দার্জিলিং, 15 ফেব্রুয়ারি: অমিতাভ মালিক খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম আয়ুস রাই । তিনি দার্জিলিংয়েরই বাসিন্দা । ওই খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই গা ঢাকা দিয়েছিলেন আয়ুস । এরপর শনিবার তাঁকে গ্রেফতার করে দার্জিলিং সদর আদালতে তোলা হয় । যেখানে তিনি জামিনের আবেদন করেন । কিন্তু বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান ।
এই বিষয়ে দার্জিলিং আদালতের অতিরিক্ত সরকারি আইনজীবী পঙ্কজ প্রসাদ বলেন, "আয়ুস রাইয়ের বিরুদ্ধে অমিতাভ মালিককে খুন করার অভিযোগ ছিল । তার বিরুদ্ধে চার্জশিট ফাইল হতেই সে গা ঢাকা দেয় । আজ তাকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন ।"
![Amitabha Malik murder case](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/wb-slg-02-amitabha-malik-7209673_15022025171946_1502f_1739620186_25.jpg)
অন্যদিকে, এদিনই গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুংও ওই একই মামলায় আত্মসমর্পণ করেছেন । তিনি ওই মামলায় 30 জানুয়ারি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন । তা মঞ্জুর করেছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ । তাঁকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন । সেই মতো এদিন তিনি আত্মসমর্পণ করেন ও তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারক ।
প্রসঙ্গত, 2017 সালে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড় জুড়ে আন্দোলন শুরু হয় । ওই বছরই 13 অক্টোবর দার্জিলিং থেকে 25 কিলোমিটার দূরে রঙ্গিত নদীর ধারে শিরুবাড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় । সেই গুলিতে নিহত হন কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর অমিতাভ মালিক । এরপরই ওই ঘটনায় মূল অভিযুক্ত বিমল গুরুং-সহ 26 জনের বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করে এফআইআর করা হয় । তারপর থেকেই গা ঢাকা দেয় বিমল গুরুং, রোশন গিরি-সহ অন্যান্যরা । পরে বিমল গুরুং ও রোশন গিরিরা উচ্চ আদালত থেকে জামিন পেলেও বাকিরা গা ঢাকা দেয় ।