ETV Bharat / technology

অনলাইনে ভালোবাসার ফাঁদ! কীভাবে এড়াবেন টিপস দিল মেটা - WHAT IS ROMANCE SCAMS

ভ্যালেস্টাইন্স ডে-কে সামনে রেখে প্রতারণার নতুন ধরণ রোম্যান্স স্ক্যাম ৷ কিভাবে এড়িয়ে যাবেন এই স্ক্যাম টিপস দিল মেটা ৷

Valentine s Day
প্রতীকী ছবি (ছবি ETV BHARAT VIA COPILOT DESIGNER)
author img

By ETV Bharat Tech Team

Published : Feb 13, 2025, 4:48 PM IST

হায়দরাবাদ: প্রযুক্তির অত্যাধুনিকতা প্রতিনিয়ত যেমন নতুন কিছুর সন্ধান দিচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতদের সংখ্যা ৷ ডিপফেক থেকে অনলাইন ডেটিং অ্যাপের রমরমা বাড়ছে ৷ এই সমস্ত অনলাইন স্ক্যামের ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত হচ্ছেন অনেকে ৷ শুধুমাত্র টাকা আত্মসাৎ নয়, রোমান্স স্ক্যামের রমরমা চারিদিকে ৷

নিশ্চয় ভাবছেন রোম্যান্স স্ক্যাম আবার কি ? ভালোবাসার মরশুমে শিকারকে ফাঁদে ফেলতে জাল বিছিয়ে রেখেছে সাইবার জালিয়াতরা ৷ 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন্স সপ্তাহ পালিত হয়। 14 ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে । রোম্যান্স স্ক্যামাররা সাধারণত এই সময়েই তাদের জাল বিছিয়ে রাখে শিকারকে ধরতে ৷ এই ক্ষেত্রে শিকারকে ফাঁদে ফেলতে মেটা মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ-কে বেছে নেয় ৷ ভালোবাসা দিবসে প্রেমের কেলেঙ্কারি থেকে বাঁচতে সচেতনতার টিপস দিল মেটা ৷

নিরাপদে ইন্টারনেট ব্যবহারের চাবিকাঠি আছে আপনার হাতে !

তার আগে জেনে নেওয়া যাক প্রেম কেলেঙ্কারি কী?

প্রেমের কেলেঙ্কারি বা রোম্য়ান্স স্ক্যামের ক্ষেত্রে সাইবার অপরাধীরা প্রথমে ভুয়ো প্রোফাইল তৈরি করে ৷ তারপর সেখান থেকে শিকারকে মেসেজ পাঠায় ৷ রোম্য়ান্টিক কথা বলে শিকারকে ফাঁদে ফেলার চেষ্টা করে ৷ কখনও কখনও প্রেমে পড়ার ভান করেন প্রতারকরা। প্রতারকরা নিজেদের এমনভাবে উপস্থিত করে যাতে অপর প্রান্তে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির সবকিছু বাস্তব বলে মনে হয়। এভাবেই তারা আস্থা অর্জন করে শিকারকে লুট করে ৷ প্রতারকরা ধীরে ধীরে বিষয়টিকে এগিয়ে নিয়ে যায় এবং মানুষের আস্থা অর্জন করে।

প্রেম কেলেঙ্কারির ফাঁদে পা দেওয়া শিকারকে প্রতারকরা অনলাইনে আপত্তিকর ছবি ও ভিডিয়ে রেকর্ড করে তারপর সেগুলোকে ব্ল্যাকমেইল করে এবং তাদের কাছ থেকে টাকা আদায় করে। সেই কারণেই এই কেলেঙ্কারিকে বলা হয় রোম্যান্স কেলেঙ্কারি ৷ প্রেম বা প্রেমের ভান করে প্রতারণা করা হয়।

প্রেম কেলেঙ্কারি কীভাবে চিহ্নিত করবেন

  • প্রতারকরা নিজেদের জাহির করে এবং ভালোবাসার ভান করতে শুরু করবেন । আস্থা অর্জন করে তারপর শিকারের কাছ থেকে উপহার দাবি করতে পারে ৷ টাকাও চাইতে পারে । স্ক্যামাররা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জারের মাধ্যমে করতে পারে ৷
  • কখনও কখনও প্রতারকরা সেলিব্রিটির ডিপফেক ব্যবহার করে শিকারকে ফাঁদে ফেলতে পারে ৷
  • ভ্য়ালেন্টাইন্স ডে-র আগে অবিবাহিত ব্যক্তি নিজেদের জন্য সঙ্গী খুঁজে বের করার চেষ্টা করেন। এর জন্য, ডেটিং সাইটের যোগাযোগ করেন ৷ ভুয়ো ডেটিং সাইটের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা গুণগার দিতে হয় ৷

মেটার সচেতনতা

মেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু ভুয়ো প্রোফাইল ইতিমধ্যেই সরিয়ে ফেলেছে ৷ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে জাল অ্যাকাউন্ট শনাক্ত করা শুরু করেছে । মেটা অনেক দেশে সচেতনতা বৃদ্ধির জন্য অনেক পাবলিক সেলিব্রিটি, এনজিও এবং সোশ্যাল মিডিয়া নির্মাতাদের সঙ্গেও কাজ করছে।

কি মাথায় রাখবেন

নিরাপত্তা বিজ্ঞপ্তি: ফেসবুক মেসেঞ্জারে অজানা বা সন্দেহজনক অ্যাকাউন্টের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকতে হবে । সতর্কতা জনক মেসেজও পেতে পারেন ৷

হোয়াটসঅ্যাপ: মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম, স্ক্যামারদের এড়াতে অজানা কল ও মেসেজ মিউট করে রাখতে পারেন ৷

সাবধানতা অবলম্বন: প্রতারকরা টাকা চাওয়ার জন্য একাধিক অজুহাত দেয় ৷ উদাহরণস্বরূপ, প্রেম কেলেঙ্কারিতে, প্রতারকরা রোম্যান্টিক উপহার বা ফোন কল ইত্যাদি ব্যবহার করে।

স্মার্ট ডিটেকশন: মেটা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্ক্যামারদের প্রোফাইল শনাক্ত করতে বেশ কয়েকটি প্রযুক্তিগত জালিাতির পন্থা অবলম্বন করেছে ৷

প্রেমের কেলেঙ্কারি কীভাবে এড়ানো যায় ?

  • প্রথমত, কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে সংযোগ স্থাপন করবেন না । এমনকি যদি প্রোফাইলটি পরিচিত কোনও ব্যাক্তি বা কোনও সেলিব্রিটির মতো দেখতে হলেও সঠিক ব্যক্তির প্রোফাইল কিনা যাচাই করা দরবার ৷
  • পাশাপাশি, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ-সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিরাপত্তা বাড়ানো দরকার
  • ভ্যালেন্টাইন্স দিবসে ভুয়ো কার্যকলাপের ফাঁদে পা দেবেন না। যদি কেউ এর নামে টাকা চায়, তাহলে খুব সতর্ক থাকতে হবে
  • জালিয়াতি সন্দেহ হলে, আপনি অবিলম্বে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করা উচিত ৷ সাইবার ক্রাইম পোর্টাল বা সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ করা উচিত।

নতুন iPhone SE 4-এ রয়েছে A18 চিপসেট ও অ্যাপল ইন্টেলিজেন্স

হায়দরাবাদ: প্রযুক্তির অত্যাধুনিকতা প্রতিনিয়ত যেমন নতুন কিছুর সন্ধান দিচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতদের সংখ্যা ৷ ডিপফেক থেকে অনলাইন ডেটিং অ্যাপের রমরমা বাড়ছে ৷ এই সমস্ত অনলাইন স্ক্যামের ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত হচ্ছেন অনেকে ৷ শুধুমাত্র টাকা আত্মসাৎ নয়, রোমান্স স্ক্যামের রমরমা চারিদিকে ৷

নিশ্চয় ভাবছেন রোম্যান্স স্ক্যাম আবার কি ? ভালোবাসার মরশুমে শিকারকে ফাঁদে ফেলতে জাল বিছিয়ে রেখেছে সাইবার জালিয়াতরা ৷ 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন্স সপ্তাহ পালিত হয়। 14 ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে । রোম্যান্স স্ক্যামাররা সাধারণত এই সময়েই তাদের জাল বিছিয়ে রাখে শিকারকে ধরতে ৷ এই ক্ষেত্রে শিকারকে ফাঁদে ফেলতে মেটা মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ-কে বেছে নেয় ৷ ভালোবাসা দিবসে প্রেমের কেলেঙ্কারি থেকে বাঁচতে সচেতনতার টিপস দিল মেটা ৷

নিরাপদে ইন্টারনেট ব্যবহারের চাবিকাঠি আছে আপনার হাতে !

তার আগে জেনে নেওয়া যাক প্রেম কেলেঙ্কারি কী?

প্রেমের কেলেঙ্কারি বা রোম্য়ান্স স্ক্যামের ক্ষেত্রে সাইবার অপরাধীরা প্রথমে ভুয়ো প্রোফাইল তৈরি করে ৷ তারপর সেখান থেকে শিকারকে মেসেজ পাঠায় ৷ রোম্য়ান্টিক কথা বলে শিকারকে ফাঁদে ফেলার চেষ্টা করে ৷ কখনও কখনও প্রেমে পড়ার ভান করেন প্রতারকরা। প্রতারকরা নিজেদের এমনভাবে উপস্থিত করে যাতে অপর প্রান্তে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির সবকিছু বাস্তব বলে মনে হয়। এভাবেই তারা আস্থা অর্জন করে শিকারকে লুট করে ৷ প্রতারকরা ধীরে ধীরে বিষয়টিকে এগিয়ে নিয়ে যায় এবং মানুষের আস্থা অর্জন করে।

প্রেম কেলেঙ্কারির ফাঁদে পা দেওয়া শিকারকে প্রতারকরা অনলাইনে আপত্তিকর ছবি ও ভিডিয়ে রেকর্ড করে তারপর সেগুলোকে ব্ল্যাকমেইল করে এবং তাদের কাছ থেকে টাকা আদায় করে। সেই কারণেই এই কেলেঙ্কারিকে বলা হয় রোম্যান্স কেলেঙ্কারি ৷ প্রেম বা প্রেমের ভান করে প্রতারণা করা হয়।

প্রেম কেলেঙ্কারি কীভাবে চিহ্নিত করবেন

  • প্রতারকরা নিজেদের জাহির করে এবং ভালোবাসার ভান করতে শুরু করবেন । আস্থা অর্জন করে তারপর শিকারের কাছ থেকে উপহার দাবি করতে পারে ৷ টাকাও চাইতে পারে । স্ক্যামাররা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জারের মাধ্যমে করতে পারে ৷
  • কখনও কখনও প্রতারকরা সেলিব্রিটির ডিপফেক ব্যবহার করে শিকারকে ফাঁদে ফেলতে পারে ৷
  • ভ্য়ালেন্টাইন্স ডে-র আগে অবিবাহিত ব্যক্তি নিজেদের জন্য সঙ্গী খুঁজে বের করার চেষ্টা করেন। এর জন্য, ডেটিং সাইটের যোগাযোগ করেন ৷ ভুয়ো ডেটিং সাইটের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা গুণগার দিতে হয় ৷

মেটার সচেতনতা

মেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু ভুয়ো প্রোফাইল ইতিমধ্যেই সরিয়ে ফেলেছে ৷ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে জাল অ্যাকাউন্ট শনাক্ত করা শুরু করেছে । মেটা অনেক দেশে সচেতনতা বৃদ্ধির জন্য অনেক পাবলিক সেলিব্রিটি, এনজিও এবং সোশ্যাল মিডিয়া নির্মাতাদের সঙ্গেও কাজ করছে।

কি মাথায় রাখবেন

নিরাপত্তা বিজ্ঞপ্তি: ফেসবুক মেসেঞ্জারে অজানা বা সন্দেহজনক অ্যাকাউন্টের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকতে হবে । সতর্কতা জনক মেসেজও পেতে পারেন ৷

হোয়াটসঅ্যাপ: মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম, স্ক্যামারদের এড়াতে অজানা কল ও মেসেজ মিউট করে রাখতে পারেন ৷

সাবধানতা অবলম্বন: প্রতারকরা টাকা চাওয়ার জন্য একাধিক অজুহাত দেয় ৷ উদাহরণস্বরূপ, প্রেম কেলেঙ্কারিতে, প্রতারকরা রোম্যান্টিক উপহার বা ফোন কল ইত্যাদি ব্যবহার করে।

স্মার্ট ডিটেকশন: মেটা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্ক্যামারদের প্রোফাইল শনাক্ত করতে বেশ কয়েকটি প্রযুক্তিগত জালিাতির পন্থা অবলম্বন করেছে ৷

প্রেমের কেলেঙ্কারি কীভাবে এড়ানো যায় ?

  • প্রথমত, কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে সংযোগ স্থাপন করবেন না । এমনকি যদি প্রোফাইলটি পরিচিত কোনও ব্যাক্তি বা কোনও সেলিব্রিটির মতো দেখতে হলেও সঠিক ব্যক্তির প্রোফাইল কিনা যাচাই করা দরবার ৷
  • পাশাপাশি, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ-সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিরাপত্তা বাড়ানো দরকার
  • ভ্যালেন্টাইন্স দিবসে ভুয়ো কার্যকলাপের ফাঁদে পা দেবেন না। যদি কেউ এর নামে টাকা চায়, তাহলে খুব সতর্ক থাকতে হবে
  • জালিয়াতি সন্দেহ হলে, আপনি অবিলম্বে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করা উচিত ৷ সাইবার ক্রাইম পোর্টাল বা সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ করা উচিত।

নতুন iPhone SE 4-এ রয়েছে A18 চিপসেট ও অ্যাপল ইন্টেলিজেন্স

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.