হায়দরাবাদ: বর্ষায় বিপর্যস্ত একাধিক রাজ্য ৷ গুজরাত, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার একাধিক এলাকা বন্যায় বিধ্বস্ত ৷ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের মখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বোটে চেপেই সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন। যারাঁ এই বন্যা বিধ্বস্ত এলাকায় বসবাস করেন তাঁদেরতো দৈনন্দিন জীবন যাপনের জন্য বাইরে বেরতেই হয় ৷ তাঁদের জন্য রইল বেশ কয়েকটি এসইউভি-র খোঁজ, যেগুলি বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় অতিক্রম করতে পারে অনায়াসেই ৷
- Land Rover Defender
এই তালিকায় প্রথম সারিতে রয়েছে ল্যান্ড রোভার ডিফেন্ডার ৷ যেটি ভারতে বিক্রি হওয়া সমস্ত গাড়ির মধ্যে সর্বাধিক ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটি ৷ এই কারণে এই গাড়ির বিক্রি অনেকটাই বেশি ৷ সর্বোচ্চ 900 মিমি পর্যন্ত ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটি এই গাড়ির ৷ ফলে এই গাড়িটি সহজেই যেকোনও বন্যা কবলিত এলাকায় অনায়াসেই যেতে পারে ৷ এর সঙ্গে রয়েছে 4x4 সিস্টেম ৷ যা এটিকে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতেও অফ-রোডিংয়ে সক্ষম করে।
- Jeep Wrangler
এই SUV টিও বন্যা কবলিত এলকায় অনায়াসেই চলতে পারে । Jeep Wranglerএসইউভি টি 760 মিমি পর্যন্ত ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটি আছে । এটি SUV তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। একটি 2.0-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং অফ-রোড ফিচার আছে ৷ Jeep Wranglerঅফ-রোডিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে ৷ ফলে এটি সহজেই বন্য কবলিত এলাকাতেও চলতে পারে ৷
উৎসবের মরশুমে ভারতীয় বাজারে আসছে Tata Curvv ICE এবং Maruti Dzire
- Toyota Fortuner