ভোপাল, 9 ফেব্রুয়ারি: আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে শিকলে বেঁধে নির্বাসিত করা অনুচিত ছিল এবং মার্কিন সরকারের উচিত ছিল এই ধরনের আচরণ এড়িয়ে চলা। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে ৷
শনিবার এক সংবাদিক সম্মেলনে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন ৷ এখানে তিনি কেন্দ্রীয় বাজেটের বিস্তারিত বিবরণও ভাগ করে নেন এবং বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে।
চলতি সপ্তাহের শুরুতে আমেরিকা থেকে ভারতে নির্বাসিত অবৈধ অভিবাসীদের সঙ্গে আচরণের বিষয়ে, আঠওয়ালের মত, তাদের শিকল দিয়ে পাঠানো অনুচিত ছিল। 5 ফেব্রুয়ারি 104 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে একটি মার্কিন সামরিক বিমান অমৃতসরে অবতরণ করে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্বাসিত ভারতীয়দের এটিই প্রথম দল। কিছু নির্বাসিত ব্যক্তি দাবি করেন যে, গোটা যাত্রাপথজুড়ে তাদের হাত ও পা শিকলে বাঁধা হয়েছিল এবং অমৃতসরে অবতরণের পরই তাদের শিকল খোলা হয়।
"মার্কিন সরকারের উচিত ছিল এই ধরনের আচরণ এড়িয়ে চলা," রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-এর প্রধান আঠওয়ালে জানান, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর মার্কিন সফরের সময় এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। শুক্রবার ভারত জানিয়েছে যে তারা অবৈধ অভিবাসীদের শিকল দিয়ে নির্বাসন দেওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে এই ধরণের আচরণ এড়ানো যেত।
আঠাওয়ালে বলেন, "প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্য রয়েছে। এই বছরের সাধারণ বাজেটে প্রতিরক্ষা খাতে 6 লক্ষ কোটি টাকারও বেশি এবং রেলের জন্য 2.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।"
কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন যে, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের বিশেষ উপাদান পরিকল্পনার অধীনে, এই বছরের বাজেটে 1.68 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি জানান, কেন্দ্র 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করেছে যা সাধারণ মানুষের জন্য বিরাট স্বস্তি এনে দিয়েছে।