ETV Bharat / state

তৃণমূলে বিধায়ক বনাম বিধায়ক ! স্বরূপনগরে 'গোষ্ঠীদ্বন্দ্বে' বাড়িতে ঢুকে ভাঙচুর-লুটপাট - TMC FACTIONALISM

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিধায়ক বীণা মণ্ডলের অনুষ্ঠানে উপস্থিত থাকায় হামলা ! অভিযোগ অস্বীকার বিধায়ক নারায়ণ গোস্বামীর অনুগামীদের ৷

TMC FACTIONALISM
তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে স্বরূপনগরে বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 6:16 PM IST

স্বরূপনগর, 3 জানুয়ারি: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া দলের অপর গোষ্ঠীর নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ ৷ বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, লুটপাট ও প্রাণনাশের অভিযোগ উঠেছে ৷ উত্তর 24 পরগনার স্বরূপনগরের ঘটনায় বিধায়ক নারায়ণ গোস্বামীর দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন বিধায়ক বীণা মণ্ডলের অনুগামীরা ৷

স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডলের অনুগামী ও তৃণমূল নেতা উজ্জ্বল মণ্ডলের অভিযোগ, "ঘটনার সময় আমি ও আমার স্ত্রী জেসমিনা কেউই বাড়িতে ছিলাম না ৷ বাড়িতে এসে জানতে পারি বাইকে করে এসে দুষ্কৃতীরা হামলা চালিয়ে গিয়েছে ৷ আমার বৃদ্ধা মাকেও ওরা ছাড়েনি ৷ আমার স্ত্রী পঞ্চায়েতের সদস্য ৷ 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে আমার স্ত্রী দলের পতাকা তোলার কর্মসূচিতে গিয়েছিলেন ৷ সেখানে বিধায়ক বীণা মণ্ডলও ছিলেন ৷ বিধায়কের ওই কর্মসূচিতে যাওয়াটাই আমাদের অপরাধ ৷ নারায়ণ গোস্বামীর লোকজন এই হামলা চালিয়েছে ৷"

স্বরূপনগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অশান্তির অভিযোগ ৷ (ইটিভি ভারত)

এই ঘটনায় অশোকনগরের বিধায়কের অনুগামী হিসেবে পরিচিত তৃণমূল নেতা শেখর দাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন উজ্জ্বল ৷ তাঁর স্ত্রী জেসমিনা মণ্ডল আবার বালতি-নিত্যানন্দকাটি পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ৷ অভিযোগ, উজ্জ্বলের বাড়িতে হামলার পর ওই দুষ্কৃতীরা আরেক পঞ্চায়েত সদস্য মিজানুর রহমান মোল্লা এবং দলের সংখ্যালঘু সেলের নেতা কবির হোসেন মণ্ডলের বাড়িতে চড়াও হয় ৷ সেখানে বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ ও আলমারি খুলে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে ৷

TMC FACTIONALISM
তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বাড়িতে হামলার অভিযোগ স্বরূপনগরে ৷ (নিজস্ব ছবি)

স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে ৷ তার প্রেক্ষিতে পুলিশ মোট 14 জনকে গ্রেফতার করেছে ৷ বাকিদের খোঁজেও তল্লাশি চলছে ৷ যদিও, পালটা চক্রান্তের অভিযোগ তুলেছেন অভিযুক্ত তৃণমূল নেতা শেখর দাস ৷

TMC FACTIONALISM
স্বরূপনগরে বাড়ি লক্ষ্য করে ছোড়া ইটে ভেঙেছে জানলার কাঁচ ৷ (নিজস্ব ছবি)

ইটিভি ভারতকে ফোনে তিনি জানান, "এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই ৷ গতকাল রাতে ওই এলাকায় পিকনিক করছিল কিছু যুবক ৷ শুনলাম, ওঁরাই নাকি মদ‍্যপ অবস্থায় সেখানে গিয়ে হুজ্জতি করেছে ৷ কিছু লোকজন এটা নিয়ে রাজনীতি করতে চাইছে ৷ এটা ঠিক নয় ৷ আমি কীরকম সেটা এলাকায় খোঁজ নিলেই জানতে পারবেন ৷"

উল্লেখ্য, বৃহস্পতিবারই সন্দেশখালির সরবেড়িয়া-আগারহাটি পঞ্চায়েতের তৃণমূল প্রধান যাদবকুমার মণ্ডলের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ সেই ঘটনার পিছনেও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ ৷ এবার স্বরূপনগরে দুই বিধায়কের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ৷

স্বরূপনগর, 3 জানুয়ারি: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া দলের অপর গোষ্ঠীর নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ ৷ বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, লুটপাট ও প্রাণনাশের অভিযোগ উঠেছে ৷ উত্তর 24 পরগনার স্বরূপনগরের ঘটনায় বিধায়ক নারায়ণ গোস্বামীর দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন বিধায়ক বীণা মণ্ডলের অনুগামীরা ৷

স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডলের অনুগামী ও তৃণমূল নেতা উজ্জ্বল মণ্ডলের অভিযোগ, "ঘটনার সময় আমি ও আমার স্ত্রী জেসমিনা কেউই বাড়িতে ছিলাম না ৷ বাড়িতে এসে জানতে পারি বাইকে করে এসে দুষ্কৃতীরা হামলা চালিয়ে গিয়েছে ৷ আমার বৃদ্ধা মাকেও ওরা ছাড়েনি ৷ আমার স্ত্রী পঞ্চায়েতের সদস্য ৷ 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে আমার স্ত্রী দলের পতাকা তোলার কর্মসূচিতে গিয়েছিলেন ৷ সেখানে বিধায়ক বীণা মণ্ডলও ছিলেন ৷ বিধায়কের ওই কর্মসূচিতে যাওয়াটাই আমাদের অপরাধ ৷ নারায়ণ গোস্বামীর লোকজন এই হামলা চালিয়েছে ৷"

স্বরূপনগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অশান্তির অভিযোগ ৷ (ইটিভি ভারত)

এই ঘটনায় অশোকনগরের বিধায়কের অনুগামী হিসেবে পরিচিত তৃণমূল নেতা শেখর দাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন উজ্জ্বল ৷ তাঁর স্ত্রী জেসমিনা মণ্ডল আবার বালতি-নিত্যানন্দকাটি পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ৷ অভিযোগ, উজ্জ্বলের বাড়িতে হামলার পর ওই দুষ্কৃতীরা আরেক পঞ্চায়েত সদস্য মিজানুর রহমান মোল্লা এবং দলের সংখ্যালঘু সেলের নেতা কবির হোসেন মণ্ডলের বাড়িতে চড়াও হয় ৷ সেখানে বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ ও আলমারি খুলে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে ৷

TMC FACTIONALISM
তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বাড়িতে হামলার অভিযোগ স্বরূপনগরে ৷ (নিজস্ব ছবি)

স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে ৷ তার প্রেক্ষিতে পুলিশ মোট 14 জনকে গ্রেফতার করেছে ৷ বাকিদের খোঁজেও তল্লাশি চলছে ৷ যদিও, পালটা চক্রান্তের অভিযোগ তুলেছেন অভিযুক্ত তৃণমূল নেতা শেখর দাস ৷

TMC FACTIONALISM
স্বরূপনগরে বাড়ি লক্ষ্য করে ছোড়া ইটে ভেঙেছে জানলার কাঁচ ৷ (নিজস্ব ছবি)

ইটিভি ভারতকে ফোনে তিনি জানান, "এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই ৷ গতকাল রাতে ওই এলাকায় পিকনিক করছিল কিছু যুবক ৷ শুনলাম, ওঁরাই নাকি মদ‍্যপ অবস্থায় সেখানে গিয়ে হুজ্জতি করেছে ৷ কিছু লোকজন এটা নিয়ে রাজনীতি করতে চাইছে ৷ এটা ঠিক নয় ৷ আমি কীরকম সেটা এলাকায় খোঁজ নিলেই জানতে পারবেন ৷"

উল্লেখ্য, বৃহস্পতিবারই সন্দেশখালির সরবেড়িয়া-আগারহাটি পঞ্চায়েতের তৃণমূল প্রধান যাদবকুমার মণ্ডলের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ সেই ঘটনার পিছনেও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ ৷ এবার স্বরূপনগরে দুই বিধায়কের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.