15 ULTRA

Xiaomi 15 এবং 15 Ultra বিশ্ব বাজারে লঞ্চ করতে চলেছে 2 মার্চ ৷ গত বছরের অক্টোবরে এই দু’টি মডেল লঞ্চ করেছিল ড্রাগনের দেশে ৷

XIAOMI 15 AND 15 ULTRA LAUNCH
Xiaomi 15 এবং 15 Ultra (ছবি Xiaomi)
author img

By ETV Bharat Tech Team

Published : Feb 15, 2025, 2:54 PM IST

হায়দরাবাদ: বিশ্বব্যপী লঞ্চ করতে চলেছে Xiaomi15 এবং Xiaomi 15 Ultra ৷ গ্যাজেট প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে দু’টি স্মার্টফোন 2 মার্চ বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে ৷ প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে চিনে এই দু’টি স্মার্টফোন লঞ্চ করেছিল ৷ তার প্রায় 6 মাস পর বিশ্বব্যপী লঞ্চ করতে চলেছে এই দু’টি ফোন ৷

আগামী বুধবার লঞ্চ হতে পারে নতুন iPhone SE 4, টিজার প্রকাশ টিম কুকের

Xiaomi 15
শাওমির এই মডেলটিতে রয়েছে Snapdragon 8 Elite চিপ ৷ এটি 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ বাড়ানো যায় । এটির স্ক্রিন 6.36 ইঞ্চি ৷ রয়েছে LTPO OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz, টাচ স্যাম্পলিং রেট 300Hz, রেজোলিউশন 2670×1200 এবং সর্বোচ্চ উজ্জ্বলতা 3200 নিট। Xiaomi 15 মডেল ক্যামেরার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷

এটিতে তিনটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে ৷ টেলিফটো লেন্স ও আলট্রাওয়াইড সেন্সর রয়েছে ৷ ভিডিয়ো কল এবং সেলফির জন্য 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে । এই ফ্ল্যাগশিপটি HyperOS 2 সহ Android 14-এ চলে। এছাও অন্যান্য ফিচার গুলির মধ্যে রয়েছে 5G, 4G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, USB 3.2, IR ব্লাস্টার, ডুয়াল স্পিকার, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো-বালি প্রতিরেধার জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে । ডিভাইসটিতে 5,400 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৷ 90 ওয়াটের তারযুক্ত এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এই ডিভাইসটি ।

Xiaomi 15 Ultra
Xiaomi 15 Ultra-তে রয়েছে 6.78-ইঞ্চি LTPO OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz এবং 2K রেজোলিউশন। এই মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং 512 জিবি স্টোরেজে লঞ্চ করতে পারে । অপটিক্সের দিক থেকে, ফোনটির পিছনে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে ৷

Xiaomi 15 Ultra সিরিজে রয়েথে 3টি ক্যামেরা সেটআপ ৷ সবকটি ক্যামেরাতেই 50MP-র ৷ যারমধ্যে একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, একটি 50MP 3X টেলিফটো লেন্সের ক্যামেরা রয়েছে ৷ এছাড়াও 200MP টেলিফটো ক্যামেরা থাকবে। Xiaomi 15 এর মতো, সেলফির জন্য 32MP ক্যামেরা থাকবে। পাশাপাশি 5G, 4G সংযোগ, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, USB 3.2, IR ব্লাস্টার, ডুয়াল স্পিকার, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 রেটিং ৷ এতে 90 ওয়াট তারযুক্ত এবং 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে ৷ 5,410 এমএএইচ ব্যাটারি থাকতে পারে ৷

4.30 লক্ষ প্রি-অর্ডারে রেকর্ড গড়ল Samsung Galaxy S25 সিরিজ

হায়দরাবাদ: বিশ্বব্যপী লঞ্চ করতে চলেছে Xiaomi15 এবং Xiaomi 15 Ultra ৷ গ্যাজেট প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে দু’টি স্মার্টফোন 2 মার্চ বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে ৷ প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে চিনে এই দু’টি স্মার্টফোন লঞ্চ করেছিল ৷ তার প্রায় 6 মাস পর বিশ্বব্যপী লঞ্চ করতে চলেছে এই দু’টি ফোন ৷

আগামী বুধবার লঞ্চ হতে পারে নতুন iPhone SE 4, টিজার প্রকাশ টিম কুকের

Xiaomi 15
শাওমির এই মডেলটিতে রয়েছে Snapdragon 8 Elite চিপ ৷ এটি 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ বাড়ানো যায় । এটির স্ক্রিন 6.36 ইঞ্চি ৷ রয়েছে LTPO OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz, টাচ স্যাম্পলিং রেট 300Hz, রেজোলিউশন 2670×1200 এবং সর্বোচ্চ উজ্জ্বলতা 3200 নিট। Xiaomi 15 মডেল ক্যামেরার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷

এটিতে তিনটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে ৷ টেলিফটো লেন্স ও আলট্রাওয়াইড সেন্সর রয়েছে ৷ ভিডিয়ো কল এবং সেলফির জন্য 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে । এই ফ্ল্যাগশিপটি HyperOS 2 সহ Android 14-এ চলে। এছাও অন্যান্য ফিচার গুলির মধ্যে রয়েছে 5G, 4G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, USB 3.2, IR ব্লাস্টার, ডুয়াল স্পিকার, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো-বালি প্রতিরেধার জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে । ডিভাইসটিতে 5,400 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৷ 90 ওয়াটের তারযুক্ত এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এই ডিভাইসটি ।

Xiaomi 15 Ultra
Xiaomi 15 Ultra-তে রয়েছে 6.78-ইঞ্চি LTPO OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz এবং 2K রেজোলিউশন। এই মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং 512 জিবি স্টোরেজে লঞ্চ করতে পারে । অপটিক্সের দিক থেকে, ফোনটির পিছনে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে ৷

Xiaomi 15 Ultra সিরিজে রয়েথে 3টি ক্যামেরা সেটআপ ৷ সবকটি ক্যামেরাতেই 50MP-র ৷ যারমধ্যে একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, একটি 50MP 3X টেলিফটো লেন্সের ক্যামেরা রয়েছে ৷ এছাড়াও 200MP টেলিফটো ক্যামেরা থাকবে। Xiaomi 15 এর মতো, সেলফির জন্য 32MP ক্যামেরা থাকবে। পাশাপাশি 5G, 4G সংযোগ, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, USB 3.2, IR ব্লাস্টার, ডুয়াল স্পিকার, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 রেটিং ৷ এতে 90 ওয়াট তারযুক্ত এবং 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে ৷ 5,410 এমএএইচ ব্যাটারি থাকতে পারে ৷

4.30 লক্ষ প্রি-অর্ডারে রেকর্ড গড়ল Samsung Galaxy S25 সিরিজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.