ETV Bharat / state

4 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকতে পারে মেট্রোর গ্রিন লাইন - KOLKATA METRO GREEN LINE

সম্প্রতি, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের মধ্য়ের অংশের কাজ শেষ হয়েছে ৷ এবার সিগন্যালিংয়ের কাজ শুরু করবে কর্তৃপক্ষ ৷

KOLKATA METRO GREEN LINE
কলকাতা মেট্রো পরিষেবা (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2025, 11:11 AM IST

কলকাতা, 15 জানুয়ারি: চলতি মাসেই চারদিন সম্পূর্ণ বন্ধ থাকতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা । আগামী 30 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা) এবং গ্রিন লাইন 2 (এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান)-এ সিগন্যালিংয়ের কাজের জন্য পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকতে পারে ৷ বইমেলা চলাকালীন গ্রিন লাইনে চারদিন যদি মেট্রো বন্ধ থাকে, তবে সমস্যায় পড়তে হবে বইপ্রেমীদের ৷

সম্প্রতি, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের মধ্য়ের অংশের কাজ শেষ হয়েছে ৷ এই কাজটি সম্পূর্ণ করতে গত 5 বছর রীতিমতো নাজেহাল হয়ে পড়েছিল নির্মাণকারী সংস্থা ৷ এখন বাকি কেবল সিগন্যালিংয়ের কাজ ৷ দ্রুত সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সেই কাজ শুরু করতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ পাশাপাশি, বাকি পরীক্ষা-নিরিক্ষাও করা হবে এই সময়ে ৷

সূত্রের খবর, গ্রিন লাইন এবং গ্রিন লাইন 2-এর গোটা অংশে ডায়নামিক রেক টেস্টিংয়ের কাজ শুরু করা হবে । অর্থাৎ, নতুন একটি রেককে বিভিন্ন গতিতে চালিয়ে কোথাও কোনও রকম যান্ত্রিক বা আর অন্য কোনও ধরনের ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করা হবে । পরীক্ষাটি সময়সাপেক্ষ ৷ সেই কারণে, আগামী 29 জানুয়ারি রাত 11টা থেকে 3 ফেব্রুয়ারি ভোর 5টা পর্যন্ত সম্পূর্ণ গ্রিন লাইন বন্ধ রেখেই এই কাজ করতে হবে বলে কেএমআরসিএল-এর পক্ষ থেকে কলকাতা মেট্রোর কাছে চিঠি পাঠানো হয়েছে । তবে এই বিষয়ে কলকাতা মেট্রোরেলের তরফে এখনই কিছু মন্তব্য করা হয়নি ।

প্রসঙ্গত, আর কয়েক দিনের মধ্য়ে শুরু হতে চলেছে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ আগামী 28 জানুয়ারি থেকে শুরু হবে মেলা ৷ চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এই সময়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকলে বইমেলায় যাতায়াতে সমস্যায় পড়তে হবে বই প্রেমীদের । কারণ, মেট্রোপথে গেলে বইমেলায় যাওয়ার জন্য যাত্রীদের করুণাময়ী স্টেশনে নামতে হয় ৷ যানজট এড়াতে মেলার দিনগুলিতে লক্ষ লক্ষ মানুষের ভরসা মেট্রো । তবে ওয়াকিবহাল মহলের দাবি, কলকাতা মেট্রোর তরফে এই বিষয়ে এখনও সিলমোহর দেওয়া হয়নি ৷ সুতরাং, বইমেলার কথা ভেবে কাজের তারিখে রদবদল করা হলেও হতে পারে ।

পড়ুন: ব্যস্ত সময়ে বাড়তি 14টি মেট্রো, কিছুটা স্বস্তি নিত্যযাত্রীদের

কলকাতা, 15 জানুয়ারি: চলতি মাসেই চারদিন সম্পূর্ণ বন্ধ থাকতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা । আগামী 30 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা) এবং গ্রিন লাইন 2 (এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান)-এ সিগন্যালিংয়ের কাজের জন্য পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকতে পারে ৷ বইমেলা চলাকালীন গ্রিন লাইনে চারদিন যদি মেট্রো বন্ধ থাকে, তবে সমস্যায় পড়তে হবে বইপ্রেমীদের ৷

সম্প্রতি, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের মধ্য়ের অংশের কাজ শেষ হয়েছে ৷ এই কাজটি সম্পূর্ণ করতে গত 5 বছর রীতিমতো নাজেহাল হয়ে পড়েছিল নির্মাণকারী সংস্থা ৷ এখন বাকি কেবল সিগন্যালিংয়ের কাজ ৷ দ্রুত সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সেই কাজ শুরু করতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ পাশাপাশি, বাকি পরীক্ষা-নিরিক্ষাও করা হবে এই সময়ে ৷

সূত্রের খবর, গ্রিন লাইন এবং গ্রিন লাইন 2-এর গোটা অংশে ডায়নামিক রেক টেস্টিংয়ের কাজ শুরু করা হবে । অর্থাৎ, নতুন একটি রেককে বিভিন্ন গতিতে চালিয়ে কোথাও কোনও রকম যান্ত্রিক বা আর অন্য কোনও ধরনের ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করা হবে । পরীক্ষাটি সময়সাপেক্ষ ৷ সেই কারণে, আগামী 29 জানুয়ারি রাত 11টা থেকে 3 ফেব্রুয়ারি ভোর 5টা পর্যন্ত সম্পূর্ণ গ্রিন লাইন বন্ধ রেখেই এই কাজ করতে হবে বলে কেএমআরসিএল-এর পক্ষ থেকে কলকাতা মেট্রোর কাছে চিঠি পাঠানো হয়েছে । তবে এই বিষয়ে কলকাতা মেট্রোরেলের তরফে এখনই কিছু মন্তব্য করা হয়নি ।

প্রসঙ্গত, আর কয়েক দিনের মধ্য়ে শুরু হতে চলেছে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ আগামী 28 জানুয়ারি থেকে শুরু হবে মেলা ৷ চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এই সময়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকলে বইমেলায় যাতায়াতে সমস্যায় পড়তে হবে বই প্রেমীদের । কারণ, মেট্রোপথে গেলে বইমেলায় যাওয়ার জন্য যাত্রীদের করুণাময়ী স্টেশনে নামতে হয় ৷ যানজট এড়াতে মেলার দিনগুলিতে লক্ষ লক্ষ মানুষের ভরসা মেট্রো । তবে ওয়াকিবহাল মহলের দাবি, কলকাতা মেট্রোর তরফে এই বিষয়ে এখনও সিলমোহর দেওয়া হয়নি ৷ সুতরাং, বইমেলার কথা ভেবে কাজের তারিখে রদবদল করা হলেও হতে পারে ।

পড়ুন: ব্যস্ত সময়ে বাড়তি 14টি মেট্রো, কিছুটা স্বস্তি নিত্যযাত্রীদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.