পুজো দিয়ে ভোট সারলেন মাদারিহাটের তৃণমূল ও বিজেপি প্রার্থী - ASSEMBLY BYE ELECTIONS 2024
Published : Nov 13, 2024, 12:06 PM IST
Assembly Bye Elections 2024: আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ৷ সকাল সকাল পুজো দিয়ে ভোট সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্পো ও বিজেপি প্রার্থী রাহুল লোহার ৷ মাদারিহাট বীরপাড়া ব্লকের অধীন 14/158 নম্বর বুথের ডিমডিমা টিজি প্রাইমারি স্কুলে বুধবার ভোট দেন তৃণমূল প্রার্থী । পাশাপাশি 14/126 নম্বর বুথে ভোট প্রদান করেন বিজেপি প্রার্থী ।
তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো নিজের জয়ের ব্যাপারে 100 শতাংশ আশাবাদী ৷ তাঁর মতে, এবার ঘাসফুল ফুটবে পাহাড়ের এই আসনে ৷ যদিও মাদারিহাটের আসন ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ কারণ 2016 ও 2021 বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা ৷ 2024 সালে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে জিতে তিনি সাংসদ হওয়ায়, মাদারিহাট বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে ৷
জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী রাহুল লোহার ৷ তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, জেতার জন্য তৃণমূল কংগ্রেস বুথ ক্যাপচার করতে পারে । পাশাপাশি এখনও পর্যন্ত মাদারিহাটে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে বলে দাবি করেন এই বিজেপি প্রার্থী । সব কেন্দ্রে তাঁদের এজেন্ট রয়েছে বলেও তিনি জানান ৷