ETV Bharat / state

গ্রামের পর গ্রাম প্লাবিত, ত্রাণশিবিরে কয়েকশো পরিবার; বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রীরা - Flood Situation in Bengal - FLOOD SITUATION IN BENGAL

Flood Situation in Bengal: একাধিক জেলায় গ্রামের পর গ্রাম প্লাবিত ৷ ঘরে জল ঢুকে যাওয়ায় রাস্তায় উঁচু জায়গা দেখে চলছে রান্না ৷ গবাদি পশু থেকে মানুষের পারাপারের একমাত্র পথ নৌকা ৷ বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে রাজ্যের মন্ত্রীরা ৷

Flood Situation
ডিভিসি জল ছাড়ায় জলমগ্ন একাধিক জায়গা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 6:29 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে ফুঁসছে নদীগুলি । প্রায় আড়াই লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে ডিভিসি কর্তৃপক্ষ । যার ফলে দামোদর নদের নিম্ন অববাহিকায় অবস্থিত গ্রামগুলি প্লাবিত হয়েছে । বন্যার পরিস্থিতি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি-সহ একাধিক জেলায় ৷ বুধবার বন্যা পরস্থিতি পরিদর্শনে জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জেলায় জেলায় পরিস্থিতি ঘুরে দেখছেন অন্যান্য মন্ত্রীরা ৷ একনজরে দেখে নেব বন্যা পরিস্থিতিতে জেলাগুলির হালহকিকৎ ৷

গ্রামের পর গ্রাম প্লাবিত, ত্রাণশিবিরে কয়েকশো পরিবার; বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রীরা (ইটিভি ভারত)
  • বাঁকুড়া

বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী: মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বাঁকুড়ায় যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক । এ দিন তিনি বাঁকুড়া সার্কিট হাউসে বিভিন্ন প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন । সেখানে তিনি বলেন, "প্রতিবছর দামোদর ভ্যালি কর্পোরেশন রাজ্য সরকারকে না-জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেয় ৷ যার ফলে দক্ষিণ দামোদরের বিভিন্ন জেলা যেমন বাঁকুড়া, হুগলি, মেদিনীপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় । অনেক মানুষকে উদ্ধার করে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে । জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধিরাও এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য সচেষ্ট রয়েছেন ।"

Flood Situation
বাঁকুড়ায় জলমগ্ন একাধিক এলাকা (নিজস্ব ছবি)

আতঙ্কিত গ্রামবাসীরা: রাতের দিকে জলস্তর হু হু করে বাড়ায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে রাতের বেলায় তড়িঘড়ি দুর্গতদের নৌকা করে নিয়ে গিয়ে নিরাপদ স্থানে রাখা হয় । একটি অস্থায়ী ক্যাম্প করে বন্যা দুর্গতদের থাকার ও খাবারের ব্যবস্থা করা হয় ৷ নিম্ন অববাহিকার গ্রামবাসীদের সতর্কও করা হয়েছে ।

Flood Situation
দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে (নিজস্ব ছবি)

সোনামুখীতে ভয়াবহ পরিস্থিতি: সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পাণ্ডে পাড়া, অন্যদিকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি কেনেটিমানা-সহ বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলমগ্ন । একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । সমিতিমানা গ্রামে এক ব্যক্তির পাকা বাড়ি ভেঙে গিয়েছে । পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়াতে সমিতিমানা গ্রামের কয়েকশো পরিবার রিলিফ সেন্টারে যেতে পারেনি । বাড়িতে এক কোমর জল থাকায় খাওয়া দাওয়া ও রান্নাবান্না সবকিছুই বন্ধ রয়েছে । চরম উৎকণ্ঠায় দিন কাটছে এলাকার সাধারণ মানুষদের । তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, সে কারণে এলাকায় নজর রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন ।

  • পশ্চিম বর্ধমান

দুর্গাপুরেও পরিদর্শনে মন্ত্রী: দক্ষিণবঙ্গ-সহ ঝাড়খণ্ডে অতি বৃষ্টির কারণে জলমগ্ন দামোদরের দুর্গাপুর ব্যারেজের নিম্ন অববাহিকার বিস্তীর্ণ এলাকা । বাঁকুড়ার পাশাপাশি এ দিন দুর্গাপুরের জলমগ্ন এলাকাগুলিও পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক । রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি ।

Flood Situation
কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম (নিজস্ব ছবি)

জল ছাড়ার পরিমাণ: বুধবার সকালে দুর্গাপুর ব্যারেজে থেকে জল ছাড়া হয়েছে 2 লক্ষ 57 হাজার কিউসেক । মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমে হয়েছে 1 লক্ষ 70 হাজার কিউসেক ।

  • নদিয়া

জলের তোড়ে ভাঙল অস্থায়ী বাঁশের সাঁকো: নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস ফেরিঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে গেল জলের তোড়ে । বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় বন্ধ যাত্রী পারাপার । সমস্যায় পুণ্যার্থী ও যাত্রীরা । নদিয়ার শিবনিবাসে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ ।

Flood Situation
বাঁকুড়া ও দুর্গাপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী মলয় ঘটক (নিজস্ব ছবি)
  • পূর্ব মেদিনীপুর

নদীর বাঁধ ভেঙে প্লাবিত বহু গ্রাম: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে চাঁপাডালি, জদড়া-সহ একাধিক গ্রাম । এলাকায় ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে । যার জেরে আশ্রয়হীন হয়ে পড়েছে সাধারণ মানুষ । নদীর পাশে থাকা বাড়িগুলো জলের তলায় চলে যাচ্ছে । এমনকী পাঁশকুড়া-তমলুক রাজ্য সড়কের উপর দিয়ে জল বইতে শুরু হয়েছে । প্রশাসনের কোনও আধিকারিক বা কর্মীরা ঘটনাস্থলে আসেননি বলে গ্রামবাসীদের অভিযোগ ৷

Flood Situation
বন্যা বিপর্যস্ত ঘাটাল (নিজস্ব ছবি)
  • পশ্চিম মেদিনীপুর

বন্যায় বিপর্যস্ত ঘাটাল: একধারে যেমন জলের তলায় বাড়িঘর, ঠিক তেমনই পানীয় জলের অভাবে ভুগছে এলাকার মানুষজন । অন্যদিকে বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে দিন কাটাচ্ছে ঘাটালবাসী । এরই সঙ্গে নতুন সংযোজন হল মৃতদেহ সৎকার । এলাকায় শুকনো জমি না-পেয়ে মৃতদেহ অন্য জায়গায় স্থানান্তর করছে এলাকার মানুষজন ৷ ঘটছে ক্ষোভের বহিঃপ্রকাশ ।

Flood Situation
নৌকা করেই চলছে পারাপার (নিজস্ব ছবি)
  • মুর্শিদাবাদ

বন্ধ হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক: কুয়ো নদীর বাঁধ ভাঙার পর প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সোনাভারুই, কয়থা, বৈদনাথপুর, তারাপুর গ্ৰাম । মঙ্গলবারই এই এলাকায় বন্যার গ্ৰাসে পড়ে মৃত্যু হয়েছে এক নাবালিকার । মৃতের পরিবার ও গ্ৰামবাসীরা দেহ রেখে বড়ঞার বিডিওকে ঘিরে ধরে আর্থিক সাহায্যের দাবিতে বিক্ষোভ দেখান । আজ ওই গ্ৰামে সরকারি ত্রাণ বিতরণ করল ব্লক ও পঞ্চায়েত প্রশাসন । পাশাপাশি বড়ঞায় কুয়ো নদীর জল বাড়ায় বন্ধ হল হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক । উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যাতায়াতকারী প্রধান এই রাজ্যে সড়কের উপর বড়ঞা থানার তারাপুর এলাকায় প্রবেশ করেছে বন্যার জল ৷

Flood Situation
নদীর জল বৃদ্ধিতে বন্ধ হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক (নিজস্ব ছবি)

কলকাতা, 18 সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে ফুঁসছে নদীগুলি । প্রায় আড়াই লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে ডিভিসি কর্তৃপক্ষ । যার ফলে দামোদর নদের নিম্ন অববাহিকায় অবস্থিত গ্রামগুলি প্লাবিত হয়েছে । বন্যার পরিস্থিতি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি-সহ একাধিক জেলায় ৷ বুধবার বন্যা পরস্থিতি পরিদর্শনে জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জেলায় জেলায় পরিস্থিতি ঘুরে দেখছেন অন্যান্য মন্ত্রীরা ৷ একনজরে দেখে নেব বন্যা পরিস্থিতিতে জেলাগুলির হালহকিকৎ ৷

গ্রামের পর গ্রাম প্লাবিত, ত্রাণশিবিরে কয়েকশো পরিবার; বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রীরা (ইটিভি ভারত)
  • বাঁকুড়া

বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী: মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বাঁকুড়ায় যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক । এ দিন তিনি বাঁকুড়া সার্কিট হাউসে বিভিন্ন প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন । সেখানে তিনি বলেন, "প্রতিবছর দামোদর ভ্যালি কর্পোরেশন রাজ্য সরকারকে না-জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেয় ৷ যার ফলে দক্ষিণ দামোদরের বিভিন্ন জেলা যেমন বাঁকুড়া, হুগলি, মেদিনীপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় । অনেক মানুষকে উদ্ধার করে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে । জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধিরাও এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য সচেষ্ট রয়েছেন ।"

Flood Situation
বাঁকুড়ায় জলমগ্ন একাধিক এলাকা (নিজস্ব ছবি)

আতঙ্কিত গ্রামবাসীরা: রাতের দিকে জলস্তর হু হু করে বাড়ায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে রাতের বেলায় তড়িঘড়ি দুর্গতদের নৌকা করে নিয়ে গিয়ে নিরাপদ স্থানে রাখা হয় । একটি অস্থায়ী ক্যাম্প করে বন্যা দুর্গতদের থাকার ও খাবারের ব্যবস্থা করা হয় ৷ নিম্ন অববাহিকার গ্রামবাসীদের সতর্কও করা হয়েছে ।

Flood Situation
দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে (নিজস্ব ছবি)

সোনামুখীতে ভয়াবহ পরিস্থিতি: সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পাণ্ডে পাড়া, অন্যদিকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি কেনেটিমানা-সহ বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলমগ্ন । একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । সমিতিমানা গ্রামে এক ব্যক্তির পাকা বাড়ি ভেঙে গিয়েছে । পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়াতে সমিতিমানা গ্রামের কয়েকশো পরিবার রিলিফ সেন্টারে যেতে পারেনি । বাড়িতে এক কোমর জল থাকায় খাওয়া দাওয়া ও রান্নাবান্না সবকিছুই বন্ধ রয়েছে । চরম উৎকণ্ঠায় দিন কাটছে এলাকার সাধারণ মানুষদের । তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, সে কারণে এলাকায় নজর রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন ।

  • পশ্চিম বর্ধমান

দুর্গাপুরেও পরিদর্শনে মন্ত্রী: দক্ষিণবঙ্গ-সহ ঝাড়খণ্ডে অতি বৃষ্টির কারণে জলমগ্ন দামোদরের দুর্গাপুর ব্যারেজের নিম্ন অববাহিকার বিস্তীর্ণ এলাকা । বাঁকুড়ার পাশাপাশি এ দিন দুর্গাপুরের জলমগ্ন এলাকাগুলিও পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক । রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি ।

Flood Situation
কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম (নিজস্ব ছবি)

জল ছাড়ার পরিমাণ: বুধবার সকালে দুর্গাপুর ব্যারেজে থেকে জল ছাড়া হয়েছে 2 লক্ষ 57 হাজার কিউসেক । মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমে হয়েছে 1 লক্ষ 70 হাজার কিউসেক ।

  • নদিয়া

জলের তোড়ে ভাঙল অস্থায়ী বাঁশের সাঁকো: নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস ফেরিঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে গেল জলের তোড়ে । বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় বন্ধ যাত্রী পারাপার । সমস্যায় পুণ্যার্থী ও যাত্রীরা । নদিয়ার শিবনিবাসে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ ।

Flood Situation
বাঁকুড়া ও দুর্গাপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী মলয় ঘটক (নিজস্ব ছবি)
  • পূর্ব মেদিনীপুর

নদীর বাঁধ ভেঙে প্লাবিত বহু গ্রাম: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে চাঁপাডালি, জদড়া-সহ একাধিক গ্রাম । এলাকায় ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে । যার জেরে আশ্রয়হীন হয়ে পড়েছে সাধারণ মানুষ । নদীর পাশে থাকা বাড়িগুলো জলের তলায় চলে যাচ্ছে । এমনকী পাঁশকুড়া-তমলুক রাজ্য সড়কের উপর দিয়ে জল বইতে শুরু হয়েছে । প্রশাসনের কোনও আধিকারিক বা কর্মীরা ঘটনাস্থলে আসেননি বলে গ্রামবাসীদের অভিযোগ ৷

Flood Situation
বন্যা বিপর্যস্ত ঘাটাল (নিজস্ব ছবি)
  • পশ্চিম মেদিনীপুর

বন্যায় বিপর্যস্ত ঘাটাল: একধারে যেমন জলের তলায় বাড়িঘর, ঠিক তেমনই পানীয় জলের অভাবে ভুগছে এলাকার মানুষজন । অন্যদিকে বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে দিন কাটাচ্ছে ঘাটালবাসী । এরই সঙ্গে নতুন সংযোজন হল মৃতদেহ সৎকার । এলাকায় শুকনো জমি না-পেয়ে মৃতদেহ অন্য জায়গায় স্থানান্তর করছে এলাকার মানুষজন ৷ ঘটছে ক্ষোভের বহিঃপ্রকাশ ।

Flood Situation
নৌকা করেই চলছে পারাপার (নিজস্ব ছবি)
  • মুর্শিদাবাদ

বন্ধ হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক: কুয়ো নদীর বাঁধ ভাঙার পর প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সোনাভারুই, কয়থা, বৈদনাথপুর, তারাপুর গ্ৰাম । মঙ্গলবারই এই এলাকায় বন্যার গ্ৰাসে পড়ে মৃত্যু হয়েছে এক নাবালিকার । মৃতের পরিবার ও গ্ৰামবাসীরা দেহ রেখে বড়ঞার বিডিওকে ঘিরে ধরে আর্থিক সাহায্যের দাবিতে বিক্ষোভ দেখান । আজ ওই গ্ৰামে সরকারি ত্রাণ বিতরণ করল ব্লক ও পঞ্চায়েত প্রশাসন । পাশাপাশি বড়ঞায় কুয়ো নদীর জল বাড়ায় বন্ধ হল হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক । উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যাতায়াতকারী প্রধান এই রাজ্যে সড়কের উপর বড়ঞা থানার তারাপুর এলাকায় প্রবেশ করেছে বন্যার জল ৷

Flood Situation
নদীর জল বৃদ্ধিতে বন্ধ হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.