কলকাতা, 20 ডিসেম্বর: হঠাৎ করেই শীতের কামড় উধাও ! শীত হারানোর ভয় বঙ্গে ৷ অথচ শীত তার ইনিংসটা শুরু করেছিল আশা জাগিয়ে। অগ্রহায়ণের শেষ থেকে পারদের দ্রুত পতনে মনে হয়েছিল পৌষে শীতবিলাসীদের কাছে সত্যিই 'পৌষ মাস'। কিন্তু গত কয়েকদিন ধরেই বঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
একই সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস ৷ সাগরে ঘনীভূত নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বঙ্গের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে ৷ এই প্রভাবে রাজ্যের বেশিরভাগ জায়গায় শুক্র ও শনিবার আকাশ মেঘলা থাকবে ৷ কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে রবিবার থেকে পারদ পতন ফের শুরু হবে বলছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে বড়দিনের আগে বঙ্গের আবহে ঠান্ডা ফেরার ইঙ্গিত রয়েছে বলে মনে করছে হাওয়া অফিস। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে।
উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে ঘনকুয়াশার সতর্কবার্তা। হালকা থেকে মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই সকালের দিকে থাকবে। আজ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঘনকুয়াশা সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। আগামিকাল ঘনকুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। ঘনকুয়াশার সতর্কতা থাকবে বেশ কিছু জেলাতে। আজ ঘনকুয়াশার সতর্কবার্তা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। আগামিকাল ঘনকুয়াশা সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে।
বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 81 শতাংশ।