বড়দিন এবার অন্যরকম, আলো ঝলমলে শ্রীরামপুরে-ব্যান্ডেল-চন্দননগর - CHRISTMAS FESTIVAL
Published : 11 hours ago
বছরের শেষ পর্ব এসে গিয়েছে ৷ শীতের আমেজে নানা শহর সেজে উঠেছে ৷ পার্কস্ট্রিটের আদলে সাজিয়ে তোলা হয়েছে শ্রীরামপুর চার্চকে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের উদ্যোগে হুগলি জেলার 3টি চার্চকে সাজিয়ে তোলা হচ্ছে। বৃহস্পতিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার 14টি চার্চের আগাম বড়দিনের ফেস্টিভ্যাল উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে শ্রীরামপুরে ওলাভ চার্চ, ব্যান্ডেল চার্চ ও চন্দননগর চার্চকে আলো ও ফুল দিয়ে সাজানো হয়। আগামী 21 ডিসেম্বর থেকে সূচনা হবে উৎসবের। চলবে 2 জানুয়ারি পর্যন্ত।
প্রতিদিন থাকবে প্রার্থনা-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা। সেই সঙ্গে শ্রীরামপুর থেকেই প্রমোদ তরী পরিষেবা শুরুর পরিকল্পনা নিয়েছে পর্যটন দফতর। পরিবহন দফতরের উদ্যোগে লঞ্চ দেওয়া হয়েছে। তা চুঁচুড়া, চন্দননগর ও ব্যান্ডেল পর্যন্ত ভ্রমণ করবে। তাতেই চলবে খাওয়া-দাওয়া থেকে বিভিন্ন অনুষ্ঠান।
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "শ্রীরামপুরের এই উৎসবে পরিবহণ দফতর থেকে একটি প্রমোদ তরী দেওয়া হচ্ছে। শ্রীরামপুর থেকে ব্যান্ডেল চার্চ পর্যন্ত চলবে প্রতিদিন। বেচারাম মান্না বলেন, " ধর্ম যাই হোক না কেন উৎসব সবার। সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে।"