পুনিশোল গ্রামে ডেঙ্গি সচেতনতা প্রচারে বাঁকুড়া সদরের মহকুমাশাসক - Dengue Awareness Drive - DENGUE AWARENESS DRIVE
Published : Sep 8, 2024, 8:44 PM IST
ভরা বর্ষার মরশুমে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি ৷ রাজ্যের একাধিক জেলার মতো এবার ডেঙ্গির প্রকোপ বাড়ছে বাঁকুড়াতেও ৷ জেলা স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত বাঁকুড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 529 ৷ এই পরিসংখ্যান চিন্তা বাড়াচ্ছে জেলা প্রশাসনের ৷ তাই যে অঞ্চলগুলিতে ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি, সেখানে পৌঁছে গেলেন বাঁকুড়া সদরের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত ৷
তিনি জানালেন, বর্ষায় রোজই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ তাই ওন্দা ব্লকের পুনিশোল গ্রামে তিনি আজ আসেন ৷ এটি ওন্দার সবচেয়ে বড় গ্রাম ৷ এখানকার বাসিন্দারের ডেঙ্গি সচেতনতা সংক্রান্ত বার্তা দিলেন মহকুমাশাসক ৷ সেই সঙ্গে ডেঙ্গি সচেতনতার বার্তা লেখা লিফলেট বিলি করলেন তিনি ৷
ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো জীবাণুকে রুখতে কী কী করণীয়, তা নিয়ে লোকজনকে বোঝালেন ৷ বিশেষত, বাড়িতে খোলা জায়গায় জল জমিয়ে রাখতে নিষেধ করা হয়েছে ৷ পঞ্চায়েতের ভেক্টর বিভাগের তরফে মশার কীটনাশক ছড়ানো হয় ৷ এদিন ওন্দার ব্লক আধিকারিক থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের কর্তারাও ছিলেন ৷