কলকাতা, 15 ফেব্রুয়ারি: চিরদিনের মতো রুদ্ধ হল কণ্ঠ ৷ আর তাঁর গলায় শোনা যাবে না 'আমি বাংলায় গান গাই' ৷ রবীন্দ্র সদনে গান স্যালুটে শেষ বিদায় প্রতুল মুখোপাধ্যায়কে ৷ রবীন্দ্র সদন থেকে শিল্পীর দেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । শিল্পীর দেহ দান করা রয়েছে সেখানেই ৷
প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা সুরকার, গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে আজ শোকস্তব্ধ বাংলার শিল্পী জগৎ, রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ । তাঁকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে হাজির ছিলেন চলচ্চিত্র পরিচালক তথা অভিনেত্রী সুদেষ্ণা রায়, গৌতম ঘোষ, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন ও দেবাশিস কুমার-সহ শিল্পীর গুণগ্রাহী অগণিত মানুষও ।
এদিন রবীন্দ্র সদনে যখন শিল্পীর দেহ শায়িত, রেকর্ডে তখন অনর্গল বেজে চলেছে তাঁর গাওয়া সেই বিখ্যাত গান 'আমি বাংলায় গান গাই' । যে গান তিনি হাসপাতালের বিছানায় শুয়েও চিকিৎসকদের শুনিয়েছেন । এই গানটি ঘিরে মানুষের উন্মাদনা অধিক হলেও প্রতুল মুখোপাধ্যায় সারা জীবন ধরে আরও অনেক গান গেয়েছেন । গান তৈরি করেছেন নিজের ছন্দে । আধুনিক গান থেকে জাপানি গান, আবার হিন্দি ছবির গান থেকেও উপাদান সংগ্রহ করেছেন । সৃষ্টি করেছেন একের পর এক গান । একেবারে স্বাধীনভাবে ।
তাঁর জীবনের প্রথম অ্যালবাম 'পাথরে পাথরে নাচে আগুন' (1988) । তবে, সেখানে তাঁর সঙ্গে ছিলেন আরও অনেক শিল্পী । এরপর 1994 সালে 'যেতে হবে' শিল্পীর প্রথম একক অ্যালবাম । শেষ অ্যালবাম 'ভোর' (2022) । সেখানে শিল্পীর অপ্রকাশিত গানগুলি প্রকাশ পায় ।
তাঁর জনপ্রিয় গানের মধ্যে 'আমি বাংলায় গান গাই' ছাড়াও 'আলু বেচো', 'ছোকরা চাঁদ', 'তোমার কি কোনও তুলনা হয়', 'সেই মেয়েটি', 'ফেব্রুয়ারির একুশ তারিখ'-এর মতো গানগুলি শ্রোতার মন জিতেছে বারবার । নিজের গানে কখনও বাদ্যযন্ত্র ব্যবহার পছন্দ করতেন না তিনি । বাঙালি যতদিন বাংলা গানের সমাদর করবে প্রাণ থেকে, ততদিন বেঁচে থাকবে তাঁর 'আমি বাংলায় গান গাই'।
![gun salute to Pratul Mukhopadhyay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/gunsalute_15022025164933_1502f_1739618373_977.jpg)
প্রসঙ্গত, শিল্পীর মৃত্যুতে সোশাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অনেকে । শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী লিখেছেন, "সুরের জগতে ভালো থাকবেন ।" লেখক অমর মিত্র লিখেছেন, "গান নিয়ে রয়ে যাবেন প্রতুলদা । বিদায় ।"
![gun salute to Pratul Mukhopadhyay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/gunsalute_15022025173259_1502f_1739620979_106.jpg)
হাসপাতালের তরফে জানা গিয়েছে, 4 ফেব্রুয়ারি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 6 তারিখ অস্ত্রোপচার হয়েছিল তাঁর । শিল্পীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে গত সোমবার রাতে আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল । শুক্রবার রাতে ডায়ালিসিস নিতে পারেননি তিনি । এরপরেই সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রতুল মুখোপাধ্যায়ের ।
![gun salute to Pratul Mukhopadhyay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/wb-kol-pratul-7211146_15022025154116_1502f_1739614276_215.jpg)
শনিবার সকাল 11টা 40 মিনিটে এসএসকেএম হাসপাতালে জীবনাবসান হয় তাঁর । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 83 । হাসপাতালের ডিরেক্টর মনিময় বন্দোপাধ্যায় বলেন, "ফুসফুস ও বিভিন্ন অর্গানে ইনফেকশন ছড়িয়ে পড়েছিল তাঁর । রেকটাম ক্যান্সার ছিল ।" বেলা 2টো 10 মিনিটে এসএসকেএম হাসপাতাল থেকে তাঁর দেহ বের করা হয় । এরপর সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে ৷
অরূপ বিশ্বাস বলেন, "অত্যন্ত দুখ্যের সঙ্গে জানাচ্ছি প্রখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আজ আর আমাদের মধ্যে নেই ৷ তিনি আজ সকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন ৷ উনি অসুস্থ হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন ৷ হাসপাতালে ভর্তি করা থেকে যাবতীয় চিকিৎসার খোঁজ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আমি ইন্দ্রনীল সেন বাকিরা তাঁর নির্দেশে এসএসকেএম হাসপাতালে আসি ৷"