কলকাতা, 23 ডিসেম্বর: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম ৷ তবে এর প্রভাবে রাজ্যে শীতের প্রত্যাবর্তন ব্যহত হবে ৷ আবার ঊর্ধ্বমুখী হবে পারদ।
দার্জিলিঙে আজও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তরবঙ্গের পাঁচ জেলা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। গত দু'দিন হালকা বৃষ্টি পেয়েছে রাজ্যের বিভিন্ন জেলা ৷
বড়দিনেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই ৷ পশ্চিমী ঝঞ্ঝা কাঁটা রয়েছে ৷ তবে গভীর নিম্নচাপ সমুদ্রেই ক্রমশ শক্তি হারাবে। খুব ধীরে এটি শক্তি হারাবে এবং অভিমুখ থাকবে পূর্ব ও উত্তর-পূর্ব দিক। ফলে এই রাজ্যের ওপর পরোক্ষ প্রভাব পড়লেও তা ধীরে ধীরে কেটে যাবে ৷ আজ দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন, বেলায় আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 থেকে 17 ডিগ্রির আশেপাশে থাকবে।
দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমছে ৷ দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে ৷ হালকা কুয়াশা ভোরের দিকে বেলা বাড়লে পরিষ্কার আকাশ।
আগামী 24 ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে ৷ বুধবারের মধ্যে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তারপর একই রকম থাকবে তাপমাত্রা আগামী সপ্তাহে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই ৷
উত্তরবঙ্গের দার্জিলিঙের হালকা তুষারপাতের সম্ভাবনা ৷ তুষারপাত হবে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সংলগ্ন এলাকায়।
উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা। আজ ঘন কুয়াশার সতর্কবার্তা 5 জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা জেলাতে। দৃশ্যমানতা কোথাও কোথাও 50 মিটারে নেমে আসতে পারে।
রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 16.8 ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রী বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রী নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন 60 শতাংশ। বৃষ্টিপাত হয়নি।