হায়দরাবাদ: কাজের মাধ্যে হঠাৎ কল ৷ ফোন রিসিভ করার পরেই স্প্যাম কল জানতে পেরে অনেকেই বিরক্ত বোধ করেন ৷ এই স্প্যাম কলের সমস্যা যেন আরও বাড়ছে ৷ এমনকী অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে সাইবার প্রতারকরা প্রতারণা করছে। এই স্প্যাম কলের ফলে আর্থিক প্রতারণার শিকার হন অনেকে ৷ টেলিকম সার্বিস প্রোভাইডার জিও তাদের ব্যবহাকারীদের জন্য বিশেষ ফিচার চালু করেছে ৷ এবার থেকে এক ক্লিকে ব্লক করা যাবে স্প্যাম কল ৷
Jio নেটওয়ার্ক ব্যবহারকারীরা স্থায়ীভাবে এই ধরনের স্প্যাম কল এবং মেসেজ ব্লক করতে পারেন। MYJio অ্যাপে থাকা একটি ফিচারে সাহায্যে করা যাবে এই কাজ ৷ MYJio অ্যাপের অপশনে ক্লিক করে স্ক্যাম কল ব্লক করতে পারবেন ব্যাবহারকারীরা। তারপর থেকে মোবাইলে এই ধরনের ফোন কল বা বার্তা পাবেন না।
স্প্যাম কল কিভাবে ব্লক করবেন তা জানুন...
- Jio নেটওয়ার্কের গ্রাহকদের প্রথমে MY Jio অ্যাপ খুলতে হবে
- অ্যাপটি ওপেন করে একটু স্ক্রোল করলেই ডান দিকে 'More' অপশনটি সিলেক্ট করতে হবে
- সেখানেই 'Do Not Disturb' অপশন পাওয়া যাবে। এতে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী ব্যাংকিং, রিয়েল এস্টেট, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন থেকে আসা মেসেজ এবং কল ব্লক করার অপশন পাবেন
- তারপর 'ফুললি ব্লকড' এবং 'প্রমোশনাল কমিউনিকেশন ব্লকড' অপশন চালু করতে হবে
- 'ফুললি ব্লকড' বিকল্পটি চালু করলে কোনও স্প্যাম কল বা এসএমএস আসা একে বারে বন্ধ হয়ে যাবে ।
উল্লেখ্য, ভারত সরকারের সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, ভারত প্রতিদিন 1.35 কোটি জালিয়াতি কলের তথ্য পাওয়া গিয়েছে ৷ বিভাগীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, বেশিরভাগ স্প্যাম কল দেশের বাইরের সার্ভার থেকে উৎপত্তি হয়েছে ৷ ভারত সরকার অধিকাংশ প্রতারণামূলক কল ব্লক করতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, যে আমাদের DoT জালিয়াতি সনাক্তকরণ নেটওয়ার্ক 'সঞ্চার সামথা এআই'-এর মাধ্যমে প্রতারকদের হাত থেকে প্রায় 2500 কোটি টাকা বাঁচানো গিয়েছে ৷