ETV Bharat / state

শেষদিন বইপ্রেমীদের জন্য আরও এক ঘণ্টা খোলা থাকছে বইমেলা - INTERNATIONAL KOLKATA BOOK FAIR

আজই এবারের মতো শেষ ৷ তাই শেষদিনে বইপ্রেমীদের জন্য আরও এক ঘণ্টা খোলা থাকছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ৷

ETV BHARAT
শেষদিন বইপ্রেমীদের জন্য আরও এক ঘণ্টা খোলা থাকছে বইমেলা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2025, 11:44 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: রবিবার শেষ হচ্ছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা । বইপ্রেমীদের কথা মাথায় রেখে শেষদিন আরও এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হল সময় । আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রতিদিন খোলে দুপুর 12টা নাগাদ । বন্ধ হয় রাত আটটা নাগাদ । আটটা বেজে যাওয়ার পর আর কোনও বইপ্রেমী বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন না । কিন্তু রবিবার অর্থাৎ বইমেলার শেষ দিন এক ঘণ্টার জন্য সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হল । অর্থাৎ আজ রাত আটটার বদলে, বইমেলা খোলা থাকছে রাত ন'টা পর্যন্ত ।

সমাপ্তিলগ্নের দোরগোড়ায়, শনিবার ভিড় উপচে পড়ে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় । এদিন প্রায় চার লাখ বইপ্রেমী এসেছিলেন বইমেলা প্রাঙ্গণে । এই বছর এখনও পর্যন্ত প্রায় 23 লাখ বইপ্রেমীর পা পড়েছে বইয়ের এই উৎসবে । গতবারের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম হলেও আশাহত নয় গিল্ড । কারণ, বই বিক্রির পরিমাণ আলো দেখাচ্ছে প্রকাশকদের ।

ETV BHARAT
শনিবার বইপ্রেমীদের ভিড় বইমেলায় (নিজস্ব চিত্র)

গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, "গতবছর আমাদের হাতে প্রায় 6টি ছুটির দিন ছিল । সেখানে এইবারে সেই সংখ্যা কম । তবে রবিবার বহু পাঠক আসবেন বলেই আশা করছি । এই বছর বই বিক্রির পরিমাণ বেশ ভালো ।"

প্রসঙ্গত, বইমেলা চলাকালীনই গত ছয় তারিখ থেকে শুরু হয়েছে সাহিত্য উৎসব । এই উৎসবের শুরুর দিন সমরেশ মজুমদার পুরস্কার তুলে দেওয়া হয় শিল্পী অঞ্জন দত্তের হাতে । একাধিক আলোচনা সভার আয়োজন করা হয় । তার সঙ্গে ছিল বিশেষ সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান । অবশেষে আট তারিখ সৌমেন্দ্র এবং সৌমজিৎয়ের গান দিয়ে শেষ হয় এই সাহিত্য উৎসব । এদিন গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন, "আমাদের 11তম সাহিত্য উৎসব হল । আগামী বছর হবে 12 বছর । অর্থাৎ এক যুগ পূরণ করা হবে ।"

কলকাতা, 9 ফেব্রুয়ারি: রবিবার শেষ হচ্ছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা । বইপ্রেমীদের কথা মাথায় রেখে শেষদিন আরও এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হল সময় । আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রতিদিন খোলে দুপুর 12টা নাগাদ । বন্ধ হয় রাত আটটা নাগাদ । আটটা বেজে যাওয়ার পর আর কোনও বইপ্রেমী বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন না । কিন্তু রবিবার অর্থাৎ বইমেলার শেষ দিন এক ঘণ্টার জন্য সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হল । অর্থাৎ আজ রাত আটটার বদলে, বইমেলা খোলা থাকছে রাত ন'টা পর্যন্ত ।

সমাপ্তিলগ্নের দোরগোড়ায়, শনিবার ভিড় উপচে পড়ে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় । এদিন প্রায় চার লাখ বইপ্রেমী এসেছিলেন বইমেলা প্রাঙ্গণে । এই বছর এখনও পর্যন্ত প্রায় 23 লাখ বইপ্রেমীর পা পড়েছে বইয়ের এই উৎসবে । গতবারের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম হলেও আশাহত নয় গিল্ড । কারণ, বই বিক্রির পরিমাণ আলো দেখাচ্ছে প্রকাশকদের ।

ETV BHARAT
শনিবার বইপ্রেমীদের ভিড় বইমেলায় (নিজস্ব চিত্র)

গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, "গতবছর আমাদের হাতে প্রায় 6টি ছুটির দিন ছিল । সেখানে এইবারে সেই সংখ্যা কম । তবে রবিবার বহু পাঠক আসবেন বলেই আশা করছি । এই বছর বই বিক্রির পরিমাণ বেশ ভালো ।"

প্রসঙ্গত, বইমেলা চলাকালীনই গত ছয় তারিখ থেকে শুরু হয়েছে সাহিত্য উৎসব । এই উৎসবের শুরুর দিন সমরেশ মজুমদার পুরস্কার তুলে দেওয়া হয় শিল্পী অঞ্জন দত্তের হাতে । একাধিক আলোচনা সভার আয়োজন করা হয় । তার সঙ্গে ছিল বিশেষ সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান । অবশেষে আট তারিখ সৌমেন্দ্র এবং সৌমজিৎয়ের গান দিয়ে শেষ হয় এই সাহিত্য উৎসব । এদিন গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন, "আমাদের 11তম সাহিত্য উৎসব হল । আগামী বছর হবে 12 বছর । অর্থাৎ এক যুগ পূরণ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.