ETV Bharat / technology

হোয়াটসঅ্যাপ বিভ্রাট! কারণ ঘিরে রহস্য - WHATSAPPWEB DOWN

অনেক নাগরিক সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন যে সারা বিশ্বে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে। তবে কিছুসময়ের মধ্যেই সমস্যা ঠিক হয়ে যায় ৷

WhatsApp WEB
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 25, 2024, 3:57 PM IST

হায়দরাবাদ: সপ্তহের প্রথম কাজের দিনেই বিপত্তি ৷ হোয়াটঅ্যাপে ওয়েব খুলতে গিয়ে সমস্যায় পড়েন একাধিক ব্যবহারকারী ৷ তবে কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়ে যায় ৷ তবে হঠাৎ হোয়াটসঅ্যাপ ডাউনের কারণে অনেকেই বিভ্রান্ত বোধ করেন । ব্যবহারকারীরা WhatsApp ওয়েবে কাজ করতে গিয়েও সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন ৷ সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে হোয়াটসঅ্যাপ ওয়েব ডাউন প্রসঙ্গে টুইট করেছেন কয়েকজন ৷

213 কোটি জরিমানা হোয়াটসঅ্যাপের,পালটা অভিযোগ মেটার

হোয়াটসঅ্যাপ ডাউন: এক ব্যাবহারকারী টুইটে জানান, হোয়াটসঅ্যাপ ওয়েব লগ ইন করার সময়ে তা করতে পারেননি ৷ বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ বেশ কয়েকজন ব্যবহারকারীরা রিপোর্ট করেছেন, যে তাঁরা হোয়াটসঅ্যাপ ওয়েবে সংযোগ করতে পারছেন না ৷ মেসেজ পাঠাতেও সমস্যা হচ্ছে ৷ এই টুইটের পর অনেকেই টুইটে জানান যে তাঁরাও হোয়াটঅ্যাপ ওয়েব ব্যবহারে সমস্যার সন্মুখীন হচ্ছেন ৷

হোয়াটসঅ্যাপে 'হাইলাইট' ফিচার, মিউট থাকলেও আসবে নোটিফিকেশন

হোয়াটসঅ্যাপ বিভ্রাট: বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। হোয়াটসঅ্যাপ ওয়েবে লগইন করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যার কারণে, হোয়াটসঅ্যাপে ওয়েবে লগইন করতে সমস্যা হচ্ছে । এছাড়াও, মেসেজ পাঠাতে গিয়ে সমস্য়ার মুখে পড়তে হয়েছে ব্যবহারকারীদের ।

মেটার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া নেই: এই বিষয়ে হোয়াটসঅ্যাপের মাদার সংস্থা মেটা কোনও তথ্য দেয়নি। ডাউনডিটেক্টর ওয়েবসাইট জানায় হোয়াটসঅ্যাপ কাজ করছে না। এই ওয়েবসাইট অনুসারে, প্রায় 57% হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ওয়েবে সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ যেখানে 35% অ্যাপে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকে এক্স হ্যান্ডেলে সমস্যাটি সম্পর্কে পোস্ট করেছেন। ফোনে হোয়াটসঅ্যাপ ভালো কাজ করছে। সমস্যাটি শুধুমাত্র ওয়েব সংস্করণে। এমন পরিস্থিতিতে খুব বেশি অভিযোগ নেই। কিন্তু অফিস ব্যবহারকারী ও বাণিজ্যিক ব্যবহারকারীরা অসুবিধার সম্মুখীন হয়েছিলেন সাময়িক।

মোবাইলে নয়, সরাসরি কন্ট্যাক্ট সেভ করা যাবে হোয়াটসঅ্যাপে

হায়দরাবাদ: সপ্তহের প্রথম কাজের দিনেই বিপত্তি ৷ হোয়াটঅ্যাপে ওয়েব খুলতে গিয়ে সমস্যায় পড়েন একাধিক ব্যবহারকারী ৷ তবে কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়ে যায় ৷ তবে হঠাৎ হোয়াটসঅ্যাপ ডাউনের কারণে অনেকেই বিভ্রান্ত বোধ করেন । ব্যবহারকারীরা WhatsApp ওয়েবে কাজ করতে গিয়েও সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন ৷ সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে হোয়াটসঅ্যাপ ওয়েব ডাউন প্রসঙ্গে টুইট করেছেন কয়েকজন ৷

213 কোটি জরিমানা হোয়াটসঅ্যাপের,পালটা অভিযোগ মেটার

হোয়াটসঅ্যাপ ডাউন: এক ব্যাবহারকারী টুইটে জানান, হোয়াটসঅ্যাপ ওয়েব লগ ইন করার সময়ে তা করতে পারেননি ৷ বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ বেশ কয়েকজন ব্যবহারকারীরা রিপোর্ট করেছেন, যে তাঁরা হোয়াটসঅ্যাপ ওয়েবে সংযোগ করতে পারছেন না ৷ মেসেজ পাঠাতেও সমস্যা হচ্ছে ৷ এই টুইটের পর অনেকেই টুইটে জানান যে তাঁরাও হোয়াটঅ্যাপ ওয়েব ব্যবহারে সমস্যার সন্মুখীন হচ্ছেন ৷

হোয়াটসঅ্যাপে 'হাইলাইট' ফিচার, মিউট থাকলেও আসবে নোটিফিকেশন

হোয়াটসঅ্যাপ বিভ্রাট: বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। হোয়াটসঅ্যাপ ওয়েবে লগইন করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যার কারণে, হোয়াটসঅ্যাপে ওয়েবে লগইন করতে সমস্যা হচ্ছে । এছাড়াও, মেসেজ পাঠাতে গিয়ে সমস্য়ার মুখে পড়তে হয়েছে ব্যবহারকারীদের ।

মেটার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া নেই: এই বিষয়ে হোয়াটসঅ্যাপের মাদার সংস্থা মেটা কোনও তথ্য দেয়নি। ডাউনডিটেক্টর ওয়েবসাইট জানায় হোয়াটসঅ্যাপ কাজ করছে না। এই ওয়েবসাইট অনুসারে, প্রায় 57% হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ওয়েবে সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ যেখানে 35% অ্যাপে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকে এক্স হ্যান্ডেলে সমস্যাটি সম্পর্কে পোস্ট করেছেন। ফোনে হোয়াটসঅ্যাপ ভালো কাজ করছে। সমস্যাটি শুধুমাত্র ওয়েব সংস্করণে। এমন পরিস্থিতিতে খুব বেশি অভিযোগ নেই। কিন্তু অফিস ব্যবহারকারী ও বাণিজ্যিক ব্যবহারকারীরা অসুবিধার সম্মুখীন হয়েছিলেন সাময়িক।

মোবাইলে নয়, সরাসরি কন্ট্যাক্ট সেভ করা যাবে হোয়াটসঅ্যাপে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.