ETV Bharat / state

বাকিরা কবে সাজা পাবে...! সঞ্জয়ের আমৃত্যু যাবজ্জীবনে প্রশ্ন জনসাধারণের - SANJAY ROY

উচ্চ আদালতে লড়াইয়ের বার্তা ৷ কেন শুধু সঞ্জয় রায়, প্রশ্ন সাধারণ মানুষের ৷

SANJAY ROY
বাকিরা কবে সাজা পাবে...! সঞ্জয়ের আমৃত্যু যাবজ্জীবনে প্রশ্ন জনসাধারণের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2025, 9:22 PM IST

কলকাতা ও শিলিগুড়ি, 20 জানুয়ারি: দু’টি ধারায় যাবজ্জীবন এবং একটি ধারায় আমৃত্যু কারাবাস ৷ আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে এমনই সাজা শুনিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস ৷ তবে, এই রায়ে কোথাও যেন লড়াইয়ের সুযোগ থেকে গেল, এমনটাই মনে করছেন অধিকাংশ মানুষ ৷ সঙ্গে এ-ও প্রশ্ন তুলছেন, কেন শুধু সঞ্জয়ই সামনে আসছে, কেন ঘটনার মূলচক্রীরা ধরা পড়ছে না !

এ নিয়ে দমদমের বাসিন্দা শর্মিষ্ঠা বসু বলেন, "যাবজ্জীবন সাজা হয়ে একদিকে ভালোই হল ৷ এবার হাইকোর্টে আমরা আসল অপরাধীদের ধরার জন্য লড়াই করতে পারব ৷ সঞ্জয় রায়কে যদি ফাঁসি দিয়ে দিত, তাহলে তো সব এখানেই শেষ হয়ে যেত ৷ আমরা সেটা একেবারেই চাইনি ৷ আর এই যাবজ্জীবন সাজাটা ওর জন্য কিছুই নয় ৷"

বাকিরা কবে সাজা পাবে...! সঞ্জয়ের আমৃত্যু যাবজ্জীবনে প্রশ্ন জনসাধারণের (ইটিভি ভারত)

শিয়ালদা আদালতের বাইরে ভিড়ের মধ্যেই ছিলেন ঠাকুরপুকুরের বাসিন্দা সুজাতা ঘোষ রায় ৷ তিনি বলেন, "একজনকে সাজা ঘোষণা করা হয়েছে ৷ এর অর্থ একজনই পুরো ঘটনাটি ঘটিয়েছে ৷ আমার প্রশ্ন, ওই চিকিৎসককে তাঁর কর্মক্ষেত্রে ওইভাবে একজন ব্যক্তি ধর্ষণ ও খুন করতে পারে ! আমার মনে হয় না তদন্তকারীরা সেসবে গুরুত্ব দিয়েছে ৷"

রাখাল সরকার নামে এক ব্যক্তির কথায়, "যাবজ্জীবন সাজা আর ফাঁসিটাই তো হয় এসব ঘটনায় ৷ কিন্তু, ফাঁসি দিলে একবারে ও মরে গেল, সব ল্যাটা চুকে গেল ৷ কিন্তু, যাবজ্জীবনে ওকে জেলে আজীবন থাকতে হবে ৷ ওই খাবার খেতে হবে ৷ তিলে-তিলে প্রতিনিয়ত ও সাজা পাবে ৷... এত উন্নত ব্যবস্থা থাকা সত্ত্বেও আর কিছু পাওয়া গেল না ৷ তাহলে কি প্রমাণ লোপাট এমনভাবে হয়ে গিয়েছে যে, আর কিছু সিবিআই পেল না ৷"

শিলিগুড়ির বাসিন্দা বিভাস দাসের বক্তব্য, "যে ঘটনা ঘটেছিল, তা দুঃখের ৷ কিন্তু, সঞ্জয় রায় যে একা কিছু করেনি, আমি তা মনে করি ৷ সঞ্জয় রায় নিজেও বারেবারে বলেছে, ও নিজে কিছু করেনি ৷ ওকে ফাঁসানো হয়েছে ৷ আর যারা ফাঁসিয়েছে, তারা নিজেরা ঠিকই আছে ৷"

শিলিগুড়ির আরেক বাসিন্দা দেবতোষ সান্যালের মতে, "আমার মনে হয় ফাঁসি দিলে ভালো হতো ৷ আদালতের রায়ের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারি না ৷ এটা একটা লোকের কাজ কি, সেটা সবাই বোঝে ৷"

কলকাতা ও শিলিগুড়ি, 20 জানুয়ারি: দু’টি ধারায় যাবজ্জীবন এবং একটি ধারায় আমৃত্যু কারাবাস ৷ আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে এমনই সাজা শুনিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস ৷ তবে, এই রায়ে কোথাও যেন লড়াইয়ের সুযোগ থেকে গেল, এমনটাই মনে করছেন অধিকাংশ মানুষ ৷ সঙ্গে এ-ও প্রশ্ন তুলছেন, কেন শুধু সঞ্জয়ই সামনে আসছে, কেন ঘটনার মূলচক্রীরা ধরা পড়ছে না !

এ নিয়ে দমদমের বাসিন্দা শর্মিষ্ঠা বসু বলেন, "যাবজ্জীবন সাজা হয়ে একদিকে ভালোই হল ৷ এবার হাইকোর্টে আমরা আসল অপরাধীদের ধরার জন্য লড়াই করতে পারব ৷ সঞ্জয় রায়কে যদি ফাঁসি দিয়ে দিত, তাহলে তো সব এখানেই শেষ হয়ে যেত ৷ আমরা সেটা একেবারেই চাইনি ৷ আর এই যাবজ্জীবন সাজাটা ওর জন্য কিছুই নয় ৷"

বাকিরা কবে সাজা পাবে...! সঞ্জয়ের আমৃত্যু যাবজ্জীবনে প্রশ্ন জনসাধারণের (ইটিভি ভারত)

শিয়ালদা আদালতের বাইরে ভিড়ের মধ্যেই ছিলেন ঠাকুরপুকুরের বাসিন্দা সুজাতা ঘোষ রায় ৷ তিনি বলেন, "একজনকে সাজা ঘোষণা করা হয়েছে ৷ এর অর্থ একজনই পুরো ঘটনাটি ঘটিয়েছে ৷ আমার প্রশ্ন, ওই চিকিৎসককে তাঁর কর্মক্ষেত্রে ওইভাবে একজন ব্যক্তি ধর্ষণ ও খুন করতে পারে ! আমার মনে হয় না তদন্তকারীরা সেসবে গুরুত্ব দিয়েছে ৷"

রাখাল সরকার নামে এক ব্যক্তির কথায়, "যাবজ্জীবন সাজা আর ফাঁসিটাই তো হয় এসব ঘটনায় ৷ কিন্তু, ফাঁসি দিলে একবারে ও মরে গেল, সব ল্যাটা চুকে গেল ৷ কিন্তু, যাবজ্জীবনে ওকে জেলে আজীবন থাকতে হবে ৷ ওই খাবার খেতে হবে ৷ তিলে-তিলে প্রতিনিয়ত ও সাজা পাবে ৷... এত উন্নত ব্যবস্থা থাকা সত্ত্বেও আর কিছু পাওয়া গেল না ৷ তাহলে কি প্রমাণ লোপাট এমনভাবে হয়ে গিয়েছে যে, আর কিছু সিবিআই পেল না ৷"

শিলিগুড়ির বাসিন্দা বিভাস দাসের বক্তব্য, "যে ঘটনা ঘটেছিল, তা দুঃখের ৷ কিন্তু, সঞ্জয় রায় যে একা কিছু করেনি, আমি তা মনে করি ৷ সঞ্জয় রায় নিজেও বারেবারে বলেছে, ও নিজে কিছু করেনি ৷ ওকে ফাঁসানো হয়েছে ৷ আর যারা ফাঁসিয়েছে, তারা নিজেরা ঠিকই আছে ৷"

শিলিগুড়ির আরেক বাসিন্দা দেবতোষ সান্যালের মতে, "আমার মনে হয় ফাঁসি দিলে ভালো হতো ৷ আদালতের রায়ের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারি না ৷ এটা একটা লোকের কাজ কি, সেটা সবাই বোঝে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.