ETV Bharat / international

'প্রেসিডেন্ট মাস্ক' কটাক্ষের কড়া জবাব দিলেন ট্রাম্প - DONALD TRUMP

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্কের যথেষ্ট প্রভাব রয়েছে ৷ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে কয়েক কোটি টাকা খরচও করেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ৷

Donald Trump-ELON MUSK
ডোনাল্ড ট্রাম্প ও সঙ্গীত শিল্পী কিড রকের সঙ্গে ইলন মাস্ক (এএফপি)
author img

By AFP

Published : Dec 23, 2024, 8:57 AM IST

ওয়াশিংটন, 23 ডিসেম্বর: বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক কী তবে মার্কিন প্রেসিডেন্ট ! দৃঢ়তার সঙ্গে নেতিবাচক উত্তর দিলেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর কথায়, দেশের পরবর্তী প্রেসিডেন্ট তিনিই ৷ অন্য কেউ নন ৷

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টেসলা ও স্পেস এক্স-এর মালিক ইলন মাস্কের প্রভাব কারও অজানা নয় ৷ প্রচার থেকে শুরু করে নির্বাচনের শেষ পর্যন্ত প্রতিটি ধাপে তাঁকে ডোনাল্ড ট্রাম্পের পাশে দেখা গিয়েছে ৷ সম্প্রতি সেই নিয়ে শুরু হয় জল্পনা ৷ বিরোধী শিবির ডেমোক্র্যাটিকদের মধ্যে ট্রাম্পকে 'খোঁচা' দেওয়ার জন্য 'প্রেসিডেন্ট মাস্ক' কথার প্রচলনও রয়েছে যথেষ্ট ৷ এবার সেই সমস্ত জল্পনার জবাব দিলেন ট্রাম্প ৷

অ্যারিজনার ফিনিক্সে আয়োজিত রিপাবলিকান দলের সম্মেলনে বিষয়টি নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প ৷ নাম না-করে মাস্কের প্রসঙ্গে তিনি বলেন, "তিনি কোনও দিন মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না ৷ এই বিষয়ে আমি নিশ্চিত ৷" অবশ্য, এই উক্তির ব্যাখ্যাও দেন ট্রাম্প ৷ তিনি বলেন, "ইলন মাস্ক আমেরিকায় জন্মগ্রহণ করেননি ৷ সুতরাং তাঁর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কোনও প্রশ্নই ওঠে না ৷"

এই মুহূর্তে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের জন্মভূমি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ৷ তবে কর্মসূত্রে তিনি দীর্ঘদিন আমেরিকার বাসিন্দা ৷ কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রধান শর্তই হল, প্রার্থীর জন্ম আমেরিকায় হতে হবে ৷ ফলে, বিদেশি শিকড়ের জন্য 'টেক কোটিপতি' কোনও দিনই সেদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন ৷ কিন্তু, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশের আগেই, মাস্ক-এর প্রভাব কারও চোখ এড়ানোর কথা নয় ৷ আর সেই বিষয়টিকে হাতিয়ার করে ডেমোক্র্যাটিকদের কটাক্ষের মুখে ট্রাম্পকে পড়তে হয়েছে একাধিকবার ৷

পড়ুন: মার্কিন প্রশাসনের শীর্ষে ইলন মাস্ক, বিবেক রামাস্বামী ! জল্পনায় সিলমোহর ট্রাম্পের

ওয়াশিংটন, 23 ডিসেম্বর: বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক কী তবে মার্কিন প্রেসিডেন্ট ! দৃঢ়তার সঙ্গে নেতিবাচক উত্তর দিলেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর কথায়, দেশের পরবর্তী প্রেসিডেন্ট তিনিই ৷ অন্য কেউ নন ৷

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টেসলা ও স্পেস এক্স-এর মালিক ইলন মাস্কের প্রভাব কারও অজানা নয় ৷ প্রচার থেকে শুরু করে নির্বাচনের শেষ পর্যন্ত প্রতিটি ধাপে তাঁকে ডোনাল্ড ট্রাম্পের পাশে দেখা গিয়েছে ৷ সম্প্রতি সেই নিয়ে শুরু হয় জল্পনা ৷ বিরোধী শিবির ডেমোক্র্যাটিকদের মধ্যে ট্রাম্পকে 'খোঁচা' দেওয়ার জন্য 'প্রেসিডেন্ট মাস্ক' কথার প্রচলনও রয়েছে যথেষ্ট ৷ এবার সেই সমস্ত জল্পনার জবাব দিলেন ট্রাম্প ৷

অ্যারিজনার ফিনিক্সে আয়োজিত রিপাবলিকান দলের সম্মেলনে বিষয়টি নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প ৷ নাম না-করে মাস্কের প্রসঙ্গে তিনি বলেন, "তিনি কোনও দিন মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না ৷ এই বিষয়ে আমি নিশ্চিত ৷" অবশ্য, এই উক্তির ব্যাখ্যাও দেন ট্রাম্প ৷ তিনি বলেন, "ইলন মাস্ক আমেরিকায় জন্মগ্রহণ করেননি ৷ সুতরাং তাঁর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কোনও প্রশ্নই ওঠে না ৷"

এই মুহূর্তে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের জন্মভূমি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ৷ তবে কর্মসূত্রে তিনি দীর্ঘদিন আমেরিকার বাসিন্দা ৷ কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রধান শর্তই হল, প্রার্থীর জন্ম আমেরিকায় হতে হবে ৷ ফলে, বিদেশি শিকড়ের জন্য 'টেক কোটিপতি' কোনও দিনই সেদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন ৷ কিন্তু, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশের আগেই, মাস্ক-এর প্রভাব কারও চোখ এড়ানোর কথা নয় ৷ আর সেই বিষয়টিকে হাতিয়ার করে ডেমোক্র্যাটিকদের কটাক্ষের মুখে ট্রাম্পকে পড়তে হয়েছে একাধিকবার ৷

পড়ুন: মার্কিন প্রশাসনের শীর্ষে ইলন মাস্ক, বিবেক রামাস্বামী ! জল্পনায় সিলমোহর ট্রাম্পের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.