কলকাতা, 3 জানুয়ারি: নির্দেশের পরও ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে বিস্ফোরণের ঘটনায় 2 জানুয়ারি পুলিশ রিপোর্ট দেয়নি ৷ তাতে শুক্রবার ক্ষোভে ফেটে পড়লেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । রাজ্যের আইনজীবীকে মঙ্গলবার আদালতে ফের হলফনামা আকারে রিপোর্ট দিতে নির্দেশ দিলেন তিনি ।
কো-অপারেটিভ সোসাইটি নির্বাচনে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 2 জানুয়ারি রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিলেন । কিন্তু তিনি বর্তমানে সার্কিট বেঞ্চে থাকায় এই মামলা জরুরি ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে শুনানির আবেদন জানান মামলাকারী ।
আবেদনকারীর দাবি, গত 8 ডিসেম্বর তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি নির্বাচনে যে বিস্ফোরণ হয়েছিল পুলিশ তার তদন্ত করছে । কিন্তু বোমা বিস্ফোরণ হয়েছে তাই এনআইএ তদন্ত হওয়া প্রয়োজন আছে । আর দেরি হলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে । এদিন শুনানিতে মামলাকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, " প্রচুর পরিমাণে বিস্ফোরক ছিল । থানায় যে অভিযোগ দায়ের হয়েছে সেটা সুয়োমোটো । সেখানে বিস্ফোরক উদ্ধার হলেও সঠিক ধারা প্রয়োগ হয়নি । বোমা উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে ।"
এই বিষয়ে রাজ্যের আইনজীবী পালটা বলেন, "গত 8 ডিসেম্বর এই ঘটনা ঘটেছে । এখন কীসের তাডা় ? একটা বিস্ফোরণ হয়েছে কিন্তু কারও আঘাত লাগেনি । আর রেগুলার বেঞ্চের বিচারপতি এখন নেই । ফলে কীসের এত তাড়া এই মামলা শোনার ?" যদিও রাজ্যের আইনজীবীর এই যুক্তিতে বিচারপতি জয় সেনগুপ্ত অত্যন্ত ক্ষুব্ধ হন । বিচারপতি রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায়কে বলেন, "আপনাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল সেটা দিন । রেগুলার বেঞ্চের বিচারপতি নেই তো কী হয়েছে ?"