পুরুলিয়া, 23 ডিসেম্বর: ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়া ৷ বন কর্মীদের 'বাঘবন্দি খেলা' অব্যাহত ৷ শনিবার গভীর রাতে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে ঢুকে পড়েছে সিমলিপাল টাইগার রিজার্ভের বাঘিনী জিনাত ৷ তার খোঁজে রীতিমতো হিমশিম অবস্থা বনকর্মীদের ৷ একাধিক পদক্ষেপ করেও নাগাল পাওয়া যাচ্ছে না বাঘিনীর ৷ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷
15 ডিসেম্বর ওড়িশার টাইগার রিজার্ভ থেকে পালিয়ে যায় 3 বছরের বাঘিনী জিনাত ৷ তার গলারের রেডিয়ো কলারের সঙ্কেত থেকে জানা যায়, সে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানা এলাকার কাঁকড়াঝোড় জঙ্গলে চলে এসেছে ৷ এরপর তাকে খোঁজার কাজ শুরু করেন বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ড রাজ্যের বনদফতরের আধিকারিকরা ৷ কিন্তু, একাধিক পদক্ষেপ নিয়েও জিনাতকে বাগে আনতে পারেননি বনকর্মীরা । অবশেষে সুন্দরবনের বনকর্মীদের ডেকে পাঠানো হয় ৷ লাভ হয়নি তাতেও ৷
শনিবার গভীর রাতে জিপিএস ট্র্যাকারে তার অবস্থান জানতে পারেন বনকর্মীরা ৷ জানা যায়, ঝাড়গ্রামের জঙ্গল ছাড়িয়ে এবার সে পুরুলিয়ায় ঢুকে পড়েছে ৷ সেই তথ্য অনুযায়ী, রবিবার ভোর থেকে পুরুলিয়ার জঙ্গলে তল্লাশি শুরু করেন পুরুলিয়া বনদফতরের কর্মীরা ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিশেষ দল ৷ কিন্তু, শত খোঁজাখুঁজির পরও নাগাল পাওয়া যাচ্ছে না জিনাতের ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার রাইকা জঙ্গলে রয়েছে সে ৷
সূত্রের খবর, স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে জঙ্গলের সেই এলাকায় তল্লাশি শুরু করেন বনকর্মীরা ৷ জঙ্গলে ঘেরা বান্দোয়ানের রাইকা এলাকাতে এক জলাশয়ের পাশে বাঘিনীকে খাঁচা বন্দি করতে পাতা হয় ফাঁদ । তবে রবিবার দিনভর চেষ্টা করেও মহিষ, ছাগলের টোপে পা দেয়নি বাঘিনী ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, জিনাতের খোঁজে তল্লাশি এখনও চলছে ৷ সেই সঙ্গে, মাইকিং করে জঙ্গলের আশেপাশের গ্রামের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে বনদফতরের তরফে ৷