ETV Bharat / state

অমিতাভ মালিক হত্যা মামলায় গ্রেফতার এক, নিম্ন আদালতে আত্মসমর্পণ বিমল গুরুংয়ের - AMITABHA MALIK MURDER CASE

অমিতাভ মালিক হত্যা মামলায় সাত বছর গা ঢাকা দেওয়ার পর গ্রেফতার এক অভিযুক্ত ৷ পাশাপাশি একই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ বিমল গুরুংয়ের ৷

Amitabha Malik murder case
অমিতাভ মালিক হত্যা মামলায় গ্রেফতার এক অভিযুক্ত (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2025, 7:16 PM IST

দার্জিলিং, 15 ফেব্রুয়ারি: অমিতাভ মালিক খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম আয়ুস রাই । তিনি দার্জিলিংয়েরই বাসিন্দা । ওই খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই গা ঢাকা দিয়েছিলেন আয়ুস । এরপর শনিবার তাঁকে গ্রেফতার করে দার্জিলিং সদর আদালতে তোলা হয় । যেখানে তিনি জামিনের আবেদন করেন । কিন্তু বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান ।

এই বিষয়ে দার্জিলিং আদালতের অতিরিক্ত সরকারি আইনজীবী পঙ্কজ প্রসাদ বলেন, "আয়ুস রাইয়ের বিরুদ্ধে অমিতাভ মালিককে খুন করার অভিযোগ ছিল । তার বিরুদ্ধে চার্জশিট ফাইল হতেই সে গা ঢাকা দেয় । আজ তাকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন ।"

Amitabha Malik murder case
নিম্ন আদালতে আত্মসমর্পণ বিমল গুরুংয়ের (নিজস্ব ছবি)

অন্যদিকে, এদিনই গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুংও ওই একই মামলায় আত্মসমর্পণ করেছেন । তিনি ওই মামলায় 30 জানুয়ারি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন । তা মঞ্জুর করেছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ । তাঁকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন । সেই মতো এদিন তিনি আত্মসমর্পণ করেন ও তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারক ।

প্রসঙ্গত, 2017 সালে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড় জুড়ে আন্দোলন শুরু হয় । ওই বছরই 13 অক্টোবর দার্জিলিং থেকে 25 কিলোমিটার দূরে রঙ্গিত নদীর ধারে শিরুবাড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় । সেই গুলিতে নিহত হন কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর অমিতাভ মালিক । এরপরই ওই ঘটনায় মূল অভিযুক্ত বিমল গুরুং-সহ 26 জনের বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করে এফআইআর করা হয় । তারপর থেকেই গা ঢাকা দেয় বিমল গুরুং, রোশন গিরি-সহ অন্যান্যরা । পরে বিমল গুরুং ও রোশন গিরিরা উচ্চ আদালত থেকে জামিন পেলেও বাকিরা গা ঢাকা দেয় ।

দার্জিলিং, 15 ফেব্রুয়ারি: অমিতাভ মালিক খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম আয়ুস রাই । তিনি দার্জিলিংয়েরই বাসিন্দা । ওই খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই গা ঢাকা দিয়েছিলেন আয়ুস । এরপর শনিবার তাঁকে গ্রেফতার করে দার্জিলিং সদর আদালতে তোলা হয় । যেখানে তিনি জামিনের আবেদন করেন । কিন্তু বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান ।

এই বিষয়ে দার্জিলিং আদালতের অতিরিক্ত সরকারি আইনজীবী পঙ্কজ প্রসাদ বলেন, "আয়ুস রাইয়ের বিরুদ্ধে অমিতাভ মালিককে খুন করার অভিযোগ ছিল । তার বিরুদ্ধে চার্জশিট ফাইল হতেই সে গা ঢাকা দেয় । আজ তাকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন ।"

Amitabha Malik murder case
নিম্ন আদালতে আত্মসমর্পণ বিমল গুরুংয়ের (নিজস্ব ছবি)

অন্যদিকে, এদিনই গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুংও ওই একই মামলায় আত্মসমর্পণ করেছেন । তিনি ওই মামলায় 30 জানুয়ারি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন । তা মঞ্জুর করেছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ । তাঁকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন । সেই মতো এদিন তিনি আত্মসমর্পণ করেন ও তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারক ।

প্রসঙ্গত, 2017 সালে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড় জুড়ে আন্দোলন শুরু হয় । ওই বছরই 13 অক্টোবর দার্জিলিং থেকে 25 কিলোমিটার দূরে রঙ্গিত নদীর ধারে শিরুবাড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় । সেই গুলিতে নিহত হন কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর অমিতাভ মালিক । এরপরই ওই ঘটনায় মূল অভিযুক্ত বিমল গুরুং-সহ 26 জনের বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করে এফআইআর করা হয় । তারপর থেকেই গা ঢাকা দেয় বিমল গুরুং, রোশন গিরি-সহ অন্যান্যরা । পরে বিমল গুরুং ও রোশন গিরিরা উচ্চ আদালত থেকে জামিন পেলেও বাকিরা গা ঢাকা দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.