কলকাতায় ধুমধাম করে পালিত হল নবী দিবস - Eid Milad Ul Nabi - EID MILAD UL NABI
🎬 Watch Now: Feature Video
Published : Sep 16, 2024, 8:13 PM IST
Eid Milad Ul Nabi Celebration in Kolkata: আজ ছিল হজরত মহম্মদের জন্মদিন ৷ এই দিনে প্রতিবছর ঈদে মিলাদ-উল-নবী পালিত হয় । এ বছরও তার অন্যথা হল না ৷ রাজ্যের সব জেলায় মহাসমারহে পালিত হল ঈদে মিলাদ-উল-নবী বা নবী দিবস ৷ এই উপলক্ষে সোমবার বিভিন্ন জায়গায় ঐতিহ্যবাহী শোভাযাত্রার আয়োজন করা হয় কলকাতায় । মহানগরের সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকা যেমন-তপসিয়া, রাজাবাজার, পার্ক সার্কাস, খিদিরপুর, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, হাওড়ায় ঈদে মিলাদ-উল-নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় । বিভিন্ন মসজিদ ও সামাজিক সংগঠনের থেকে হাজার হাজার মানুষ এই মিছিলে অংশ নেন ।
নবী দিবস উপলক্ষে তপসিয়ার নূরী মুহাম্মদী জামা মসজিদের ইমাম মওলানা মহম্মদ মুশারফ হুসাইন বলেন, "মহানবী হজরত মহম্মদ শুধু মুসলমানদের জন্য নয়, মানবতার জন্যও শান্তির বাণী নিয়ে এসেছেন । তিনি সারা বিশ্বে মানবতার বাণী ছড়িয়ে দিয়েছেন ৷ আজ সারা বিশ্ব হজরত মহম্মদকে তাদের নবী হিসেবে মেনে নিয়েছে ৷ আমাদের হজরত মহম্মদের পথ অনুসরণ করতে হবে । হজরত মহম্মদের নীতি ও বাণী ছড়িয়ে দিতে আমরা আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ।"