বেঙ্গালুরু, 13 ফেব্রুয়ারি: নয়া মরশুম শুরুর আগে নতুন অধিনায়ক খুঁজে নিল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ 2025 আইপিএল মেগা নিলামের আগে গত তিনবারের অধিনায়ক ফাফ ডু'প্লেসিকে রিটেইন করেনি তাঁরা ৷ 2025 মরশুমের আগে নয়া ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্ত হয়েছেন প্রোটিয়া ব্যাটার ৷ ফলত নয়া অধিনায়কের খোঁজ করতেই হত দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিকে ৷ তবে বিরাট কোহলি পুনরায় অধিনায়ক হবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল ৷ কিন্তু বৃহস্পতিবার সেই জল্পনার অবসান হল ৷ কোহলি নয়, রজত পাতিদারকে ফ্র্য়াঞ্চাইজির নয়া অধিনায়ক বেছে নিল আরসিবি ৷
সার্বিকভাবে অষ্টম এবং চতুর্থ ভারতীয় হিসেবে (রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে এবং বিরাট কোহলির পর) ফ্র্য়াঞ্চাইজির নয়া অধিনায়ক পদে আসীন হলেন রজত পাতিদার ৷ চলতি মরশুমে ঘরোয়া টি-20 টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন রজত ৷ তাঁর নেতৃত্বে টুর্নামেন্টের ফাইনালেও পৌঁছয় মধ্যপ্রদেশ ৷ সেই সাফল্যকে সিঁড়ি করেই এবার আইপিএলের অন্যতম চর্চিত ফ্র্যাঞ্চাইজির দলনায়ক পদে বসলেন তিনি ৷ এদিন এক আনুষ্ঠানিক ঘোষণায় নয়া অধিনায়কের নাম ঘোষণা করা হয় আরসিবি' তরফে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ৷
Welcome to your Raj, Ra-pa. 👑
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 13, 2025
The baton has been passed, and your name has made it to the history books.
It’s time for a new chapter! Let’s give the best fans in the world what they’ve been waiting for all these years. 🙌 #PlayBold #ನಮ್ಮRCB #RCBCaptain #Rajat #RajatPatidar… pic.twitter.com/AKwjM9bnsq
রজত পাতিদারের সঙ্গে দৌড়ে অবশ্যই নাম ছিল বিরাট কোহলির ৷ তবে বিরাট কোহলি পুনরায় দায়িত্ব গ্রহণে রাজি হবেন কি না, তা নিয়ে ছিল প্রশ্নচিহ্ন ৷ মনে করা হচ্ছে কোহলি পুনরায় অধিনায়কত্ব করতে রাজি না-হওয়ার কারণেই নয়া অধিনায়ককে খুঁজে নিল আরসিবি ৷ 2021 থেকে বেঙ্গালুরু ফ্র্য়াঞ্চাইজিতে রয়েছেন রজত ৷ 27 ম্যাচ খেলে তাঁর নামের পাশে রয়েছে 799 রান ৷ গত মরশুমে পাঁচটি অর্ধশতরান-সহ 15 ম্যাচে 395 রান করেছিলেন তিনি, স্ট্রাইক রেট 177.13 ৷
𝐊𝐢𝐧𝐠 𝐊𝐨𝐡𝐥𝐢 𝐀𝐩𝐩𝐫𝐨𝐯𝐞𝐬! 💌
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 13, 2025
“Myself and the other team members will be right behind you, Rajat”: Virat Kohli
“The way you have grown in this franchise and the way you have performed, you’ve made a place in the hearts of all RCB fans. This is very well deserved.”… pic.twitter.com/dgjDLm8ZCN
নয়া অধিনায়কের জন্য ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা এসেছে বিরাট কোহলির তরফে ৷ প্রাক্তন অধিনায়ক এক ভিডিয়োবার্তায় বলেছেন, "তুমি যেভাবে এই ফ্র্যাঞ্চাইজিতে নিজেকে পরিশীলিত করেছ এবং পারফরম্যান্স দেখিয়ছ, তাতে নিঃসন্দেহে অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছ ৷ যোগ্য হিসেবেই এই দায়িত্ব অর্জন করেছে তুমি ৷ আমি এবং দলের সকলে তোমার সঙ্গে রয়েছি ৷"