ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ধমকের পর বাজারে টাস্ক ফোর্স, ধরা পড়ল আলুর দামে হেরফের - POTATO PRICE HIKE

বেআইনি মজুতের অভিযোগ নেই বলে জানালেন রবীন্দ্রনাথ কোলে ৷ দ্রুত দাম কমবে বলে আশ্বাস টাস্ক ফোর্সের ৷

Potato Price Hike
মানিকতলা বাজারে অভিযানে টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 6:07 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: পর্যালোচনা বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণে কড়া অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পরেই কলকাতা শহরের বাজারগুলিতে অভিযান টাস্ক ফোর্সের ৷ শুক্রবার সকালে মানিকতলা বাজার-সহ উত্তর কলকাতার বেশ কয়েকটি বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের সদস্যরা ৷ তখনই ধরা পড়ল আলুর দামে হেরফেরের বিষয়টি ৷

আলু ভিন রাজ্যে পাঠাতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যাতে রাজ্যের বাজারে আলুর যোগান সঠিক থাকে ও দাম কমে । তবে তাঁর নির্দেশের পরেও কীভাবে আলু ভিনরাজ্যে পাঠানো হল, সেই নিয়ে প্রশ্ন তুলে তিনি প্রশাসনিক বৈঠকে ধমক দেন বেচারাম মান্না ও প্রদীপ মজুমদারকে । পাশাপশি টাস্ক ফোর্সের কাজ খতিয়ে দেখতে এবং কেউ দাম বাড়ানোর জন্য কৃত্রিম অভাব সৃষ্টি করে বেআইনি ভাবে মজুত করছেন কি না, সেই দিকেও নজর দিতে বলেন মমতা । এরপরেই মুখ্যসচিবের নির্দেশে আজ নবান্নের তৈরি টাস্ক ফোর্স শহরের বাজারে অভিযান শুরু করে।

স্থায়ী বাজার ও ফুটপাথে আলুর দামে হেরফেরের অভিযোগ ৷ (ইটিভি ভারত)

আর এই অভিযানে দেখা গেল কলকাতার বড়-বড় বাজার অর্থাৎ, স্থায়ী দোকানগুলিতে আলুর দাম এক থেকে দু’টাকা বেশি ৷ আর ফুটপাথে অস্থায়ী দোকানে তার থেকে কম দামে বিক্রি হচ্ছে আলু ৷ আর এ নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ৷

Potato Price Hike
আলুর দাম নিয়ন্ত্রণে আনতে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা টাস্ক ফোর্সের ৷ (নিজস্ব ছবি)

কিন্তু, কেন এই দামে হেরফের ! ব্যবসায়ীদের দাবি, তাঁরা বেশি দামে কিনছেন ৷ আর সেই অনুপাতে এক বা দু’টাকা লাভে আলু বিক্রি করতে হচ্ছে ৷ আর ফুটপাথের ব্যবসায়ীরা কম দামে কিনে, একটা মুনাফায় বিক্রি করছে ৷ ফলে সাধারণ মানুষ ফুটপাথের বাজার থেকেই আলু কিনছে ৷ এর ফলেই দামে হেরফের হচ্ছে ৷

মানিকতলা বাজারের আলু ব্যবসায়ী রামচরণ গোস্বামীর অভিযোগ, "বাজারে পার্কিংয়ের সমস্যা রয়েছে ৷ ফলে সাইকেল, বাইক রেখে লোকজন বাজারের ভিতরে ঢুকতে চায় না ৷ ফলে খরিদ্দারও অনেক কম ৷ তাই আমাদের এক বস্তা আলু দু’দিনে বিক্রি হয় ৷ সেখানে ফুটপাথের দোকানে দিনে চার থেকে পাঁচ বস্তা আলু বিক্রি হয়ে যাচ্ছে ৷ তাই কিলো প্রতি কম মুনাফায় বিক্রি করলেও, লাভ উঠে আসছে ৷"

Potato Price Hike
মানিকতলা বাজারে অভিযান টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের ৷ (নিজস্ব ছবি)

এ নিয়ে রবীন্দ্রনাথ কোলে বলেন, "দামের যে পার্থক্য দেখা যাচ্ছে, সেটা মূলত পাইকারি বাজারে দামের জন্য হচ্ছে ৷ দু-এক টাকার পার্থক্য ৷ আমরা বলেছি এমনটা যাতে না-করেন ওঁরা ৷" উল্লেখ্য, আলু বেআইনিভাবে মজুত হচ্ছে কি না, পর্যালোচনা বৈঠক থেকে তার উপরও নজরদারি চালাতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

এ নিয়ে টাস্ক ফোর্সের তরফে বলা হয়েছে, "বাজার স্বাভাবিক আছে ৷ মুখ্যমন্ত্রী বেআইনি মজুত হচ্ছে কি না দেখতে বলেছেন ৷ আমরা নজর রেখেছি ৷ এখনও পর্যন্ত বেআইনি মজুতের কোনও ঘটনা নজরে আসেনি ৷ পুলিশ প্রশাসনও বাজারগুলিতে নজরদারি চালাচ্ছে ৷"

আলুর দামের পাশাপাশি, পেঁয়াজ ও ডিমের দামও যাচাই করে টাস্ক ফোর্স ৷ মানিকতলা ও শ্রীবাণী বাজারে পেঁয়াজ 45 টাকা কেজি বিক্রি হচ্ছে ৷ তবে, বড়দিনের আগে ডিমের দাম জোড়া 16 টাকা হয়ে গিয়েছিল ৷ নতুন বছরে তা কমে 13 টাকা জোড়া হয়েছে বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা ৷ তবে, মুরগির মাংসের দাম কোথাও-কোথাও কম-বেশি রয়েছে ৷ বেশি দামে বিক্রি করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে ৷ তবে, সবজি বাজারে দাম নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি টাস্ক ফোর্সের ৷

আজকের বাজারদর

জ্যোতি আলু 28 টাকা/কেজি

চন্দ্রমুখী আলু 40 টাকা/কেজি

পেঁয়াজ 45 টাকা/কেজি

আদা 100 টাকা/কেজি

রসুন 400 টাকা/কেজি

গাজর 50-60 টাকা/কেজি

বিনস 60-70 টাকা/কেজি

বাঁধাকপি 30-40 টাকা/কেজি

কড়াইশুঁটি 70-80 টাকা/কেজি

ফুলকপি 1টি 20-30 টাকা

পটল 150 টাকা/কেজি

পেঁয়াজকলি 60 টাকা/কেজি

বেগুন 50-60 টাকা/কেজি

পেঁপে 40 টাকা/কেজি

লাউ একটি 35 টাকা

উচ্ছে 40-50 টাকা/কেজি

পোলট্রি ডিম জোড়া 13 টাকা

হাঁসের ডিম জোড়া 24 টাকা

কলকাতা, 3 জানুয়ারি: পর্যালোচনা বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণে কড়া অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পরেই কলকাতা শহরের বাজারগুলিতে অভিযান টাস্ক ফোর্সের ৷ শুক্রবার সকালে মানিকতলা বাজার-সহ উত্তর কলকাতার বেশ কয়েকটি বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের সদস্যরা ৷ তখনই ধরা পড়ল আলুর দামে হেরফেরের বিষয়টি ৷

আলু ভিন রাজ্যে পাঠাতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যাতে রাজ্যের বাজারে আলুর যোগান সঠিক থাকে ও দাম কমে । তবে তাঁর নির্দেশের পরেও কীভাবে আলু ভিনরাজ্যে পাঠানো হল, সেই নিয়ে প্রশ্ন তুলে তিনি প্রশাসনিক বৈঠকে ধমক দেন বেচারাম মান্না ও প্রদীপ মজুমদারকে । পাশাপশি টাস্ক ফোর্সের কাজ খতিয়ে দেখতে এবং কেউ দাম বাড়ানোর জন্য কৃত্রিম অভাব সৃষ্টি করে বেআইনি ভাবে মজুত করছেন কি না, সেই দিকেও নজর দিতে বলেন মমতা । এরপরেই মুখ্যসচিবের নির্দেশে আজ নবান্নের তৈরি টাস্ক ফোর্স শহরের বাজারে অভিযান শুরু করে।

স্থায়ী বাজার ও ফুটপাথে আলুর দামে হেরফেরের অভিযোগ ৷ (ইটিভি ভারত)

আর এই অভিযানে দেখা গেল কলকাতার বড়-বড় বাজার অর্থাৎ, স্থায়ী দোকানগুলিতে আলুর দাম এক থেকে দু’টাকা বেশি ৷ আর ফুটপাথে অস্থায়ী দোকানে তার থেকে কম দামে বিক্রি হচ্ছে আলু ৷ আর এ নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ৷

Potato Price Hike
আলুর দাম নিয়ন্ত্রণে আনতে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা টাস্ক ফোর্সের ৷ (নিজস্ব ছবি)

কিন্তু, কেন এই দামে হেরফের ! ব্যবসায়ীদের দাবি, তাঁরা বেশি দামে কিনছেন ৷ আর সেই অনুপাতে এক বা দু’টাকা লাভে আলু বিক্রি করতে হচ্ছে ৷ আর ফুটপাথের ব্যবসায়ীরা কম দামে কিনে, একটা মুনাফায় বিক্রি করছে ৷ ফলে সাধারণ মানুষ ফুটপাথের বাজার থেকেই আলু কিনছে ৷ এর ফলেই দামে হেরফের হচ্ছে ৷

মানিকতলা বাজারের আলু ব্যবসায়ী রামচরণ গোস্বামীর অভিযোগ, "বাজারে পার্কিংয়ের সমস্যা রয়েছে ৷ ফলে সাইকেল, বাইক রেখে লোকজন বাজারের ভিতরে ঢুকতে চায় না ৷ ফলে খরিদ্দারও অনেক কম ৷ তাই আমাদের এক বস্তা আলু দু’দিনে বিক্রি হয় ৷ সেখানে ফুটপাথের দোকানে দিনে চার থেকে পাঁচ বস্তা আলু বিক্রি হয়ে যাচ্ছে ৷ তাই কিলো প্রতি কম মুনাফায় বিক্রি করলেও, লাভ উঠে আসছে ৷"

Potato Price Hike
মানিকতলা বাজারে অভিযান টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের ৷ (নিজস্ব ছবি)

এ নিয়ে রবীন্দ্রনাথ কোলে বলেন, "দামের যে পার্থক্য দেখা যাচ্ছে, সেটা মূলত পাইকারি বাজারে দামের জন্য হচ্ছে ৷ দু-এক টাকার পার্থক্য ৷ আমরা বলেছি এমনটা যাতে না-করেন ওঁরা ৷" উল্লেখ্য, আলু বেআইনিভাবে মজুত হচ্ছে কি না, পর্যালোচনা বৈঠক থেকে তার উপরও নজরদারি চালাতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

এ নিয়ে টাস্ক ফোর্সের তরফে বলা হয়েছে, "বাজার স্বাভাবিক আছে ৷ মুখ্যমন্ত্রী বেআইনি মজুত হচ্ছে কি না দেখতে বলেছেন ৷ আমরা নজর রেখেছি ৷ এখনও পর্যন্ত বেআইনি মজুতের কোনও ঘটনা নজরে আসেনি ৷ পুলিশ প্রশাসনও বাজারগুলিতে নজরদারি চালাচ্ছে ৷"

আলুর দামের পাশাপাশি, পেঁয়াজ ও ডিমের দামও যাচাই করে টাস্ক ফোর্স ৷ মানিকতলা ও শ্রীবাণী বাজারে পেঁয়াজ 45 টাকা কেজি বিক্রি হচ্ছে ৷ তবে, বড়দিনের আগে ডিমের দাম জোড়া 16 টাকা হয়ে গিয়েছিল ৷ নতুন বছরে তা কমে 13 টাকা জোড়া হয়েছে বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা ৷ তবে, মুরগির মাংসের দাম কোথাও-কোথাও কম-বেশি রয়েছে ৷ বেশি দামে বিক্রি করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে ৷ তবে, সবজি বাজারে দাম নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি টাস্ক ফোর্সের ৷

আজকের বাজারদর

জ্যোতি আলু 28 টাকা/কেজি

চন্দ্রমুখী আলু 40 টাকা/কেজি

পেঁয়াজ 45 টাকা/কেজি

আদা 100 টাকা/কেজি

রসুন 400 টাকা/কেজি

গাজর 50-60 টাকা/কেজি

বিনস 60-70 টাকা/কেজি

বাঁধাকপি 30-40 টাকা/কেজি

কড়াইশুঁটি 70-80 টাকা/কেজি

ফুলকপি 1টি 20-30 টাকা

পটল 150 টাকা/কেজি

পেঁয়াজকলি 60 টাকা/কেজি

বেগুন 50-60 টাকা/কেজি

পেঁপে 40 টাকা/কেজি

লাউ একটি 35 টাকা

উচ্ছে 40-50 টাকা/কেজি

পোলট্রি ডিম জোড়া 13 টাকা

হাঁসের ডিম জোড়া 24 টাকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.