ETV Bharat / state

দিল্লিতে পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা, 11 দফা নির্দেশিকা জারি শিয়ালদা স্টেশনে - EASTERN RAILWAY SEALDAH DIVIDION

মহাকুম্ভে যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে মৃত্যুমিছিল ! ঘটনা থেকে শিক্ষা নিয়ে নড়েচড়ে বসল শিয়ালদা কর্তৃপক্ষ ৷ জারি 11 দফা নির্দেশিকা ৷

EASTERN RAILWAY SEALDAH DIVIDION
11 দফার নির্দেশিকা জারি করেছেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2025, 10:56 AM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: নয়াদিল্লি রেল স্টেশনের পদপিষ্ট হয়ে ঘটনার পর শিয়ালদহ স্টেশনে মহাকুম্ভগামী যাত্রীদের নিরাপত্তা এবং রেল পরিষেবাকে মসৃণ রাখতে নেওয়া হল সতর্কতামূলক পদক্ষেপ। সোমবার পুরো স্টেশন চত্বর ঘুরে দেখলেন, শিয়ালদা ডিভিশনের ডিআরএম ৷

শনিবার রাতে মহাকুম্ভে যাওয়ার পথে দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 18 জনের। তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না পূর্ব রেলের হাওড়া এবং শিয়ালদা ডিভিশন।

EASTERN RAILWAY SEALDAH DIVIDION
দিল্লির ঘটনা থেকে শিক্ষা নিয়ে নড়েচড়ে বসল শিয়ালদা কর্তৃপক্ষ (ইটিভি ভারত)

সম্প্রতি দেখা গিয়েছে, যাত্রীরা কুম্ভগামী ট্রেনে উঠতে না-পারায় এসি কোচের জানালা ভেঙে দিচ্ছেন, এছাড়াও বহু ক্ষেত্রে এমনও হয়েছে বয়স্ক যাত্রী কিংবা যাঁদের বাচ্চা রয়েছে তাঁরা সংরক্ষিত টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেছেন না।

EASTERN RAILWAY SEALDAH DIVIDION
প্লাটফর্মে উপস্থিত যাত্রী এবং পরিষেবার সঙ্গে যুক্ত রেল আধিকারিকদের সঙ্গে কথা বলেন ডিআরএম (ইটিভি ভারত)

যাত্রীদের ভিড় কেমন হচ্ছে এবং যারা প্রয়াগরাজে যাচ্ছেন তাঁদের ট্রেনে ওঠার ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে কি না, তা সোমবার সরজমিনে পরিদর্শন করলেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম। প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রী এবং পরিষেবার সঙ্গে যুক্ত রেল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। সকলকেই সর্বদা সর্তক থাকার নির্দেশ দেন ৷ পাশাপাশি 11 দফা নির্দেশিকা জারি করেছেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম।

সেগুলি হল-

EASTERN RAILWAY SEALDAH DIVIDION
সোমবার পুরো স্টেশন চত্বর ঘুরে দেখলেন, শিয়ালদা ডিভিশনের ডিআরএম (ইটিভি ভারত)
  1. যেহেতু শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ প্রয়াগরাজের জন্য ট্রেন ধরছেন সেই ভিড় সামাল দিতে কুম্ভমেলাগামী ট্রেনের প্ল্যাটফর্ম নির্দিষ্ট করা হয়েছে।
  2. পাশাপাশি কুম্ভমেলাগামী মেল বা এক্সপ্রেস ট্রেনের জন্য যে প্ল্যাটফর্ম নির্দিষ্ট করা হয়েছে তার কোনও পরিবর্তন হবে না।
  3. যাত্রীদের সুবিধার জন্য ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেম নির্ভুল ট্রেন সংক্রান্ত তথ্য তুলে ধরবে ৷ যেমন কোন ট্রেন, কখন, কোথা থেকে থেকে ছাড়বে।
  4. কোন সময় প্ল্যাটফর্মে কতজন যাত্রী উপস্থিত রয়েছেন সেই সংখ্যা ডিসপ্লে-বোর্ডে যেন দেখা যায়, আর সেই তথ্য সবাই যেন দেখতে পান ৷
  5. কোন ট্রেনে কতগুলি অসংরক্ষিত টিকিট কাটা হয়েছে, তা তালিকায় নিয়মিতভাবে আপডেট করতে হবে এবং ডিসপ্লে বোর্ডে দেখাতে হবে। এই তথ্য সকলের জানা থাকলে হঠাৎই প্ল্যাটফর্ম চত্বরে ভিড় হাতের বাইরে চলে যাবে না এবং এর ফলে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হবে ৷
  6. অন্যদিকে, একাধিক ট্রেনের ক্ষেত্রে যেমন শিয়ালদা-আজমেঢ়, শিয়ালদা-আনন্দ বিহার সম্পর্কক্রান্তি, শিয়ালদা-বিকানের দুরন্ত, শিয়ালদা রাজধানী, শিয়ালদা জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস-সহ আরও একাধিক ট্রেনে স্লিপার ক্লাস এবং এসি কোচের টিকিট পাওয়া যাচ্ছে না।
  7. এছাড়াও স্টেশন চত্বরে থাকা একাধিক ক্যামেরার মাধ্যমে রেল আধিকারিক ও রেল পুলিশ 24 ঘণ্টা নজরদারি চালাবে।
  8. যেসব প্ল্যাটফর্মে প্রয়াগরাজগামী ট্রেন এসে পৌঁছচ্ছে বা যেই প্ল্যাটফর্ম থেকে প্রয়াগরাজগামী ট্রেন ছাড়ছে সেই সব প্ল্যাটফর্মে পর্যাপ্ত পরিমাণে রেল পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।
  9. জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার জন্য শিয়ালদা এবং কলকাতা স্টেশনে আরও ব্যাটারিচালিত গাড়ি, হুইলচেয়ার এবং স্ট্রেচার মজুত রাখা হবে।
  10. যদি কোনও আপদকালীন ঘটনা ঘটে যায় কিংবা যদি হঠাৎ কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য 24 ঘণ্টা একটি অ্যাম্বুলেন্স রাখা থাকবে, স্টেশন চত্বরে ৷ সঙ্গে প্যারামেডিক্যাল কর্মীরাও থাকবেন।
  11. প্ল্যাটফর্ম-সহ পুরো স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় কর্মীর সংস্থানের দায়িত্বে থাকবেন স্টেশন ম্যানেজার।

কলকাতা, 18 ফেব্রুয়ারি: নয়াদিল্লি রেল স্টেশনের পদপিষ্ট হয়ে ঘটনার পর শিয়ালদহ স্টেশনে মহাকুম্ভগামী যাত্রীদের নিরাপত্তা এবং রেল পরিষেবাকে মসৃণ রাখতে নেওয়া হল সতর্কতামূলক পদক্ষেপ। সোমবার পুরো স্টেশন চত্বর ঘুরে দেখলেন, শিয়ালদা ডিভিশনের ডিআরএম ৷

শনিবার রাতে মহাকুম্ভে যাওয়ার পথে দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 18 জনের। তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না পূর্ব রেলের হাওড়া এবং শিয়ালদা ডিভিশন।

EASTERN RAILWAY SEALDAH DIVIDION
দিল্লির ঘটনা থেকে শিক্ষা নিয়ে নড়েচড়ে বসল শিয়ালদা কর্তৃপক্ষ (ইটিভি ভারত)

সম্প্রতি দেখা গিয়েছে, যাত্রীরা কুম্ভগামী ট্রেনে উঠতে না-পারায় এসি কোচের জানালা ভেঙে দিচ্ছেন, এছাড়াও বহু ক্ষেত্রে এমনও হয়েছে বয়স্ক যাত্রী কিংবা যাঁদের বাচ্চা রয়েছে তাঁরা সংরক্ষিত টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেছেন না।

EASTERN RAILWAY SEALDAH DIVIDION
প্লাটফর্মে উপস্থিত যাত্রী এবং পরিষেবার সঙ্গে যুক্ত রেল আধিকারিকদের সঙ্গে কথা বলেন ডিআরএম (ইটিভি ভারত)

যাত্রীদের ভিড় কেমন হচ্ছে এবং যারা প্রয়াগরাজে যাচ্ছেন তাঁদের ট্রেনে ওঠার ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে কি না, তা সোমবার সরজমিনে পরিদর্শন করলেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম। প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রী এবং পরিষেবার সঙ্গে যুক্ত রেল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। সকলকেই সর্বদা সর্তক থাকার নির্দেশ দেন ৷ পাশাপাশি 11 দফা নির্দেশিকা জারি করেছেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম।

সেগুলি হল-

EASTERN RAILWAY SEALDAH DIVIDION
সোমবার পুরো স্টেশন চত্বর ঘুরে দেখলেন, শিয়ালদা ডিভিশনের ডিআরএম (ইটিভি ভারত)
  1. যেহেতু শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ প্রয়াগরাজের জন্য ট্রেন ধরছেন সেই ভিড় সামাল দিতে কুম্ভমেলাগামী ট্রেনের প্ল্যাটফর্ম নির্দিষ্ট করা হয়েছে।
  2. পাশাপাশি কুম্ভমেলাগামী মেল বা এক্সপ্রেস ট্রেনের জন্য যে প্ল্যাটফর্ম নির্দিষ্ট করা হয়েছে তার কোনও পরিবর্তন হবে না।
  3. যাত্রীদের সুবিধার জন্য ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেম নির্ভুল ট্রেন সংক্রান্ত তথ্য তুলে ধরবে ৷ যেমন কোন ট্রেন, কখন, কোথা থেকে থেকে ছাড়বে।
  4. কোন সময় প্ল্যাটফর্মে কতজন যাত্রী উপস্থিত রয়েছেন সেই সংখ্যা ডিসপ্লে-বোর্ডে যেন দেখা যায়, আর সেই তথ্য সবাই যেন দেখতে পান ৷
  5. কোন ট্রেনে কতগুলি অসংরক্ষিত টিকিট কাটা হয়েছে, তা তালিকায় নিয়মিতভাবে আপডেট করতে হবে এবং ডিসপ্লে বোর্ডে দেখাতে হবে। এই তথ্য সকলের জানা থাকলে হঠাৎই প্ল্যাটফর্ম চত্বরে ভিড় হাতের বাইরে চলে যাবে না এবং এর ফলে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হবে ৷
  6. অন্যদিকে, একাধিক ট্রেনের ক্ষেত্রে যেমন শিয়ালদা-আজমেঢ়, শিয়ালদা-আনন্দ বিহার সম্পর্কক্রান্তি, শিয়ালদা-বিকানের দুরন্ত, শিয়ালদা রাজধানী, শিয়ালদা জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস-সহ আরও একাধিক ট্রেনে স্লিপার ক্লাস এবং এসি কোচের টিকিট পাওয়া যাচ্ছে না।
  7. এছাড়াও স্টেশন চত্বরে থাকা একাধিক ক্যামেরার মাধ্যমে রেল আধিকারিক ও রেল পুলিশ 24 ঘণ্টা নজরদারি চালাবে।
  8. যেসব প্ল্যাটফর্মে প্রয়াগরাজগামী ট্রেন এসে পৌঁছচ্ছে বা যেই প্ল্যাটফর্ম থেকে প্রয়াগরাজগামী ট্রেন ছাড়ছে সেই সব প্ল্যাটফর্মে পর্যাপ্ত পরিমাণে রেল পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে।
  9. জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার জন্য শিয়ালদা এবং কলকাতা স্টেশনে আরও ব্যাটারিচালিত গাড়ি, হুইলচেয়ার এবং স্ট্রেচার মজুত রাখা হবে।
  10. যদি কোনও আপদকালীন ঘটনা ঘটে যায় কিংবা যদি হঠাৎ কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য 24 ঘণ্টা একটি অ্যাম্বুলেন্স রাখা থাকবে, স্টেশন চত্বরে ৷ সঙ্গে প্যারামেডিক্যাল কর্মীরাও থাকবেন।
  11. প্ল্যাটফর্ম-সহ পুরো স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় কর্মীর সংস্থানের দায়িত্বে থাকবেন স্টেশন ম্যানেজার।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.