হায়দরাবাদ, 13 ফেব্রুয়ারি: আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির ঢাকে কাঠি পড়তে এখনও ছ'দিন বাকি ৷ তবে পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যেই ৷ ঘরের মাটিতে ইংল্যান্ডকে ক্লিনস্যুইপ করে চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া ভালোভাবেই সেরেছে ভারতীয় দল ৷ পাশাপাশি ঘরের মাঠে আইসিসি মার্কি ইভেন্টের জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তানও ৷ নিউজিল্য়ান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ খেলছে তাঁরা ৷ শুক্রবার অর্থাৎ, আগামিকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি আয়োজক পাকিস্তান ৷
সিরিজের প্রথম ম্য়াচে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল মহম্মদ রিজওয়ান অ্যান্ড কোম্পানি ৷ বুধবার দ্বিতীয় ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তাঁরা ৷ শুক্রবার ফাইনাল জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাড়তি আত্মবিশ্বাস পেয়ে যাবে হোম টিম ৷ পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল আগেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ৷ তবে বুধবার ওয়ান-ডে ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জয়ে ফাইনালের আগে কেন উইলিয়ামসনদের প্রচ্ছন্ন হুমকি ছুড়ে দিয়েছে পাকিস্তান ৷
এক ওভার বাকি থাকতে 353 রান তাড়া করে জয় তুলে নিয়েছে আয়োজকরা ৷ সৌজন্যে সলমন আঘা এবং অধিনায়ক মহম্মদ রিজওয়ানের শতরান ৷ 103 বলে ঝোড়ে 134 রান করেন আঘা ৷ 122 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক রিজওয়ান ৷ যা চ্য়াম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে দেয় পাকিস্তানকে ৷
কোথায় ও কখন অনুষ্ঠিত হবে ম্যাচ: করাচি ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার অর্থাৎ, 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ ৷ যা শুরু হবে দুপুর 2টো 30 মিনিটে ৷
All set for the tri-nation series final after last night's magnificent run-chase 🇵🇰🆚🇳🇿
— Pakistan Cricket (@TheRealPCB) February 13, 2025
Get your tickets for tomorrow's game ➡️ https://t.co/r1Y5gXriiG#3Nations1Trophy | #PAKvNZ pic.twitter.com/yjl7i4ypzT
বিনামূল্যে কোথায় দেখা যাবে ম্যাচ: ত্রিদেশীয় সিরিজের হাইভোল্টেজ ফাইনাল অনুরাগীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে ৷ পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের লাইভস্ট্রিমিং অনুরাগীরা দেখতে পারবেন সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে ৷