ETV Bharat / technology

প্রথম স্মার্ট রিং, রয়েছে স্টপওয়াচ ও ফ্ল্যাশিং অ্যালার্মের সুবিধা - FIRST SMART RING

Casio তাদের সংস্থার 50 তম বার্ষিকী উপলক্ষে একটি স্মার্ট রিং লঞ্চ করেছে বাজারে। এতে ফ্ল্যাশ অ্যালার্ম-সহ এলসিডি ডিসপ্লের মতো উন্নত বৈশিষ্ট্য রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে ৷

Casio
ক্যাসিও প্রথম স্মার্ট রিং চালু করেছে (ছবি ক্যাসিও)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2024, 1:21 PM IST

হায়দরাবাদ: নতুুন ভাবে ফিরে এল 1980 সালের ফ্যাশন ৷ প্রথম স্মার্ট রিং 'CRW-001-1JR' লঞ্চ করল ক্যাসিও। নতুন ক্য়াসিও স্মার্ট-রিংয়ে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার ৷ এতে রয়েছে 3টি বিশেষ সুইচ ৷ প্রতিটির সুইচের আলাদা কার্যকারিতা রয়েছে ৷ কোম্পানিটি তার 50 বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের কাছে এই স্মার্ট ডিভাইসটি বাজারে এনেছে ৷

সাবধান! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিমানের সমান গ্রহাণু

সুবিধা কি ?

  • Casio-র এই স্মার্ট রিংয়ে রয়েছে সাত-সেগমেন্টের LCD স্ক্রিন রয়েছে। এতে ব্যবহারকারী ঘণ্টা, মিনিট ও সেকেন্ডে সময় দেখতে পারবেন
  • রয়েছে তিনটি বিশেষ সুইচ ৷ যেটি ব্যবহারকারীকে সময় এবং তারিখ পরিবর্তন করতে দেয়
  • এতে রয়েছে ফ্ল্যাশ অ্যালার্ম ও স্টপওয়াচের সুবিধা
  • এটির ব্যাটারি 2 বছর পর্যন্ত চলবে বলে সংস্থার দাবি
  • ব্যাটারি খারাপ হয়ে গেলে সহজেই সেটি পরিবর্তন যায়

আগামী বছরে লঞ্চ করতে পারে সব থেকে স্লিম iPhone 17 Air

আকারে ছোট হলেও, ফিচারে ঠাসা

মাত্র এক ইঞ্চির চেয়েও ছোট আকারের এই স্মার্ট রিং একাধিক অত্যাধুনিক প্রযুক্তিতে ভরপুর। স্ট্রেচেবল ব্যান্ড ব্যবহার করা হয়েছে ব্যবহারকারীকে আরামদায়ক অনুভূতি দিতে এবং যাতে সমস্ত ধরনের আঙ্গুলে পরা যায়। বিভিন্ন টাইম জোনে সময় দেখার মতো অতিরিক্ত ফিচারে অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারীরা ৷ ক্যাসিও এই স্মার্ট রিংটি তৈরি করেছে মেটাল ইনজেকশন মোল্ডিং প্রসেসের মাধ্যমে ৷

দাম কত

CRW-001-1JR নতুন স্মার্ট রিংটি ক্যাসিওর 50 তম বার্ষিকী উপলক্ষে লঞ্চ করা হয়েছে। এটি ডিসেম্বরে ইয়েন ডালারে (জাপানে) ¥19,800 এ পাওয়া যাবে ৷ ভারতীয় টাকায় যার দাম 10,810 টাকা ৷

এখনই বাজারে আসছে না অ্যাপলের স্মার্ট রিং

বাজারে উপলব্ধ অন্যান্য স্মার্ট রিং

উল্লেখ্য, নয়েজ, স্যামসাং এবং বোটের মতো সংস্থাগুলিও ভারতীয় বাজারে তাদের স্মার্ট রিং বিক্রি শুরু করছে। কিন্তু এগুলিতে একটি ডিসপ্লের সুবিধা নেই। ডিসপ্লে বৈশিষ্ট্যের জন্য এই ক্যাসিও রিংটি অন্যান্য কোম্পানির স্মার্ট রিংগুলির থেকে আলাদা। বোটের স্মার্ট রিংটি বাজারে পাওয়া যাচ্ছে 3,799 টাকায়। অন্যদিকে, Noise এর স্মার্ট রিং এর দাম শুরু হচ্ছে 19,999 টাকা থেকে। একইভাবে Samsung Galaxy Ring এর দাম 39,999 টাকা।

মাত্র 2 হাজার টাকাতে বুকিং করা যাবে স্যামসাং-এর স্মার্ট রিং

হায়দরাবাদ: নতুুন ভাবে ফিরে এল 1980 সালের ফ্যাশন ৷ প্রথম স্মার্ট রিং 'CRW-001-1JR' লঞ্চ করল ক্যাসিও। নতুন ক্য়াসিও স্মার্ট-রিংয়ে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক ফিচার ৷ এতে রয়েছে 3টি বিশেষ সুইচ ৷ প্রতিটির সুইচের আলাদা কার্যকারিতা রয়েছে ৷ কোম্পানিটি তার 50 বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের কাছে এই স্মার্ট ডিভাইসটি বাজারে এনেছে ৷

সাবধান! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিমানের সমান গ্রহাণু

সুবিধা কি ?

  • Casio-র এই স্মার্ট রিংয়ে রয়েছে সাত-সেগমেন্টের LCD স্ক্রিন রয়েছে। এতে ব্যবহারকারী ঘণ্টা, মিনিট ও সেকেন্ডে সময় দেখতে পারবেন
  • রয়েছে তিনটি বিশেষ সুইচ ৷ যেটি ব্যবহারকারীকে সময় এবং তারিখ পরিবর্তন করতে দেয়
  • এতে রয়েছে ফ্ল্যাশ অ্যালার্ম ও স্টপওয়াচের সুবিধা
  • এটির ব্যাটারি 2 বছর পর্যন্ত চলবে বলে সংস্থার দাবি
  • ব্যাটারি খারাপ হয়ে গেলে সহজেই সেটি পরিবর্তন যায়

আগামী বছরে লঞ্চ করতে পারে সব থেকে স্লিম iPhone 17 Air

আকারে ছোট হলেও, ফিচারে ঠাসা

মাত্র এক ইঞ্চির চেয়েও ছোট আকারের এই স্মার্ট রিং একাধিক অত্যাধুনিক প্রযুক্তিতে ভরপুর। স্ট্রেচেবল ব্যান্ড ব্যবহার করা হয়েছে ব্যবহারকারীকে আরামদায়ক অনুভূতি দিতে এবং যাতে সমস্ত ধরনের আঙ্গুলে পরা যায়। বিভিন্ন টাইম জোনে সময় দেখার মতো অতিরিক্ত ফিচারে অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারীরা ৷ ক্যাসিও এই স্মার্ট রিংটি তৈরি করেছে মেটাল ইনজেকশন মোল্ডিং প্রসেসের মাধ্যমে ৷

দাম কত

CRW-001-1JR নতুন স্মার্ট রিংটি ক্যাসিওর 50 তম বার্ষিকী উপলক্ষে লঞ্চ করা হয়েছে। এটি ডিসেম্বরে ইয়েন ডালারে (জাপানে) ¥19,800 এ পাওয়া যাবে ৷ ভারতীয় টাকায় যার দাম 10,810 টাকা ৷

এখনই বাজারে আসছে না অ্যাপলের স্মার্ট রিং

বাজারে উপলব্ধ অন্যান্য স্মার্ট রিং

উল্লেখ্য, নয়েজ, স্যামসাং এবং বোটের মতো সংস্থাগুলিও ভারতীয় বাজারে তাদের স্মার্ট রিং বিক্রি শুরু করছে। কিন্তু এগুলিতে একটি ডিসপ্লের সুবিধা নেই। ডিসপ্লে বৈশিষ্ট্যের জন্য এই ক্যাসিও রিংটি অন্যান্য কোম্পানির স্মার্ট রিংগুলির থেকে আলাদা। বোটের স্মার্ট রিংটি বাজারে পাওয়া যাচ্ছে 3,799 টাকায়। অন্যদিকে, Noise এর স্মার্ট রিং এর দাম শুরু হচ্ছে 19,999 টাকা থেকে। একইভাবে Samsung Galaxy Ring এর দাম 39,999 টাকা।

মাত্র 2 হাজার টাকাতে বুকিং করা যাবে স্যামসাং-এর স্মার্ট রিং

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.