ETV Bharat / bharat

এনসিসিতে নারী শক্তির জয়জয়কার ! 40 শতাংশ বাড়ল মহিলাদের সংখ্যা - NCC GIRL CADETS

এনসিসি ডিরেক্টর জেনারেল জানান, পর্যায়ক্রমে কর্পসের সম্প্রসারণ করা হবে ৷ তার জন্যে রোডম্যাপ তৈরি হয়ে গিয়েছে ৷

NCC GIRL CADETS
এনসিসিতে নারী শক্তির জয়জয়কার (প্রতীকী ছবি, এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 5:59 PM IST

নয়াদিল্লি, 3 জানুয়ারি: ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)-এ নারী শক্তির জয়জয়কার! ক্য়াডটে 40 শতাংশ বাড়ল নারীর সংখ্যা ৷ শুক্রবার এমনটাই জানা গিয়েছে ৷ সংস্থার তরফে আরও জানা গিয়েছে, আগামী কয়েকবছরে পর্যায়ক্রমে এই সংখ্য়া আরও বাড়ানো হবে ৷

এই নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন এনসিসি-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল গুরবীরপাল সিং ৷ বৈঠকে দিল্লি ক্যান্টনমেন্টে এনসিসি রিপাবলিক ডে ক্যাম্প ও কর্পসের পরবর্তি রোডম্যাপ নিয়ে আলোচনা করেন তিনি ৷ এনসিসি-র এই শীর্ষ আধিকারিক জানান, কর্পসে 20 লক্ষ পর্যন্ত সদস্য নিযুক্ত করা যাবে ৷ বর্তমানে 17 লক্ষ রয়েছে ৷ এদের মধ্যে 40 শতাংশই মহিলা ৷

এদিন এনসিসি-এর অপর এক শীর্ষ আধিকারিক জানান, শেষ 10 বছরে কর্পসে মেয়েদের সংখ্যা কয়েকগুণ বেড়েছে ৷ ধাপে ধাপে এই সংখ্য়া আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ৷ এনসিসি-র তরফে দেশজুড়ে ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি ৷

উল্লেখ্য, গত 30 ডিসেম্বর থেকে দিল্লির ক্যান্টনমেন্টে এনসিসি-র রিপাবলিক ডে ক্যাম্প শুরু হয়েছে ৷ চলবে এক মাস ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2 হাজার 361 জন ক্যাডেট এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন ৷ তাদের মধ্য়ে 917 জন মহিলা ক্যাডেট রয়েছেন ৷ অংশগ্রহণকারী ক্যাডেটদের মধ্যে জম্মু ও কাশ্মীর থেকে এসেছেন 114 জন। দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলি থেকে এসেছে 178 জন ৷ এই ক্যাম্পে 15টি দেশের ক্যাডেটের অংশগ্রহণের কথা রয়েছে ৷

ডিজি বলেন, "এই বছর সকলের মঙ্গল কামনায় সর্ব ধর্ম পুজো দিয়ে ক্যাম্প শুরু করা হয়েছে ৷ এই বছর একটি নয়া প্রতিযোগিতার সংযোজন হয়েছে- ধারণা ও উদ্ভাবন ৷" উল্লেখ্য়, এনসিসি রিপাবলিক ক্যাম্পের প্রধান লক্ষ্য় হল ক্যাডেটদের মধ্য়ে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্ব দেওয়ার গুণগুলিকে জাগ্রত করা ৷ শীর্ষ কর্তাদের মতে, বার্ষিক এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ, সাংস্কৃতিক কার্যকলাপ ও সমাজসেবামূলক উদ্যোগে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এনসিসি ক্যাডেটদের ৷ এর ফলে ক্যাডটদের মধ্য়ে একতার সঞ্চার ঘটে ৷

পড়ুন: মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জায়গা বেছে নিল কেন্দ্র

নয়াদিল্লি, 3 জানুয়ারি: ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)-এ নারী শক্তির জয়জয়কার! ক্য়াডটে 40 শতাংশ বাড়ল নারীর সংখ্যা ৷ শুক্রবার এমনটাই জানা গিয়েছে ৷ সংস্থার তরফে আরও জানা গিয়েছে, আগামী কয়েকবছরে পর্যায়ক্রমে এই সংখ্য়া আরও বাড়ানো হবে ৷

এই নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন এনসিসি-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল গুরবীরপাল সিং ৷ বৈঠকে দিল্লি ক্যান্টনমেন্টে এনসিসি রিপাবলিক ডে ক্যাম্প ও কর্পসের পরবর্তি রোডম্যাপ নিয়ে আলোচনা করেন তিনি ৷ এনসিসি-র এই শীর্ষ আধিকারিক জানান, কর্পসে 20 লক্ষ পর্যন্ত সদস্য নিযুক্ত করা যাবে ৷ বর্তমানে 17 লক্ষ রয়েছে ৷ এদের মধ্যে 40 শতাংশই মহিলা ৷

এদিন এনসিসি-এর অপর এক শীর্ষ আধিকারিক জানান, শেষ 10 বছরে কর্পসে মেয়েদের সংখ্যা কয়েকগুণ বেড়েছে ৷ ধাপে ধাপে এই সংখ্য়া আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ৷ এনসিসি-র তরফে দেশজুড়ে ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি ৷

উল্লেখ্য, গত 30 ডিসেম্বর থেকে দিল্লির ক্যান্টনমেন্টে এনসিসি-র রিপাবলিক ডে ক্যাম্প শুরু হয়েছে ৷ চলবে এক মাস ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2 হাজার 361 জন ক্যাডেট এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন ৷ তাদের মধ্য়ে 917 জন মহিলা ক্যাডেট রয়েছেন ৷ অংশগ্রহণকারী ক্যাডেটদের মধ্যে জম্মু ও কাশ্মীর থেকে এসেছেন 114 জন। দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলি থেকে এসেছে 178 জন ৷ এই ক্যাম্পে 15টি দেশের ক্যাডেটের অংশগ্রহণের কথা রয়েছে ৷

ডিজি বলেন, "এই বছর সকলের মঙ্গল কামনায় সর্ব ধর্ম পুজো দিয়ে ক্যাম্প শুরু করা হয়েছে ৷ এই বছর একটি নয়া প্রতিযোগিতার সংযোজন হয়েছে- ধারণা ও উদ্ভাবন ৷" উল্লেখ্য়, এনসিসি রিপাবলিক ক্যাম্পের প্রধান লক্ষ্য় হল ক্যাডেটদের মধ্য়ে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্ব দেওয়ার গুণগুলিকে জাগ্রত করা ৷ শীর্ষ কর্তাদের মতে, বার্ষিক এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ, সাংস্কৃতিক কার্যকলাপ ও সমাজসেবামূলক উদ্যোগে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এনসিসি ক্যাডেটদের ৷ এর ফলে ক্যাডটদের মধ্য়ে একতার সঞ্চার ঘটে ৷

পড়ুন: মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জায়গা বেছে নিল কেন্দ্র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.