ETV Bharat / state

সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাব, সাফ জানালেন মমতা - MAMATA BANERJEE ON RG KAR VERDICT

আরজি কর ধর্ষণ-খুনের মামলায় শিয়ালদা আদালত দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা হয়েছে ৷ এই রায়ে অখুসি মমতা সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে যাওয়ার কথা জানালেন ৷

MAMATA BANERJEE ON RG KAR VERDICT
সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাব, সাফ জানালেন মমতা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2025, 9:37 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস সোমবার সাজা ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন এই রায়ে তিনি খুশ নন ৷ ফাঁসি হলে শান্তি পেতেন তিনি ৷ এর পরই মমতা সাফ জানিয়ে দিলেন, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন তিনি ৷ সর্বোচ্চ সাজার (মৃত্যুদণ্ড) দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি ৷

সোমবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা লেখেন, "আরজি কর জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের মামলায় আজ আদালতের রায় দেখে আমি সত্যিই মর্মাহত, যে এটি বিরল থেকে বিরলতম ঘটনা কী করে নয় ! আমি নিশ্চিত যে, এটি বিরলতম ঘটনা যা মৃত্যুদণ্ডের দাবি করে। এই রায় কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে এটি একটি বিরলতম ঘটনা নয়? আমরা এই সবচেয়ে জঘন্য ও সংবেদনশীল মামলায় মৃত্যুদণ্ড চাইছি।"

এরপরই মমতা সম্প্রতি রাজ্যে কয়েকটি জায়গায় নির্যাতনের ঘটনায় মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে নিম্ন আদালতের কথা প্রসঙ্গ তুলে ধরেন ৷ তিনি লেখেন, "গত 3-4 মাসে, আমরা এই ধরনের অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে সক্ষম হয়েছি। তাহলে এই মামলায় কেন মৃত্যুদণ্ড দেওয়া হল না? আমি দৃঢ়ভাবে মনে করি যে এটি একটি জঘন্য অপরাধ, যার জন্য সর্বোচ্চ সাজা (মৃত্যুদণ্ড) সংবিধানে রয়েছে। আমরা এখন হাইকোর্টে আসামীর (সঞ্জয়) মৃত্যুদণ্ডের আবেদন করব।"

উল্লেখ্য, এদিন নিম্ন আদালতের শাস্তি ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মালদায় দাঁড়িয়ে শিয়ালদা আদালতের সাজা নিয়ে প্রতিক্রিয়া দেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, "44-60 দিনের মধ্যে আমরা ফাঁসির কথা বলে দিয়েছিলাম ৷ ফাঁসির দাবি সবার ছিল, তবে কেন হল না জানি না ৷ বিচারক রায় দিয়েছেন ৷ আমাদের হাতে কেসটা থাকলে আমরা অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিতাম ৷ জানি না কীভাবে কী হয়েছে ৷ সবটা সিবিআই করেছে ৷ ইচ্ছা করে আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে ৷ ফাঁসি হলে আমার মন শান্তি পেত ৷" এবার সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতেই তাঁর সরকার হাইকোর্টে যাচ্ছে বলে ঘোষণা করলেন মমতা।

কলকাতা, 20 জানুয়ারি: শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস সোমবার সাজা ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন এই রায়ে তিনি খুশ নন ৷ ফাঁসি হলে শান্তি পেতেন তিনি ৷ এর পরই মমতা সাফ জানিয়ে দিলেন, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন তিনি ৷ সর্বোচ্চ সাজার (মৃত্যুদণ্ড) দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি ৷

সোমবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা লেখেন, "আরজি কর জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের মামলায় আজ আদালতের রায় দেখে আমি সত্যিই মর্মাহত, যে এটি বিরল থেকে বিরলতম ঘটনা কী করে নয় ! আমি নিশ্চিত যে, এটি বিরলতম ঘটনা যা মৃত্যুদণ্ডের দাবি করে। এই রায় কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে এটি একটি বিরলতম ঘটনা নয়? আমরা এই সবচেয়ে জঘন্য ও সংবেদনশীল মামলায় মৃত্যুদণ্ড চাইছি।"

এরপরই মমতা সম্প্রতি রাজ্যে কয়েকটি জায়গায় নির্যাতনের ঘটনায় মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে নিম্ন আদালতের কথা প্রসঙ্গ তুলে ধরেন ৷ তিনি লেখেন, "গত 3-4 মাসে, আমরা এই ধরনের অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে সক্ষম হয়েছি। তাহলে এই মামলায় কেন মৃত্যুদণ্ড দেওয়া হল না? আমি দৃঢ়ভাবে মনে করি যে এটি একটি জঘন্য অপরাধ, যার জন্য সর্বোচ্চ সাজা (মৃত্যুদণ্ড) সংবিধানে রয়েছে। আমরা এখন হাইকোর্টে আসামীর (সঞ্জয়) মৃত্যুদণ্ডের আবেদন করব।"

উল্লেখ্য, এদিন নিম্ন আদালতের শাস্তি ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মালদায় দাঁড়িয়ে শিয়ালদা আদালতের সাজা নিয়ে প্রতিক্রিয়া দেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, "44-60 দিনের মধ্যে আমরা ফাঁসির কথা বলে দিয়েছিলাম ৷ ফাঁসির দাবি সবার ছিল, তবে কেন হল না জানি না ৷ বিচারক রায় দিয়েছেন ৷ আমাদের হাতে কেসটা থাকলে আমরা অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিতাম ৷ জানি না কীভাবে কী হয়েছে ৷ সবটা সিবিআই করেছে ৷ ইচ্ছা করে আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে ৷ ফাঁসি হলে আমার মন শান্তি পেত ৷" এবার সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতেই তাঁর সরকার হাইকোর্টে যাচ্ছে বলে ঘোষণা করলেন মমতা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.