পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কুমোরটুলিতে চলছে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যশিবির 'অভয়া ক্লিনিক' - Abhaya Clinic Health Camp - ABHAYA CLINIC HEALTH CAMP

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 3:47 PM IST

টেলিমেডিসিনের পর এবার স্বাস্থ্যশিবিরের আয়োজন করলেন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ৷ 'অভয়া ক্লিনিক' নামে এই স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়েছে ৷ রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত স্বাস্থ্যশিবির চালানো হয় ৷ প্রত্যেক রবিবার করে শহরের বিভিন্ন জায়গায় এই স্বাস্থ্যশিবির চলবে ৷ 'অভয়া ক্লিনিক'এর প্রথম দিনের স্বাস্থ্যশিবির বসে কলকাতার কুমোরটুলিতে ৷ আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা রবিবার কুমোরটুলির মৃৎশিল্পী সংস্কৃতি সমিতিতে এই স্বাস্থ্যশিবিরের আয়োজন করেন ৷  

এছাড়াও শহরের মোট সাতটি মেডিক্যাল কলেজে এই স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়েছে ৷ সকাল থেকেই বহু মানুষ আসছেন এই শিবিরে ৷ মানুষজন নাম নথিভূক্ত করে বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের দেখাচ্ছেন ৷ রক্তচাপ, ব্লাড সুগার, ইসিজি-র মতো পরিষেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে ৷ প্রয়োজনে টেস্ট করানো হচ্ছে ৷ প্রেসক্রিপশন অনুযায়ী স্বাস্থ্যশিবির থেকে বিনামূল্যে ওষুধও পাচ্ছেন রোগীরা ৷ পাশাপাশি, এই স্বাস্থ্যশিবির থেকে আরজি করের ঘটনায় ন্যায় বিচার-সহ পাঁচদফা দাবি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷

ABOUT THE AUTHOR

...view details