পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পুরীর সৈকতে ডোনাল্ড ট্রাম্প, নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা সুদর্শনের - US PRESIDENT DONALD TRUMP

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 11:01 PM IST

বুধবার দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্প ৷ প্রতিপক্ষ ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসে নিজের জায়গা পাকা করেছেন ট্রাম্প ৷ ম্যাজিক ফিগার 270 পেরিয়েছে ট্রাম্পের প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৷ এই উপলক্ষ্যে আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক ৷

পুরীর সমুদ্র সৈকতে আমেরিকার পতাকার উপরে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতি গড়েছেন ৷ তার পাশেই ইংরেজি হরফে লেখা ডোনাল্ড ট্রাম্প ৷ এর নীচে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ এর আগে 2016 সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ এর পরে 2020 সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি ৷ এরপর ফের এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ফিরে এলেন আমেরিকার মসনদে ৷

ABOUT THE AUTHOR

...view details