ETV Bharat / bharat

প্রেসিডেন্ট ট্রাম্পকে বলার সাহস পাবেন মোদি ? একগুচ্ছ প্রশ্নে 'খোঁচা' কংগ্রেসের - PM MODI US VISIT

ভারতীয় সময় শুক্রবার ভোররাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক হবে ৷ তার আগে প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ প্রশ্ন রাখলেন কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ ৷

Congress asks PM Modi of if would courage to question President Trump
প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ নিয়ে কংগ্রেসের একগুচ্ছ প্রশ্ন (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Feb 13, 2025, 5:01 PM IST

Updated : Feb 13, 2025, 5:40 PM IST

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: হাত-পা বেঁধে আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন ৷ তাঁর সঙ্গে দেখা হলে এই দুর্ব্যবহারের কথা বলার সাহস হবে প্রধানমন্ত্রীর ? তিনি এখন আমেরিকা সফরে ৷ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তখন এই প্রসঙ্গ উত্থাপন করতে পারবেন তো তিনি ? প্রশ্ন তুলল কংগ্রেস ৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠকের আগে এমন একগুচ্ছ প্রশ্ন করলেন কংগ্রেসে সাধারণ সম্পাদক এবং মিডিয়া ইন-চার্জ জয়রাম রমেশ ৷ প্রধানমন্ত্রী মোদির কাছে তাঁর দ্বিতীয় প্রশ্ন, ভেনেজুয়েলা এবং কলোম্বিয়া তাদের অভিবাসীদের ফিরিয়ে আনতে আমেরিকায় বিমান পাঠিয়েছিল ৷ ভবিষ্যতে আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের ফেরত আনতে ভারতও বিমান পাঠাতে পারে ৷ প্রধানমন্ত্রী মোদি কি আমেরিকার প্রেসিডেন্টের কাছে এই প্রস্তাব পেশ করতে পারবেন ?

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "ভারতীয় সময় 14 ফেব্রুয়ারি ভোর 2টো 30 মিনিটে প্রধানমন্ত্রী মোদি তাঁর 'ভালো বন্ধু' প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রথমে আলিঙ্গন করবেন এবং তারপর তাঁর সঙ্গে বৈঠক করবেন ৷ আমেরিকা থেকে কয়েকটি কৃষিজাত পণ্য ভারতে আমদানির ক্ষেত্রে এবং ট্রাম্পের প্রিয় হারলে-ডেভিডসন মোটরসাইকেল মার্কিন মুলুক থেকে ভারতে আনার আমদানি কর কমিয়েছে ভারত সরকার ৷ এভাবে ভারত ইতিমধ্যে আমেরিকার তোষামোদ করেছে ৷"

বর্ষীয়ান কংগ্রেস নেতা উল্লেখ করেন, সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজেস অ্যাক্ট, 2010 সংশোধন করার দাবি জানিয়ে আসছে আমেরিকার কোম্পানিগুলি ৷ এই সংশোধনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ৷ এখানে রমেশ লেখেন, কোনও সন্দেহ নেই যে চুক্তিতে স্বাক্ষর হবে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে অধিগ্রহণের চুক্তিও হবে ৷

প্যালেস্তাইন প্রসঙ্গে তাঁর প্রশ্ন, "ভারত দীর্ঘদিন ধরে প্যালেস্তাইনের পক্ষে মত দিয়ে আসছে ৷ প্রধানমন্ত্রী মোদি সেই কথা কি ফের বলবেন ট্রাম্পকে ? প্রেসিডেন্ট ট্রাম্প গাজা নিয়ে যে উদ্ভট চিন্তাভাবনার করছেন, তার বিরোধিতা করতে পারবেন প্রধানমন্ত্রী ?"

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চুক্তি থেকে আমেরিকার নাম প্রত্যাহার করে নেন ৷ কংগ্রেস নেতার প্রশ্ন, "আমেরিকার জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে প্রত্যাহার করেছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আমেরিকাকে ৷ তাদের নেতৃত্ব এবং দায়িত্বের বিষয়টিও কি প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসা করতে পারবেন প্রধানমন্ত্রী মোদি ?"

আমেরিকায় বসবাসকারী এইচ1বি ভিসার অভিবাসীদের অধিকাংশই সেখানে বৈষম্যের শিকার হন ৷ তাঁদের মধ্যে 70 শতাংশ ভারতীয় তরুণ-তরুণী ৷ এটা কি গ্রহণযোগ্য ? এইচ1বি ভিসা রয়েছে এমন ব্যক্তিরা দুই দেশকেই উপকৃত করে ৷ রমেশ আশা করেন, আগামী দিনেও এমনটা চলতে থাকবে ৷ এই পরিস্থিতি কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে উত্থাপন করতে পারবেন ?

এই সফরেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বিশ্বের ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ এই বিষয়েও জয়রাম রমেশ দু'টি প্রশ্ন করেছেন, "মোদি ইলন মাস্কের সঙ্গে অবশ্যই দেখা করবেন, এতে কোনও সন্দেহ নেই ৷ মোদি কি তাঁকে পরিষ্কার বলতে পারবেন যে, ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজার থাকলে, এখানে কি টেসলা শুধুমাত্র যন্ত্রাংশ জুড়ে গাড়ি না বানিয়ে, গাড়ি তৈরির সামগ্রিক উৎপাদনটাই করবে ?"

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: হাত-পা বেঁধে আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন ৷ তাঁর সঙ্গে দেখা হলে এই দুর্ব্যবহারের কথা বলার সাহস হবে প্রধানমন্ত্রীর ? তিনি এখন আমেরিকা সফরে ৷ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তখন এই প্রসঙ্গ উত্থাপন করতে পারবেন তো তিনি ? প্রশ্ন তুলল কংগ্রেস ৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠকের আগে এমন একগুচ্ছ প্রশ্ন করলেন কংগ্রেসে সাধারণ সম্পাদক এবং মিডিয়া ইন-চার্জ জয়রাম রমেশ ৷ প্রধানমন্ত্রী মোদির কাছে তাঁর দ্বিতীয় প্রশ্ন, ভেনেজুয়েলা এবং কলোম্বিয়া তাদের অভিবাসীদের ফিরিয়ে আনতে আমেরিকায় বিমান পাঠিয়েছিল ৷ ভবিষ্যতে আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের ফেরত আনতে ভারতও বিমান পাঠাতে পারে ৷ প্রধানমন্ত্রী মোদি কি আমেরিকার প্রেসিডেন্টের কাছে এই প্রস্তাব পেশ করতে পারবেন ?

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "ভারতীয় সময় 14 ফেব্রুয়ারি ভোর 2টো 30 মিনিটে প্রধানমন্ত্রী মোদি তাঁর 'ভালো বন্ধু' প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রথমে আলিঙ্গন করবেন এবং তারপর তাঁর সঙ্গে বৈঠক করবেন ৷ আমেরিকা থেকে কয়েকটি কৃষিজাত পণ্য ভারতে আমদানির ক্ষেত্রে এবং ট্রাম্পের প্রিয় হারলে-ডেভিডসন মোটরসাইকেল মার্কিন মুলুক থেকে ভারতে আনার আমদানি কর কমিয়েছে ভারত সরকার ৷ এভাবে ভারত ইতিমধ্যে আমেরিকার তোষামোদ করেছে ৷"

বর্ষীয়ান কংগ্রেস নেতা উল্লেখ করেন, সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজেস অ্যাক্ট, 2010 সংশোধন করার দাবি জানিয়ে আসছে আমেরিকার কোম্পানিগুলি ৷ এই সংশোধনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ৷ এখানে রমেশ লেখেন, কোনও সন্দেহ নেই যে চুক্তিতে স্বাক্ষর হবে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে অধিগ্রহণের চুক্তিও হবে ৷

প্যালেস্তাইন প্রসঙ্গে তাঁর প্রশ্ন, "ভারত দীর্ঘদিন ধরে প্যালেস্তাইনের পক্ষে মত দিয়ে আসছে ৷ প্রধানমন্ত্রী মোদি সেই কথা কি ফের বলবেন ট্রাম্পকে ? প্রেসিডেন্ট ট্রাম্প গাজা নিয়ে যে উদ্ভট চিন্তাভাবনার করছেন, তার বিরোধিতা করতে পারবেন প্রধানমন্ত্রী ?"

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চুক্তি থেকে আমেরিকার নাম প্রত্যাহার করে নেন ৷ কংগ্রেস নেতার প্রশ্ন, "আমেরিকার জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে প্রত্যাহার করেছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আমেরিকাকে ৷ তাদের নেতৃত্ব এবং দায়িত্বের বিষয়টিও কি প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসা করতে পারবেন প্রধানমন্ত্রী মোদি ?"

আমেরিকায় বসবাসকারী এইচ1বি ভিসার অভিবাসীদের অধিকাংশই সেখানে বৈষম্যের শিকার হন ৷ তাঁদের মধ্যে 70 শতাংশ ভারতীয় তরুণ-তরুণী ৷ এটা কি গ্রহণযোগ্য ? এইচ1বি ভিসা রয়েছে এমন ব্যক্তিরা দুই দেশকেই উপকৃত করে ৷ রমেশ আশা করেন, আগামী দিনেও এমনটা চলতে থাকবে ৷ এই পরিস্থিতি কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে উত্থাপন করতে পারবেন ?

এই সফরেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বিশ্বের ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ এই বিষয়েও জয়রাম রমেশ দু'টি প্রশ্ন করেছেন, "মোদি ইলন মাস্কের সঙ্গে অবশ্যই দেখা করবেন, এতে কোনও সন্দেহ নেই ৷ মোদি কি তাঁকে পরিষ্কার বলতে পারবেন যে, ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজার থাকলে, এখানে কি টেসলা শুধুমাত্র যন্ত্রাংশ জুড়ে গাড়ি না বানিয়ে, গাড়ি তৈরির সামগ্রিক উৎপাদনটাই করবে ?"

Last Updated : Feb 13, 2025, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.