কলকাতা, 9 ফেব্রুয়ারি: দু'দিন আগের উষ্ণতা সরিয়ে ফিরেছে শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে 15 ডিগ্রির ঘরে। ঠান্ডা হাওয়ায় শীতল অনুভূতি। তাহলে কি বিদায় বেলায় শীত ফিরল? আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ, রবিবার এবং সোমবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী পরশু, মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ চড়বে। সেদিন থেকে পরবর্তী তিন দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে ৷
14 ফেব্রুয়ারি তাপমাত্রা ফের সামান্য কমতে পারে। জেলায় শীতের আমেজ ফিরলেও কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে শীতের আমেজ ফেরার সম্ভাবনা কম। মাঘের শেষেই কলকাতা ও সংলগ্ন জেলায় কার্যত শীতের বিদায়ের ঘণ্টা বেজেছে ৷ কুয়াশার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই আগামী কয়েক দিন। আজ হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা থাকবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা সোমবার।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আজ। পাহাড়ে আবার বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী 24 ঘণ্টায় কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। সব মিলিয়ে শীত তাঁর ইনিংস জাঁকিয়ে শুরু করার আশা জাগিয়ে পশ্চিমী ঝঞ্ঝা কাঁটায় বারবার দিগভ্রষ্ট হয়ে এবার বিদায় নিতে চলেছে। এককথায় বিদায় শীত। দুয়ারে বসন্ত।
শনিবার কলকাতা এবং তারপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92 শতাংশ ও সর্বনিম্ন 34 শতাংশ।
আজ রবিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকবে।