ETV Bharat / bharat

ভোর হতেই বরফে ঢাকল কেদারনাথ-গঙ্গোত্রী থেকে উত্তরকাশী, দেখুন ভিডিয়ো - SNOWFALL IN UTTARKASHI

উত্তরাখণ্ডের বেশিরভাগ পার্বত্য এলাকার ছবিটা বৃহস্পতির সকাল হতেই একেবারে অন্যরকম ৷ 'ভূস্বর্গে'র সঙ্গে তুলনা করলেও কম বলা হবে না ৷ সাদা চাদরে ঢেকেছে উত্তরকাশী ৷

SNOWFALL IN UTTARKASHI
সাদা চাদরে ঢেকেছে উত্তরকাশী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 7:49 PM IST

Updated : Feb 20, 2025, 8:07 PM IST

উত্তরকাশী, 20 ফেব্রুয়ারি: বাংলা থেকে শীত বিদায় নিলেও উত্তরাখণ্ডে এখন বরফ পড়ছে ৷ যেদিকে তাকানো যায় শুধুই বরফের চাদর। আজ, বৃহস্পতির ভোর 4টে থেকে উত্তরকাশী, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, তুঙ্গনাথ, মদমহেশ্বর, রুদ্রপ্রয়াগে শুরু হয়েছে তুষারপাত ৷ তুষারপাতের কারণে পাহাড়ি রাজ্যের দৃশ্য অপরূপ লাগছে ৷ বরফ পড়ার কারণে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে ৷ পর্যটকরা হোটেল ছেড়ে বেরিয়ে বরফ নিয়ে খেলায় মেতেছেন ৷

একে তো মোহময়ী সৌন্দর্য আর তার সঙ্গেই শ্বেতশুভ্র তুষারে ঢেকে রয়েছে রাস্তা, বাড়ির মাথা, গাছের পাতা থেকে যানবাহন। আর সেই তুষারপাত নিজেদের ফোনে বন্দি করছেন পর্যটকরা ৷ সেলফি তোলার হিড়িকও কম নয় ৷ এদিকে কেদারনাথ মন্দির এখন বন্ধ ৷ তুষারপাতের মধ্যে মন্দির পাহারা দিচ্ছেন আইটিবিপির জওয়ানরা ৷ কেদারনাথ ধামেও ঠান্ডার তীব্রতা বেড়েছে। সেইসঙ্গে, তুঙ্গনাথ এলাকার ছবিটাও একই ৷

বরফে ঢাকল কেদারনাথ-গঙ্গোত্রী থেকে উত্তরকাশী (ইটিভি ভারত)

আজ সকাল থেকেই পার্বত্য অঞ্চলের এলাকা কালো মেঘে ঢেকে রয়েছে ৷ গুঁড়ি, গুঁড়ি বৃষ্টিও শুরু হয়েছে ৷ তুষারপাতের ফলে ঠান্ডা আরও বেড়েছে। রুদ্রপ্রয়াগে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বেশি ৷ গত কয়েকদিন ধরে রোদের তাপমাত্রাও ছিল ব্যাপক ৷ আর তারপরই আজ সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ৷

SNOWFALL IN UTTARKASHI
৷ তুষারপাতের মধ্যে মন্দির পাহারা দিচ্ছেন আইটিবিপির জওয়ানরা (ইটিভি ভারত)

তাই এই তুষারপাত কিছুটা অপ্রত্যাশিতই বলা চলে। এদিকে তুষারপাতের খবর চাউড় হতেই পর্যটকদের মধ্য়ে খুশির আবহ। তুষারপাতের কারণে হয়েছে এবং দেশ-বিদেশের তীর্থযাত্রীদের জন্য পর্যটন স্থানগুলিতে ভিড় উপচে পড়ছে ৷

SNOWFALL IN UTTARKASHI
বরফ পড়ার কারণে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে (ইটিভি ভারত)

উত্তরাখণ্ডের জেলায় জেলায় চলছে শৈত্যপ্রবাহ ৷ পাহাড়ে তুষারপাতের কারণে, সমতলেও ঠান্ডা জাঁকিয়ে পড়েছে ৷ গঙ্গোত্রী ধামের এক তীর্থযাত্রী রাজেশ সেমওয়াল জানান, সকাল থেকেই গঙ্গোত্রী ধামে তুষারপাত হচ্ছে। যার কারণে ঠান্ডা বেড়েছে।" পুরোহিত শেখর উনিয়াল বলেন, "সকাল থেকেই এলাকায় তুষারপাত হচ্ছে।"

উত্তরকাশী, 20 ফেব্রুয়ারি: বাংলা থেকে শীত বিদায় নিলেও উত্তরাখণ্ডে এখন বরফ পড়ছে ৷ যেদিকে তাকানো যায় শুধুই বরফের চাদর। আজ, বৃহস্পতির ভোর 4টে থেকে উত্তরকাশী, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, তুঙ্গনাথ, মদমহেশ্বর, রুদ্রপ্রয়াগে শুরু হয়েছে তুষারপাত ৷ তুষারপাতের কারণে পাহাড়ি রাজ্যের দৃশ্য অপরূপ লাগছে ৷ বরফ পড়ার কারণে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে ৷ পর্যটকরা হোটেল ছেড়ে বেরিয়ে বরফ নিয়ে খেলায় মেতেছেন ৷

একে তো মোহময়ী সৌন্দর্য আর তার সঙ্গেই শ্বেতশুভ্র তুষারে ঢেকে রয়েছে রাস্তা, বাড়ির মাথা, গাছের পাতা থেকে যানবাহন। আর সেই তুষারপাত নিজেদের ফোনে বন্দি করছেন পর্যটকরা ৷ সেলফি তোলার হিড়িকও কম নয় ৷ এদিকে কেদারনাথ মন্দির এখন বন্ধ ৷ তুষারপাতের মধ্যে মন্দির পাহারা দিচ্ছেন আইটিবিপির জওয়ানরা ৷ কেদারনাথ ধামেও ঠান্ডার তীব্রতা বেড়েছে। সেইসঙ্গে, তুঙ্গনাথ এলাকার ছবিটাও একই ৷

বরফে ঢাকল কেদারনাথ-গঙ্গোত্রী থেকে উত্তরকাশী (ইটিভি ভারত)

আজ সকাল থেকেই পার্বত্য অঞ্চলের এলাকা কালো মেঘে ঢেকে রয়েছে ৷ গুঁড়ি, গুঁড়ি বৃষ্টিও শুরু হয়েছে ৷ তুষারপাতের ফলে ঠান্ডা আরও বেড়েছে। রুদ্রপ্রয়াগে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বেশি ৷ গত কয়েকদিন ধরে রোদের তাপমাত্রাও ছিল ব্যাপক ৷ আর তারপরই আজ সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ৷

SNOWFALL IN UTTARKASHI
৷ তুষারপাতের মধ্যে মন্দির পাহারা দিচ্ছেন আইটিবিপির জওয়ানরা (ইটিভি ভারত)

তাই এই তুষারপাত কিছুটা অপ্রত্যাশিতই বলা চলে। এদিকে তুষারপাতের খবর চাউড় হতেই পর্যটকদের মধ্য়ে খুশির আবহ। তুষারপাতের কারণে হয়েছে এবং দেশ-বিদেশের তীর্থযাত্রীদের জন্য পর্যটন স্থানগুলিতে ভিড় উপচে পড়ছে ৷

SNOWFALL IN UTTARKASHI
বরফ পড়ার কারণে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে (ইটিভি ভারত)

উত্তরাখণ্ডের জেলায় জেলায় চলছে শৈত্যপ্রবাহ ৷ পাহাড়ে তুষারপাতের কারণে, সমতলেও ঠান্ডা জাঁকিয়ে পড়েছে ৷ গঙ্গোত্রী ধামের এক তীর্থযাত্রী রাজেশ সেমওয়াল জানান, সকাল থেকেই গঙ্গোত্রী ধামে তুষারপাত হচ্ছে। যার কারণে ঠান্ডা বেড়েছে।" পুরোহিত শেখর উনিয়াল বলেন, "সকাল থেকেই এলাকায় তুষারপাত হচ্ছে।"

Last Updated : Feb 20, 2025, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.