ETV Bharat / entertainment

'মিত্তির বাড়ি'র দরজা খুলছে আজ, নতুন জুটিকে নিয়ে যাত্রা শুরু প্রসেনজিতের - MITTIR BARI

অনেকদিন পর এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন আদৃত রায় । প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় কাজ করতে পারার জন্যও আপ্লুত অভিনেতা ৷

Mittir Bari
সোমবার থেকে শুরু হচ্ছে 'মিত্তির বাড়ি' ধারাবাহিক (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 25, 2024, 8:11 PM IST

কলকাতা, 25 নভেম্বর: 'মিত্তির বাড়ি'র দরজায় দু'দিন আগেই কড়া নাড়িয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । তাঁরই প্রযোজনায় 25 নভেম্বর অর্থাৎ সোমবার থেকে টেলিভিশনের পর্দায় রাত 9টার স্লটে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'মিত্তির বাড়ি'।

'শিকড় জুড়ে থাকলে কেটে যাবে ভয়...', এই মন্ত্রে বিশ্বাসী গল্পের নায়িকা জোনাকি । প্রোমোতেই সেই আঁচ পেয়েছে দর্শক । এবার গল্পের পরতে পরতে তার সত্যতা প্রমাণের পালা ।

'মিত্তির বাড়ি'র দরজা খুলছে আজ (নিজস্ব ভিডিয়ো)

এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ দশ মাস পর ছোট পর্দায় ফিরছেন মানসী সিনহা । অভিনেত্রী এই মুহূর্তে বেজায় ব্যস্ত পরিচালনার কাজে । তার মাঝেই মেগা সিরিয়ালে ব্যস্ত হয়ে পড়লেন তিনি । মিত্তির বাড়ির মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে । মুখ্য ভূমিকার রয়েছেন আদৃত রায় ও পারিজাত চৌধুরী ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, শঙ্কর চক্রবর্তী, সোনালী চৌধুরী, পৌলমী দাস, অম্লান মজুমদার, সোহেল দত্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেককে ।

Mittir Bari
ছোটপর্দায় জুটি বাঁধছেন আদৃত রায় ও পারিজাত চৌধুরী (নিজস্ব ছবি)
Mittir Bari
অনেকদিন পর ছোট পর্দায় ফিরছেন আদৃত রায় (নিজস্ব ছবি)

গল্পের দিকে তাকালে দেখা যায়, কর্মসূত্রে অনেকেই বাড়ির বাইরে থাকেন ৷ বছরে একবার কী দু'বার তারা আসে বাড়িতে । মেতে ওঠে পরিবারের সঙ্গে । এরপর ফের ফিরে যায় কাজের রাজ্যে । মনের মধ্যে জিইয়ে রাখে শুধুই স্মৃতি । অনেকে আবার ফেরেই না কখনও। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নতুন করে পরিবার জোড়ার গল্প বলবে আসন্ন বাংলা ধারাবাহিক 'মিত্তির বাড়ি'। যেখানে সকলকে এক সূত্রে বাঁধার দায়িত্ব নেবে গল্পের নায়ক-নায়িকা ধ্রুব অর্থাৎ আদৃত এবং জোনাকি অর্থাৎ পারিজাত ।

Mittir Bari
ঠাকুমা-দাদুর ভূমিকায় থাকছেন দুলাল দে ও অনুরাধা রায় (নিজস্ব ছবি)

ঠাকুমা-দাদুর মতো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অনুরাধা রায় ও দুলাল দে । বাড়ির সহজ সরল বউমার চরিত্রে থাকবেন সোনালী চৌধুরী । 'মিত্তির বাড়ি'র হাত ধরেই প্রথমবার ছোটপর্দায় পা রাখছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় । আগে যে চরিত্রের জন্য অনন্যাকে ভাবা হয়েছিল, সেই চরিত্রেই দেখা যাবে সোনালী চৌধুরীকে । অর্থাৎ বাড়ির বড় বউয়ের চরিত্রে সোনালী । শঙ্কর চক্রবর্তীর স্ত্রী'র ভূমিকায় তিনি । সহজ সরল মানুষ ছেলে অন্তঃপ্রাণ বড় বউ । আর অনন্যা বন্দ্যোপাধ্যায় থাকবেন আইপিএস অফিসারের চরিত্রে ।

Mittir Bari
নতুন জুটিকে নিয়ে যাত্রা শুরু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (নিজস্ব ছবি)

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত এই ধারাবাহিক নিয়ে দর্শকের আগ্রহের পারদ চড়ছে । ওদিকে 'মিঠাই' ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন আদৃত রায় । 'উচ্ছেবাবু' হিসেবে দর্শকের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি । এবার ধ্রুব চরিত্রেও ভীষণ পারিবারিক, দায়িত্বশীল এবং ভালো মনের মানুষ হিসেবে দেখা যাবে তাঁকে । অনেকদিন পর ধারাবাহিকে ফিরে বেশ আপ্লুত তিনি । একইসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় কাজ করতে পারার জন্যও আপ্লুত আদৃত । এবার নতুন জুটিকে দেখার পালা দর্শকের ।

Mittir Bari
'মিত্তির বাড়ি' ধারাবাহিকের নায়ক-নায়িকা (নিজস্ব ছবি)

কলকাতা, 25 নভেম্বর: 'মিত্তির বাড়ি'র দরজায় দু'দিন আগেই কড়া নাড়িয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । তাঁরই প্রযোজনায় 25 নভেম্বর অর্থাৎ সোমবার থেকে টেলিভিশনের পর্দায় রাত 9টার স্লটে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'মিত্তির বাড়ি'।

'শিকড় জুড়ে থাকলে কেটে যাবে ভয়...', এই মন্ত্রে বিশ্বাসী গল্পের নায়িকা জোনাকি । প্রোমোতেই সেই আঁচ পেয়েছে দর্শক । এবার গল্পের পরতে পরতে তার সত্যতা প্রমাণের পালা ।

'মিত্তির বাড়ি'র দরজা খুলছে আজ (নিজস্ব ভিডিয়ো)

এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ দশ মাস পর ছোট পর্দায় ফিরছেন মানসী সিনহা । অভিনেত্রী এই মুহূর্তে বেজায় ব্যস্ত পরিচালনার কাজে । তার মাঝেই মেগা সিরিয়ালে ব্যস্ত হয়ে পড়লেন তিনি । মিত্তির বাড়ির মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে । মুখ্য ভূমিকার রয়েছেন আদৃত রায় ও পারিজাত চৌধুরী ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, শঙ্কর চক্রবর্তী, সোনালী চৌধুরী, পৌলমী দাস, অম্লান মজুমদার, সোহেল দত্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেককে ।

Mittir Bari
ছোটপর্দায় জুটি বাঁধছেন আদৃত রায় ও পারিজাত চৌধুরী (নিজস্ব ছবি)
Mittir Bari
অনেকদিন পর ছোট পর্দায় ফিরছেন আদৃত রায় (নিজস্ব ছবি)

গল্পের দিকে তাকালে দেখা যায়, কর্মসূত্রে অনেকেই বাড়ির বাইরে থাকেন ৷ বছরে একবার কী দু'বার তারা আসে বাড়িতে । মেতে ওঠে পরিবারের সঙ্গে । এরপর ফের ফিরে যায় কাজের রাজ্যে । মনের মধ্যে জিইয়ে রাখে শুধুই স্মৃতি । অনেকে আবার ফেরেই না কখনও। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নতুন করে পরিবার জোড়ার গল্প বলবে আসন্ন বাংলা ধারাবাহিক 'মিত্তির বাড়ি'। যেখানে সকলকে এক সূত্রে বাঁধার দায়িত্ব নেবে গল্পের নায়ক-নায়িকা ধ্রুব অর্থাৎ আদৃত এবং জোনাকি অর্থাৎ পারিজাত ।

Mittir Bari
ঠাকুমা-দাদুর ভূমিকায় থাকছেন দুলাল দে ও অনুরাধা রায় (নিজস্ব ছবি)

ঠাকুমা-দাদুর মতো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অনুরাধা রায় ও দুলাল দে । বাড়ির সহজ সরল বউমার চরিত্রে থাকবেন সোনালী চৌধুরী । 'মিত্তির বাড়ি'র হাত ধরেই প্রথমবার ছোটপর্দায় পা রাখছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় । আগে যে চরিত্রের জন্য অনন্যাকে ভাবা হয়েছিল, সেই চরিত্রেই দেখা যাবে সোনালী চৌধুরীকে । অর্থাৎ বাড়ির বড় বউয়ের চরিত্রে সোনালী । শঙ্কর চক্রবর্তীর স্ত্রী'র ভূমিকায় তিনি । সহজ সরল মানুষ ছেলে অন্তঃপ্রাণ বড় বউ । আর অনন্যা বন্দ্যোপাধ্যায় থাকবেন আইপিএস অফিসারের চরিত্রে ।

Mittir Bari
নতুন জুটিকে নিয়ে যাত্রা শুরু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (নিজস্ব ছবি)

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত এই ধারাবাহিক নিয়ে দর্শকের আগ্রহের পারদ চড়ছে । ওদিকে 'মিঠাই' ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন আদৃত রায় । 'উচ্ছেবাবু' হিসেবে দর্শকের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি । এবার ধ্রুব চরিত্রেও ভীষণ পারিবারিক, দায়িত্বশীল এবং ভালো মনের মানুষ হিসেবে দেখা যাবে তাঁকে । অনেকদিন পর ধারাবাহিকে ফিরে বেশ আপ্লুত তিনি । একইসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় কাজ করতে পারার জন্যও আপ্লুত আদৃত । এবার নতুন জুটিকে দেখার পালা দর্শকের ।

Mittir Bari
'মিত্তির বাড়ি' ধারাবাহিকের নায়ক-নায়িকা (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.