পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিচার চাইতে পথে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা, দেখুন ভিডিয়ো - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 8:16 PM IST

Kolkata Rape and Murder Incident: রাজ্য তথা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলছে বিচারের দাবি। আরজি করের বিচারের দাবি ৷ সর্বত্রই মূল দোষীদের গ্রেফতার এবং যথাযথ শাস্তির দাবিতে হচ্ছে আন্দোলন। রাস্তায় নেমে প্রতিবাদ করছে সমাজের সকল স্তরের মানুষরা। রবিবার তেমনি রাস্তায় নামলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্ররা। যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার প্রতিবাদেই রাস্তায় নামলেন তাঁরা। বিভিন্ন বয়সি মানুষদের দেখা গেল প্রতিবাদ মিছিলে।

রবিবাসরীয় দুপুরে গোলপার্ক থেকে শুরু করে তাঁদের মিছিল গড়িয়াহাট, রাসবিহারী, ভবানীপুর হয়ে শেষ হয় নন্দনে। এই প্রতিবাদ মিছিলের স্বরূপ তাঁরা সকলেই পরিধান করেন কালো রংয়ের জামা। অধিকাংশের হাতে ছিল শঙ্খ। মিছিলের শঙ্খধ্বনি এবং উলু দিয়ে তারা এই প্রতিবাদ জানান। এক প্রাক্তনী রবীন মুখোপাধ্যায়ের বলেন, "আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার। সারা বিশ্বব্রহ্মাণ্ড ঘোরার পর আমার দেশে আমার প্রিয় শহর কলকাতায় এই ঘটনা মেনে নিতে পারছি না। যারা অন্যায় করেছে তাদের শাস্তি চাই। এখন অন্ধকারের যুগ তাই আমরা কালো জামা পড়েছি।"

প্রসঙ্গত, শনিবার শহর কলকাতায় এই বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছিল বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। দক্ষিণ কলকাতায় প্রায় 27টি স্কুল এবং উত্তর কলকাতার প্রায় 27টি স্কুল দু'টি আলাদা আলাদা মিছিল করে। সেই মিছিলের স্বর ছিল 'জাস্টিস ফর আরজি কর'। তবে শুধুমাত্র প্রাক্তনীরা নয়, বহু স্কুল তাদের পড়ুয়াদের নিয়ে রাস্তায় নেমেছে। 

ABOUT THE AUTHOR

...view details